| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শরীয়া আইন প্রয়োগ করতে শরীয়া আইন জানা বিচার বিভাগ, সামরিক বাহিনী আর প্রশাসন দরকার। বাংলাদেশে শরীয়তী এতো সরকারী মানুষ কি আছে? আর, শরিয়া প্রয়োগ করার জন্যে যদি একটি রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় মানুষকে পরিবর্তন করে নতুন মানুষ নিয়োগ দিতে হয়, তাহলে, বিশৃঙ্খলা দেখা দিবে না? এতো এতো মানুষ কি কর্মহীন হয়ে পড়তে চাইবে? ফলে, দেশে আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে।
আর, যদি, শরীয়া না জানা সরকারী মানুষদের দিয়ে শরীয়া বা ইসলামী আইন প্রয়োগ করতে চান, তাহলে, সেটা কি ইসলাম সমর্থন করে? খোদা কি তা মেনে নিবেন, হুজুর?
একটু ঝেড়ে কাশুন, হুজুর!
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মুসলমানিত্বের ভিত্তি হচ্ছে বিবেক।
তাই, আবেগ দিয়ে চিন্তা না করে নিজের বিবেকের চক্ষুকে জাগ্রত করুন, কুতুব।
ধন্যবাদ।
২|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫১
নতুন বলেছেন: ভন্ড, ধান্দাবাজ রাজনিতিক দিয়ে দেশে ইসলাম কায়েম হয়?
ধমান্ধ বলদেরা মনে করে ধর্মভিক্তিক রাস্ট হলে বেহেস্ত হয়ে যাবে। এই আইডিয়া যে কাজে দেবে না সেটা ধমান্ধরা জানেনা।
বাটপারেরা সেই সব মানুষের আবেগ পুজি করে জান্নাতের টিকিট বিক্রি করছে। সিল দিলেই বেহেস্ত র্কফাম। ![]()
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভন্ড, ধান্দাবাজ রাজনিতিক দিয়ে দেশে ইসলাম কায়েম হয় না।
ধর্ম ভিত্তিক রাষ্ট্রের কথা ইসলামে বলা নেই। নবীজি ধর্ম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। তিনি, ন্যায়ের ভিত্তিতে শাসন করেছিলেন।
জান্নাতের টিকিট যারা বিক্রি করেন, তাঁরা নিজেরা কি ভালো মানুষ? আমি জানি না।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৮
পবন সরকার বলেছেন: শরীয়া আইন চালু হলে গাঞ্জাখোর, মদখোর, চোর, ডাকাত, ঘুষখোর আর উকিলরা কি করে খাবে আমি সেই চিন্তায় আছি। এদেরকে তালিম দিয়ে মসজিদের ইমাম খাদেম বানানোর জন্য জোর দাবি জানাচ্ছি।
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রশাসনে অনেক ভালো মানুষ আছেন যারা শরীয়া আইন বুঝেন না।
তাঁদেরকে দিয়ে শরীয়া আইন বাস্তবায়ন সক্ষম নয়।
আর, সব ইমাম খাদেম খারাপ নন।
৪|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি হুজুরের কিছু কথার প্রতিবাদ করেছি।
২৭ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেজন্যে ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার এসব কোয়েশচেনের কোনো লজিক নেই । আপনারা দুইজন এখন কে সঠিক কে ভুল এস নিয়ে লেগেছেন ।