নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Speak

like to learn

কতকাল

Dont like fraude

কতকাল › বিস্তারিত পোস্টঃ

আক্রান্ত বঙ্গভুমি

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

সমুদ্রের উত্তাল ঢেউ, তার ও বেশি উত্তাল,

তোমার মন।

কারন, তোমার বুক আজ ক্ষত বিক্ষত,

তোমার চোখে অসহায়ত্তের গ্লানি।

তোমাকে কষ্ট দেয়,

অযৌক্তিক হানাহানি।

অথচ মনে পড়ে,

তোমার সম্মান রক্ষার্থে,

জীবন বিসর্জন দিয়েছে লাখো জন।

একতার বন্ধন বাঁচাল তখন,

তোমার গৌরভ।

পৃথিবী ছড়াল কীর্তি তাদের,

আত্মত্যাগের সৌরভ।

অথচও আজ একি রূপ তোমার,

দেখলে যেন যায়না চেনা।

তুমি কি আমার সেই হার না মানা বঙ্গভুমি?

হে জননী, কেন আজ এত উদাস তুমি?

তোমার প্রতি লোলুপ দৃষ্টি ,

পড়েছে সেই চিরচেনা শকুন দলের।

তোমার আভরণ,তোমার আচরণ,

বিস্মিত করে আমায়।

একি তোমার সেই সন্তান?

যাদের রক্তে প্রবাহিত,

বীরের সম্মান।

তবু ও সবাই চুপ।

তোমায় নিয়ে ভাবনা, কারো নেই।

অবশেষে স্বাধীনতার প্রাপ্য

তোমার এই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.