![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.
শওকত হোসন হিরন
রেখে গেলেন যা অর্জন
আপনার প্রিয়রা তা করল বর্জন
যার জন্য আপনাকে করেনা স্বরন
বুঝিনা তাদের ধরন
একদিন তাদেরও হবে মরন
হয়তো করবে না কেউ স্বরন।
বরিশাল সিটির সফল সাবেক মেয়র ও বরিশাল-৫ আসনের সংসদ শওকত হোসেন হিরণ ২০১৪ সালের ২২ মার্চ রাত সাড়ে নয়টায় বরিশাল ক্লাবের লনে পায়চারি করার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাত একটায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২৩ মার্চ তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রপচার হয়। পরে তাকে স্থানান্তর করা হয় সিঙ্গাপুরের গ্লেইন ঈগল হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। ওই অবস্থায় ৩ মার্চ তাঁকে সেখান থকে আবার ঢাকায় ফেরত এনে অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়। ৯ এপ্রিল সকাল সাতটায় তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসব্যবস্থা খুলে নেওয়া হয়।
০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: জ্বি
২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: বরিশাল টা খুব সুন্দর। বেশ পরিস্কার পরিচ্ছন্ন।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:১২
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা ।
৪| ১৩ ই মে, ২০২০ ভোর ৬:৫২
আল-ইকরাম বলেছেন: মহান আল্লাহ্ পাক তাকে জান্নাতি দের কাতারে রাখুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: হিরন সাহেব অনেক কাজ করেছেন।