নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Founder : Priyo Barisal

সোহেল ওয়াদুদ

কঠোর পরিশ্রম করতে ভালবাসি, নম্র থাকি নম্রতা পছন্দ করি, সুখ ছড়িয়ে দিতে ভাল লাগে, যা হবার তা হবেই হবে চেষ্টার ত্রুটি কেন রবে, BG: A+(ve)

সোহেল ওয়াদুদ › বিস্তারিত পোস্টঃ

আজতো আমার জন্মদিন

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪


জন্মদিন নিয়ে আমার কোনো আশা থাকে না । কেননা আমি এখনো এমন কোন মহত্‍ কর্ম করিনি যে সাধারণেরা তা নিয়ে মাতামাতি করবে ! আবার আমার বাবাও কোটি পতি নয় যে , হাজার লোক নিয়ে ঝাকজোমক পার্টি করবে ! প্রতিটা সেকেন্ডে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে । মোট হিসেবে একবছর কাছে চলে এলো মৃত্যু ।

নিত্য নৈমেত্তিক জীবন যাবনের মত আজকে আমার জন্মদিন বলে খুব একটা আলাদা দিন কাটে নি ! একদম সাধারন দিনগুলোর মতই গেছে । আমাদের পরিবারে আনুষ্ঠানিক ভাবে কেক কাটারও রেওয়াজ নেই । এই আম্মা একটু ভাল মন্দ রান্না করেন আমাদের জন্য আরকি ! কোন গিফট পাই না , তোড়া তোড়া ফুলের শুভেচ্ছাও নয় ! তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন । জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় !

বাস্তবতায় আমার প্রিয়তমা এবং দুই ছোট ভাই আর বোনের এক মেয়ে ছাড়া কেউ শুভেচ্ছা জানায়নি । আর ফেসবুকের কথা বাদ দিলাম ! যেখান এক ক্লিকে বন্ধু হয় আর তিন ক্লিকে বন্ধুর লিষ্ট থেকে মুছে যায় ,সেখানকার বন্ধুত্বের কইবা আর মূল্য ! [ তারপরও ফেসবুক থেকে অনেক অনেক ভাল কিছু বন্ধু পেয়েছি যাদের কখনো ভোলা যাবে না । ]

তারপরও প্রতিবছর ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুরো দেয়াল ঢেকে ফেলে বন্ধুরা । এবার আমার জন্মদিনের আগে প্রায় ১৫/২০ পার হতে চললো ফেসবুক থেকে বিদায় নিয়েছি। ফেসবুকে থাকাকালীন সময়ে ফেসবুক ছাড়া চলার চিন্তাই করতে পারতাম না, প্রথম প্রথম কিছুদিন সাধারন কিছু সমস্যা মনে হলেও এখন প্রায় পুরোপুরি ফেসবুক মুক্ত জীবন যাপন করছি।নিশ্চয় ফেসবুকে প্রতিবছরের ন্যায় এবছর আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাদের অনেক ধন্যবাদ ।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২০

করুণাধারা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা- জীবন কাটুক শান্তি ও সুখে, আর সুস্থ্য দেহে।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ !আপনার সুস্থ দেহ প্রশান্ত মণ কর্মব্যস্ত সুখী জীবন কামনা করছি

২| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: শুভ্র জন্মদিন। শাপলা ফুলের শুভেচ্ছা।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ !

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪

কামরুননাহার কলি বলেছেন: শুভ জন্মদিন। এই জায়গা কোন জায়গা? আমার ভুল না হলে জিন্দাপার্কের ঐদিকে মানি শাপলা বিল ।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ ! কলি আপু এটা বরিশাল জেলার উজির পুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বিল!

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়ু!!!!!!!!!!!!!

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়ু

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
আপী চাকুরী করেন, নাকি ব্যবসা করেন?

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫

সোহেল ওয়াদুদ বলেছেন: মোকে বলছেন?

৬| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো খবর
খানা পিনার আয়োজন করুন
আমরা সবাই ফুল দিয়ে জন্মদিনের
শুভেচ্ছা জানাবো।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ ! আপনি বরিশাল আছেন? তাহলে আসুন মিট করি!

৭| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামরুননাহার কলি বলেছেন: শুভ জন্মদিন। এই জায়গা কোন জায়গা? আমার ভুল না হলে জিন্দাপার্কের ঐদিকে মানি শাপলা বিল
কলি আপু এটা বরিশাল জেলার উজির পুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বিল। যাকে শাপলার স্বর্গ বলা হয়।
এই গ্রামেই আমার বাস। আসনে একদিন বেড়াতে, দেখতে পাবেন নয়নাভিরাম শাপলার সৌন্দর্য্য!

৮| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ হউক আপনার জন্মদিন সুন্দর আনন্দে কাটুক আগামী প্রতিটি দিন
আল্লাহ নেক হায়াত দান করুন আপনাকে।

জন্মদিন পালন করাটাও ঠিক না
্আমরাও করি না। কিন্তু ছেলেরা কেক পেলে খুশি হয়। মাঝে মাঝে কেকের ব্যবস্থা করি

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

সোহেল ওয়াদুদ বলেছেন: কৃতজ্ঞ! কাজী ফাতেমা ছবি আপু!

৯| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৪

সোহেল ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ

১০| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
আপনি চাকুরী করেন, নাকি ব্যবসা করেন?

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৫

সোহেল ওয়াদুদ বলেছেন: বেকার

১১| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ--
আপনিতো তবে জন্মদিনের মিতা ;)
হা হা হা

আমার জন্মদিনও আজই :)

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬

সোহেল ওয়াদুদ বলেছেন: চিমটি ! ধন্যবাদ ! শুভ জন্মদিন !

১২| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫

সোহেল ওয়াদুদ বলেছেন: কৃতজ্ঞ খান সাহেব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.