নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের দিক অন্যায়ের প্রতিবাদী

আমি একজন বাঙালি

মো. আলী রেজা

সত্যের পথে

মো. আলী রেজা › বিস্তারিত পোস্টঃ

পার্বত্য চট্টগ্রামে প্রধান মন্ত্রীর সফর প্রত্যাশা প্রাপ্তি ও হতাশা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

প্রধান মন্ত্রীর সফর প্রত্যাশা , প্রাপ্তি,অভিযোগ ।

প্রধান মন্ত্রি রাঙামাটি সার্কিট হাউস

থেকে একযোগে বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ­ ভিত্তিপ্রস্তর, মেডিকেল কলেজের

ভিত্তিপ্রস্তর, আঞ্চলিক পাসপোর্ট

অফিসের ভিত্তিপ্রস্তর,

আসামবস্তী ব্রাহ্মণটিলা সংযোগ

সেতুর ভিত্তিপ্রস্তর, কাচালং নদীর

ওপর মাইনীমুখ গাঁথাছড়া সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর এবং পুরানপাড়া-ঝুলিক ­­

যাপাহাড়্ সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর

উদ্বোধন করেন।

এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

উদ্বোধন ও বরকল থানা ভবন উদ্বোধন করেন । তার এ উন্নয়ন কাজের সূচনাকে বাংগালী নেতারা স্বাগত জানালেও অপজাতি নেতাদের অভিযোগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের আবারো বাঙ্গালী বানানো হয়েছে এমনকি পার্বত্য চট্টগ্রামজনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা এক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে আমরা প্রথম থেকেই তেমন তাৎপর্য ও ইতিবাচক কিছুই দেখিনি। জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য ছিলো গতানুগতিক। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভুমি সমস্যা তথা ল্যান্ড কমিশন আইন সংশোধন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সরকারের নির্বাচনী ওয়াদাপার্বত্য চুক্তি বাস্তবায়ন উপেক্ষিত রেখেপ্রধানমন্ত্রীর এ সফর পার্বত্য চট্টগ্রামের জন্য কোন সফলতা বয়ে আনবে না বলে মনে করেন তিনি। ল্যান্ড কমিশন আইনের সংশোধনীর দাবি জানানোর পরকয়েকটি সংসদ অধিবেশন পারহলেও সরকার তা করেনি।

প্রধান মন্ত্রি সত্যিই বুঝতে পেরেছেন শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাত পাতের মধ্যে একটা বিশেষ গোষ্ঠিই চুক্তির বিশেষ সুবিদা ভোগ করছে তাছারা তাঁর আগমনে এই সুবিদাভোগীদের অংশগ্রহণ ও উপস্থিতি খুবই কম লক্ষ্যকরা গেছে অন্যদিকে শিক্ষাও যাতায়াতের জন্য তিনি অবকাঠামোর উদ্বোধন করছেন তাতেও চাকমা নেতারা খুশী হতে পারেনি বরং প্রধান মন্ত্রীর এ সফরকে নিছক গতানুগতিক সফর হিসাবে উল্লেখ করেছে কেউ কেউ বলেছেন প্রধান মন্ত্রি নাকি চাকমাদের অপমান করতেআসছেন । সন্তুলারমা পরোক্ষভাবে শান্তিচুক্তি বাতিল ও ভঙ্গের ইংগিত করেছেন । তবে মাননীয় প্রধান মন্ত্রি । সকল জাতি সতর্ক করে বলেছেন", পাহাড় নিয়ে কাউকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে দেয়াযাবে না "। সার কথা চাকমাদের (ক ) থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দাবি পুরন করবে আর বাঙগালীরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না । —

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.