![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি দুখের কথা বলি
ভারতে প্রায় দেড় কোটি বাঙালি উদ্বাস্তু রয়েছে৷ যাদের কোনও পরিচয়পত্র নেই৷ এমনকী ভোটার তালিকায়তাদের কোনও নাম নেই৷দ্য সানডে । এই বাংলাদেশ প্রতিনিয়ত নদী ভাঙগন আর প্রাকৃতি দোর্যগে উদ্বাস্তু হচ্ছে হাজার হাজার মানুষ ।
দেশে স্থায়ী বিক্ষুক সম্ভবত ৫লাখ
আর রেলস্টেশনে গৃহহারা ৪ লাখ আর গরীব তো সবাই ।
সেদিন প্রিন্ট মিডিয়া থেকে জানলাম প্রধান মন্ত্রী নাকী এ মাসের শেষের দিকে ৭০০০জন উপজাতির মধ্যে যে ৩৫০০০একর জমির দলিল প্রদান করাবেন ।
হায়রে আমার দেশের ভারা করা উপজাতি এনে শান্তি চুক্তির পর হাজারে হাজার কে নাগরিকত্ব দিল চাকরি দিল যাক কাহিনী লেখার ধৈর্যকম ।আজ একটা খবরে দেখলাম মায়ানমার থেকে বিপুল পরিমান অস্র বাংলাদেশে প্রাচার কালে ভারতের মিজোরাম রাজ্য সিআইডির হাতে আটক হয়েছেন পার্বত্যচট্টগ্র ামের তিন রাষ্ট্রদ্রোহী উপজাতিসন্ত্রাসী । উল্লেখ্য যে তারা সকলেই সরকারের দুধ কলায় পোষা সন্তু লারমার জেএস এস এর কর্মী । বিপুল পরিমান এই অস্র ভান্ডার পার্বত্য চট্টগ্রামের সশস্র গোষ্ঠিগুলোর কাছে পৌছাতে চেয়েছিল । এই আমাদের দেশ । পার্বত্য চট্টগ্রামে বাঙগালীদের ঘরতোলার জায়গা নাই আর তারা এত চাপিয়ে রাখার পরেও চাকমাদের এত দিচ্ছে
©somewhere in net ltd.