নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের দিক অন্যায়ের প্রতিবাদী

আমি একজন বাঙালি

মো. আলী রেজা

সত্যের পথে

মো. আলী রেজা › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

মানুষ ।মানুষ হওয়ার জন্য মানুষের ছোট্ট জীবনটাই বড় বিচিত্র । এজীবনে চলার পথে , পথ কতই না বাকে মোড় নেয় ।যখন যে যত কাছে থাকে সেই হয়ে ওঠে কাছের বন্ধু জীবন সূক্ষ্ম অনুভূতি গুলোর ভাগাভাগি হয় । একের জন্য আর কখনো জলে জ্বলে । অত বিশ্লষণ জানিনা তবু জানি বন্ধু মানে শুভাকাঙ্খী ।দুনিয়ার সবি বশ মানে কিন্তু মানুষ মানানো যায় না কেউ চিরদিন দূরে থেকেও অদূরে ভাবে ।আর out of sight out of mind এই মতের যারা তারা একদিনেই দূরে ঢেলে ।মানুষ রাতের আধারে কথনো নগ্ন জীব দিনের আলোতে সামাজিক । জীবনের তাগিদে আরেটি জীবন যখন কিছুটা আলাদা হয়ে যায় তখন তার সূক্ষ্ম অনুভূতিক বিষয় গুলো নিয়ে নাড়াচারা করা বন্ধুর কাজ হয়না । বর্তমান দুনিয়ার বেশীর ভাগ মানুষ বিশেষ জ্ঞানী তারা মানবধর্মের মানুষ অতিবুদ্ধি ধারী এই মানবধার্মীক গুলো কখন যে মানুষের অধর্ম করে বসে সে নিজেও জানে না । দুনিয়াটা কেমন অদ্ভুত কেউ কষ্ট পায় আর কেউ কষ্ট দেয় । সবটাই বিধির বিলাস । একবাক্যে এটাই সত্যি কেউ কারো না । চরমে নরম হয় মানুষ নরমে চরম ।কেন জানি আজ খুবই ব্যথিত আমি ।সাধুর সম্মান বড় অসাধুর ধন । চলার পথে ফুটা কাদা ছিটে গায়ে লাগলে সভাসদ সভ্যগন কাদাটাই দেখে কারণ দেখেনা যদিও ধোয়া যায় বন্ধু কাদা দিলে তা লেপ্টে যায় সহজে মুছে না । তাই ভালয় ভাল না মিললে একা বোকা থাকাই ভাল

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: একবাক্যে এটাই সত্যি কেউ কারো না

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

মো. আলী রেজা বলেছেন: আমাদের উপলব্দি আছে ভাষা নাই ।তবু বুঝি যতদিন যাবে ততই বুঝব দুনিয়াটা স্বার্থপর

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

nurul amin বলেছেন: তীর এর মত বাটনে ক্লীক করে প্রতিউত্তর দেয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.