নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের দিক অন্যায়ের প্রতিবাদী

আমি একজন বাঙালি

মো. আলী রেজা

সত্যের পথে

মো. আলী রেজা › বিস্তারিত পোস্টঃ

অভিজাত্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

চিরদিন কাহারো সমান নাহি যায় ।নির্বোধ প্রাণীদের অতিত ও সুখ দুঃখের অনুভূতি নেই । লেজ বিহীন প্রাণীদেরই অতিত এবং উন্থান পতন চিরাচরিত ।বুদ্ধিমান ব্যক্তি জীবনের অতিত যদি কেউ ভুলে যায় তবে তা স্মরিয়ে দেয়া নেহায়েত ক্ষুদ্র বোকামী ।দু একটা ব্যতিক্রমি মানুষ ছাড়া প্রায় সকলের ভাগ্য সোনার চামচ আর হীরের দোলনা জুটে না । এ দিক থেকে প্রায় সবাই সমান ।কুল মান ধন জ্ঞান নিয়ে অতি অহংকারের কিছুই নেই এ শুধু মহান বিন্যাসকারীর ইচ্ছার বিন্যাস মাত্র ।উত্তম আচরণের অতি হাভাতে মানুষ টাও প্রসংসার পাত্র ।তার নাই শুধু সামাজিক প্রতিপত্তি । জ্ঞানীরাই যদি নিজেদের উত্তম হিসেবে চিন্তা করি তবে জ্ঞানের মান যায় । আজকের দুনিয়া এমন যে নিজের ঢোল নিজে বাজিয়ে বিড়াট বিজ্ঞ জ্ঞান জা হির করে নিজে যখন নিজেকে নিয়ে ভাবে আত্মার কাছে নেহায়েত লজ্জিত হয় ।অন্যের ত্রুটি ধরা পন্ডিতে ভরে গেছে গাও গেরাম ।।মানুষ যদি দিনে একবার নিজের মুখটা দর্শন করে তবে অন্যের টা করতে ঠুটে অবশ্যই বাজত । যে কথাটা বলছিলাম । অভিজাত্যের বড়াই তারাই করে যারা ছোট জাত থেকে অবস্থার পরিবর্তন করে তারা পরিবর্তিত প্রতাপ বইতে ও সইতে পারেনা । বিড়াল যেমন বাঘ হয়না তেমনি আঙ্গুল ফুলা গুলো মনের পরিবর্তন হয় না ।আপনার দাঁতে পোকা রেখে অন্যের ময়লা খুজে ঘুরে ।।মূল কথা হল জন্ম হোক যথা তথা ব্যবহার হোক ভাল ।এদেশে এখন দূর্ভক্ষ লাগেনা তাই কেউ কারো ধার ধারেনা । শ্রেষ্ঠত্বের বিজ্ঞাপন দিয়ে লাভ নাভ নাই প্রত্যেক ব্যক্তির সমাজ ও ব্যক্তিত্ব অভিজাত্যের সনদ দাতা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

nurul amin বলেছেন: পশ্চিমারা বাষ্পের ক্ষমতা দিয়ে রেলগাড়ি বানাবার অনেক আগেই আমাদের পূর্ব পুরুষেরা বাষ্পের ক্ষমতা দিয়ে ভাপা পিঠা বানাবার প্রযুক্তি আবিষ্কার করেছিলেন। অথচ প্রযুক্তির সব কৃতিত্ব নিলো পশ্চিমারা। স্যার জগদীশ চন্দ্র বসু তার রেডিও আবিষ্কারের কৃতিত্ব পেলেন না। এটাই বাঙ্গালীদের ব্যর্থতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.