![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা নাকি মেরুদন্ড । যারা শিক্ষায় শিক্ষিত করে তুলে তাদের মেরুদন্ড না খাইয়ে ভেঙ্গে ফেলার উপক্রম করেছে ।এমন চাকরী ।আজ জুলাইয়ের ১৬ তারিখ অথচ জুন মাসের বেতন ভাতার কোন খবর নাই ।বেসরকারী স্কুল . কলেজ , মাদ্রাসার শিক্ষকরা বেতন ই পায় সরকারী প্রাইমারী স্কুলের দপ্তরির বেতনের সমান । কোন কোন ক্ষেত্রে তার ও কম । তারপর আবার এত তাল বাহানা । শহরের স্কূল কলেজ গুলোকে সরকারের স্বীকৃতি থাকলেই চলে গ্রাম তো ভাতে মরা । সবচেয়ে বড় কথা মাধ্যমিক লেভেলে মেধাহীনরাই শিক্ষকতা করতে আসে নতুবা সরকারের এ দুমুখো নীতি গরুর মত মানত না গত ২৬ জুন সংসদে মহিউদ্দিন খান আলমীর বেসরকারী শিক্ষা ব্যবস্থায় পেনশন ও বেতন কাঠামো নিয়ে কথা বললেন ।বলাটা বলার মধ্যেই বিলিন হয়ে যায় । যখনই যে সরকারে বসে সেই অন্ধহয়ে যায় প্রভাবশালী শিক্ষাসমিতি ও স্কুল কলেজ গুলোর জন্য আজ এ দুই দশা । যদিও পেশাটা নামে দামে সম্মানি তথাপি নিকৃষ্ঠ কাজের চেয়েও মন্ধ মনে হয় ।
©somewhere in net ltd.