নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের দিক অন্যায়ের প্রতিবাদী

আমি একজন বাঙালি

মো. আলী রেজা

সত্যের পথে

মো. আলী রেজা › বিস্তারিত পোস্টঃ

শন্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

শান্তি চুক্তি চাকমাদের বিদ্রোহী হতে সাহস
জোগিয়েছে।। ১৪ জুলাই ২০১৪। ঐক্য ন্যাপের
সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সন্তুর সাথে সুর
মিলিয়ে বললেন "তারা নাকি বীর মুক্তি যুদ্ধা।।
সন্তু হুংকার ঝেরে বললেন "সকল প্রকার
সেনা চাউনি চুক্তির পূর্ন বাস্তবায়ন
না হলে যে কোন অনাকাঙখিত
পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকার চুপ রইল।।
শান্তি চুক্তি ও আঞ্চলিক পরিষদের
বৈধতা নিয়ে হাইকোর্ডের রিট ২৬৬৯/২০০০
এবং ৬৪৫১/২০০৭ এর রায়ে পার্বত্য চট্টগ্রমের ভবিষ্যত
নিয়ে ব্যপক আশংকা প্রকাশ করা হয় আদাল এও উল্লেখ
করেন। "১৯৯৮ সালের আইনে ১১ নং ধারা একজন
পার্বত্য বাঙ্গালির যে কোন নির্বাচনের
ভোটাধিকার খর্ব করা হয়েছে।। ১৯৯৮ ধারা ৬২(১১)
এবং ১৯৮৯ ধারা ৩২(২) তে কিসের ভিত্তিতে বসবাস
রত বাঙ্গালিদেরকে সকল প্রকার নিয়োগের
ক্ষেত্রে পিছিয়ে রেখে উপজাতিদের
অগ্রাধীকার দেয়া হল।। তাহলে সংবিধানের ২৭;
২৮: (১);২৯(১) এবং (২) এগুলি কি শুধুই কৌতুক
কাহিনি লেখা।।
যাকগে মৌলিক অধিকারের কথা না হয় বাদ
দিলাম।। ২০ তারিখে দেখলাম
বান্দরবনে বিজিবি সেক্টর স্থাপনের ক্রয়কৃত ভূমি দখল
করতে গিয়ে শতশত মহিলা অস্ত্রধারি উপজাতিদের
বাধার সম্মোখিন হয়। আহত হবার খবর ও পাওয়া গেছে।।
সেখানে একজন সাধারন বাঙ্গালির অস্তিত্ব
কোথায়।। পার্বত্য চট্টগ্রমে ভুমি খেকু চাকমারা এ
ধরনের ঘটনা বার বার ঘটিয়ে বিড়াট সাহসীকতার
পরিচয় দিচ্ছে।। সরকারের দূর্বল নীতি দালাল
শ্রেণীর ইহুদের ভাড়াটিয়া সাংবাদিক রা বিয়ষ
গুলো ভিন্ন দিকে ভিন্ন ভাবে প্রকাশ করে দেশর
শত্রুর ভুমিকা পালন করছে।। তাই এখনো সময়
আছে উপজাতিদের কে আরো প্রভাবশালী হওয়ার
আগেই সরকার কে বিষয়টি নিয়ে গভির
ভাবে ভাবা।। সরকারের দূর্বলতা আর প্রশাসনের উচ্চ
পর্যায়ে চাকমাদের ও অন্যন্য উপজাতিদের কে উচ্চ
পদে সুযোগ দেয়ার জন্য আমাদর জোয়ান রা অসহায়।।
একজন অস্ত্রধারি উপজাতিকে ও একঘন্টার
মধ্যে ছড়ে দিতে হয়।। এসব দূর্বল নীতি স্থায়ী বিপর্যয়
নিয়ে আসবে যাতে উপজাতিরা স্থায়ী ক্ষতির
সম্মোখিন হবে।। বাংলার এতটুকু মানচিত্র
আরছড়তে দিবে না এদেশের তরুনরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.