নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের দিক অন্যায়ের প্রতিবাদী

আমি একজন বাঙালি

মো. আলী রেজা

সত্যের পথে

মো. আলী রেজা › বিস্তারিত পোস্টঃ

শান্তি চুক্তি জাতির জন্য ক্যান্সার

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

শান্তি চুক্তি জাতির ক্যান্সার
শান্তি চুক্তি কে কালো চুক্তি বলিনা।
""বললে, দলের দলভূক্ত হয়ে যাব।।
ভাল বলিনা কারন পাহাড়ের
বাঙ্গালির
ভাগ্যে লাথি মেরেছে।।
এটি ভবিষ্যত ক্যান্সার ।।
ইতিহাসে এখানে কেউ
মীরজাফর হবে কেউ হবে নবাব।।
শান্তি চুক্তির পরে বিশেষ ও
সম্মানী নাগরিক
হিসাবে ভারতীয় ৬৪ হাজার
চাকমা নাগরিকদের
কে পাহাড়ে দ্বি-নাগরিকত্ব
দান করা হয়েছে।। কারো মতে এ
সংখ্যা আরো বেশী এবং এ
ধারা অব্যহত আছে।।
ভূমিকমিশন হল ছোট্টশিশুদের
রাজা প্রজা খেলা কমিশন
যেখানে বাঙ্গালিদের
ভূমি "বেদখল দেয়ার
সরকারি বৈধতা দেয়া হয়েছে।।
মজার বিষয় হল।। কমিশন আইনর শেষ
দিকে বলা আছে এই আইন শুধু
পার্বত্য এলাকায় কার্যকর
হবে নতুবা সাড়া দেশ দখলে সন্তুর
সুযোগ ছল।।
নৃ -গোষ্ঠি সন্তুর দেশ
বিদেশে অভিবাবকের অভাব
নাই।।
আজ একটা BUZZWORD শোনা যায়
তিন পাহাড় জুম্ম ল্যান্ড করবে।।
এটা স্বাধীন দেশে অবৈধ
সাহস।। আমি যদি বলি।। বঙ্গ ভবন
আমার বসত ভিটা।।
দলিলটা সূর্যের আলোর মত
পরিষ্কার হবে এটা জাল। জাল।।
এ রকম সহস্র
মিথ্যাকে উপজাতি কর্তা ব্যক্তিরা সত্যে প্রমান
করছে।। তিন পাহাড়ের ভিবিন্ন
উপজেলায় বাঙ্গালিদের
ভূমি বেদখল দিচ্ছে।। প্রশাসন
বলে চুপ করে বসে থাক গে।।
সরকার বলছে " পার্বত্য
শান্তি চুক্তির মোট
৭২টি ধারার
মধ্যে ৪৮টি ইতোমধ্যে সরকার
বাস্তবায়ন করেছে। ১৫টি ধারার
আংশিক
বাস্তবায়ন হয়েছে এবং বাদ
বাকি ৯টি ধারা বাস্তবায়নও
প্রক্রিয়াধীন
রয়েছে। সনতু বলে কিচ্ছু না কিচ্চু
না অস্ত্র নিব।। এ সাহস টা চুক্তির
পরেই সন্তু পেয়েছে।। দেশ
বিদেশে হৈতুষী তৈরী করছে।।
শান্তি চুক্তি সংস্কার
না করে পুরো বাস্তবায়ন
করলে এক মাসের
মধ্যে নেটো নামের
অভিবাবকের দ্বারা সনতু
স্বাধীনতার ডাক দিবে।।
আমরা বাঙ্গালির জাত।। আমার
দাদা রহিমের ৫০০ একর জমি ছিল
একথা বলতে ভালবাসি ধরে রাখতে জানিনা।।
তাই পাহাড়।। দেশ।।
এবং পাহাড়ের বাঙ্গালির
ভবিষ্যতের ব্যাপারে বর্তমান
সরকার কেই ভাল
ভাবে ভাবতে হবে।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.