নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক জন ছাত্র, আজীবন ছাত্র থাকতে চাই হলেও যেন শিক্ষক হতে পারি ।

Abdur Rahman-ctg

আমি একজন অতিবন্ধু প্রিয়,

Abdur Rahman-ctg › বিস্তারিত পোস্টঃ

সন্দ্বীপ সফর (৩য় অংশ)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

অবশেষে এমরানের দাদার বাড়ীতে এসে পৌছলাম মনে হয় দুপুর ১.০০টা বাজে পরিচয় পর্ব করতে গিয়ে দারুন বিষয় ছিল সেখানে সবাই আমাকে শিক্ষক মনে করি স্যারের পরির্বতে আমাকে সম্মান করল। এর পর নাস্তা আনার আগে শেষ করে পেলছে রাহিক ভাই খালেদ আর আমি বরাবর ১ম অনেক রকম নাস্তা ছিল উনারা অনেক বেশি অতিথি পরায়ন ছিল । এর পর মসজিদে গিয়ে নামায পড়লাম সেখানে মজার বিষয় ছিল প্রস্রাব ময়দানে করতে হয় আমি করতে পারলাম না । যাক নামায পড়ে বাসায় আসলাম বাড়ী ওয়ালারা খুব ব্যস্ত দুপুরের খাওয়ার তৈরিতে । এর মধ্যে পরিচয় হলাম এমরানের চাচতো ভাই সোহাগ আমাদের জন্য কি করবে না কি করবে তার চিন্তায় শেষ এবং অনেক বেশি আন্তরিক । তার তালত একরাম সে খুব স্মাট, কম কথা বলে অনেকটা নার্ভাস আমাদের সামনে। তাভির সোহাগের বন্ধু পাতলা চিকন হলেও ভালো বাইক চালাতে পারে। যার কথা ণা বললে নয় তিনি হলে কাতার প্রবাসি মাহফুজ ভাই অনেক বেশি অতিথি পরায়ন আন্তরিক সম্ভবত উনি দুটি ছেলে মেয়ের বাবা এবং অতি সহজ সরল মনা মানুষ । এছাড়া কয়জন ছোটদেরকে দেখেছি..... যাক এর মধ্যে কোথায় যাব এই বিষয় সবাই সিদ্ধান্ত হিনতায় ভুগছিল এর প্রধান কারণ হলো সন্দ্বীপে যাতায়তের মাধ্য হলো টেক্সি ব্যন সাইকেল আর এইগুলো সংখ্যায় কম ঘুরার জায়গাগলো অনেক দূরে তবে একটা দিক হলো প্রায় তরুণ সবার কাছে ব্যক্তিগত মোটর সাইকেল আছে এবং বাড়া পাওয়া যায় । তাদের চিন্তা হলো আমরা গ্রামের রাস্তায় চালাতে পারবো কিনা । যাক এর মধ্য দুপুরের খাওয়া চলে এসেছে হরেক রকম দেশি আর মজাদার খাওয়া শুরু হলো তবে এতে রাহিক ভাই ১ম তরকারি খেতে ১ম আবীর ভাই যাক সবাই অনেক খাইলাম রান্না অনেক মজাদার ছিল উনারা সিদ্ধ ভাত খাইলেও আমাদের জন্য বিরিনীর তৈরি করেছে। যাক এর মধ্যে সিদ্ধান্ত হলো মোটর সাইকেল নিয়ে সবুজ চর যাব কিন্তু সমস্যা হলো আমরা মানুষ বেশি ১১জন বাইক ৩টার ব্যবস্তা হলো যাক আরেকটা আনতে আনতে আমি একটা নিয়ে রাহিক ভাই ও শরিফকে নিয়ে কতটুক ঘুরে আসলাম এর মধ্য আবীর ভাই আমাদেরকে খুজতে বাহির হয় আর এত কিছুর মধ্যেও বাইক এসে পৌছে নাই । এর মধ্যে সমস্যা দেখে দেয় রাহিক ভাইকে রাতে চট্টগ্রামে আসতে হবে এত সমস্যার মধ্যে ঘুরার জায়গা পরির্বতন হয়ে আজিমপুর যাওয়ার সিদ্ধান্ত হলো তখন কিন্তু ৩টা বেজে যায় । এরপর রওনা দিলাম আমি একটা বাইক ড্রাইবিং করলাম আমার সাথে শরিফ আর একরাম উঠল। যাক চিকন রাস্তা ও আঁকা বাকা রাস্তায় গাড়ি চালিয়ে আজিমপুর.........
কিছু ছবি সন্দ্বীপ সফরের [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/01826509790/01826509790-1451114697-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.