![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
সেদিন সন্ধ্যায় বিষাদ ছিলো জানো?
সেদিন বসন্তটা কালো ছিলো,
রঙতুলিতে একেঁছিলাম ঘনকালো মেঘ,
সবকিছু চুরমার করে দেবো ভেবেছিলাম..
হঠাৎ!!
বৃষ্টি শুরু হলো যেন...
বৃষ্টির শীতল হাওয়ার আর গন্ধে মনটা ঠান্ডা হলো!
আইসক্রিমের মত তুলতুলে হাসির কোনাটা কি দেখতে পেয়েছিলে তুমি?
তুমি জানতে তুমি আমার বৃষ্টি হয়ে উঠেছো..
কিন্তু তুমি আমার সাথে উঠোনে ভিজতে চাইতে কেনো বলোতো?
তুমি কি জানতে চুপি চুপি লাল গোলাপের বদলে আমি গোলাপি কিনেছিলাম কেনো?
হয়ত হা ! হয়ত না!
আজও কি রেখেছো সযতনে সেই গোলাপের পাঁপড়িগুলো?
তুমি জানিয়েছিলে যে রেখেছো..
কিন্তু মনের কোনাটায় যে কি জমিয়ে রেখেছো তাতো আর জানিনে!
বলো কতবছর পরে আজ দেখা হলো? এই অবেলায়!
উফফফফফফফফফফফফফফফফফফ! অনেক সময় নিয়ে কথা বলো তুমি
যত সময় নাও একটুখানি কথা বলতে আজ এ রাতে আকাশের সব তারা গুনে ফেলা সম্ভব! জানো?
বোকা মেয়েটা! এটাকে বলে অতিরন্জন,
উহু অতিরন্জন নয়!তুমি দেখবে এখন আমি তারা গুনতে শুরু করবো?
বেশী নয়, একটা তারা আমার কোলে দিয়ো গো রমনী।
আজ এতবছর পরে তোমার ঐ চোখে কি হয়েছে বলোতো?
নস্টালজিয়া! হা একেই বলে নস্টালজিয়া
লোকে বলে আমার চোখ নাকি মায়াময়ী! মন্দ বলে লোকে!
মায়াময় হরিণ সে তো তুমি...
ওভাবে তাকিয়োনা অনুরোধ!
কারন,তুমি তো আমার সেই যার কোন সমাপ্তি নেই।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
শামীম আরা সনি বলেছেন: শামীম আরা সনি বলেছেন: আমি জানি প্রথমত এটা কোন কবিতা হয়নি, দ্বিতীয়ত মন থেকে কিছু অনুভব করছিলাম সেখানে থেকে এটা এই মাঝরাতে বসে লেখা। যেহেতু ব্লগে পোস্ট করেই ফেলেছি নিজ গুনে এ অধম কে ক্ষমা করে দিবেন, প্লিজ!!!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
শামীম আরা সনি বলেছেন: আমি জানি প্রথমত এটা কোন কবিতা হয়নি, দ্বিতীয়ত মন থেকে কিছু অনুভব করছিলাম সেখানে থেকে এটা এই মাঝরাতে বসে লেখা। যেহেতু ব্লগে পোস্ট করেই ফেলেছি নিজ গুনে এ অধম কে ক্ষমা করে দিবেন, প্লিজ!!!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
শামীম আরা সনি বলেছেন:
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
শার্লক বলেছেন: ভালই তো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
শামীম আরা সনি বলেছেন: ওকে
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
লোনলিফাইটার বলেছেন: কবিতা
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
শামীম আরা সনি বলেছেন: না এটা কবিতা না। বলছি না কমেন্টে?
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
জেমস বন্ড বলেছেন: চেস্টা ভাল হয়েছে । কিন্তু আইস্ক্রিম মন ? এই পত্তুম শুনলাম অন্যরকম ।
দারুন । ভাগ্যিস মেঘ জমে বরফ হয়ে ভেনিলা হয়ে যায় নি
।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
শামীম আরা সনি বলেছেন: ধুর আমি চেষ্টা করছি নাকি?
তোমরা কেউ বুঝবানা .................
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা আজব মজা করলাম, এতো সিরিয়াস হয়ার কিছুনাই। একটা লিখা যে লিখে তার কাছে সন্তানের মত।
লিখাটা ভাল হইছে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
শামীম আরা সনি বলেছেন: হম আমি জানি এটা কিছু হয়নাই
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
ফটিক চাঁদ বলেছেন:
"কারন,তুমি তো আমার সেই,
যার কোন সমাপ্তি নেই।"
ভাল লাগলো!!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
শামীম আরা সনি বলেছেন: ওকে ! থ্যাংকইউ
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
আমি তুমি আমরা বলেছেন: কেমন যেন লাগল
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
শামীম আরা সনি বলেছেন: কেমন লাগলো ভাইয়া
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
নীলঞ্জন বলেছেন: যাক, কবিতা লিখলে তাহলে!!
অনেক অনেক ভালোলাগা, সনি।+++
শুভ রাত্রি।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
শামীম আরা সনি বলেছেন: ভাইয়াাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতদিন পরে কেনোোোোোোোো???????????
আপনি কোথায়?
আপনি কি আজকের অ্যালামনাইয়ে ছিলেন?
আমিতো ছিলাম।
জাস্ট ওখান থেকে ফিরে এটা লিখছি ভাইয়া!
কেমন আছেন?
এটা তো কবিতা হয়নিরে ভাইয়া
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ভেরি নাইস
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপু আমি কবিতা পড়িনা বেশি, কবিতা আবৃতি করতাম একসময়। এখন ইন্টারেস্ট পাই না। তবে মাঝে মাঝে দুই একলাইন দেখি। আপনার কবিতাটা পড়লাম, অনেক ভালো লেখেন।
আপনার পোষ্ট দেখে চলে আসলাম, কারন আমি মারিয়া শারাপোভার ফ্যান
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
শামীম আরা সনি বলেছেন:
তারমানে আমার পোস্ট ভালো হয়না
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আজও কি রেখেছো সযতনে সেই গোলাপের পাঁপড়িগুলো?
তুমি জানিয়েছিলে যে রেখেছো..
কিন্তু মনের কোনাটায় যে কি জমিয়ে রেখেছো তাতো আর জানিনে!
দারুন হয়েছে এই লাইনগুলো
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ প্রশংসার জন্য!
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
হারকিউলিস রিটার্নড বলেছেন:
অনেক ভালো লাগা দিয়ে গেলাম আপু
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
শামীম আরা সনি বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ভা ল লা গ ছে । অনেক
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ হিমু।
আমার ব্লগে অনেকদিন পর দেখছি আপনাকে!
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কিন্তু খুব ভাল লেগেছে।
যেনো কি? আমি তো জানি "যেন" অথবা "জেনো"
প্রিয়তে নিলাম।
দায়িত্ববান নাগরিকের কবিতা পড়তে মন চায়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
শামীম আরা সনি বলেছেন: স্বর্ণার দেখি প্রোপিক চেন্জ !
একেবারে প্রিয়তেই নিয়ে ফেললে!!!!
ধন্যবাদ অনেক অনেক।
হম সেটাই দায়িত্ববান নাগরিক কি কবিতা দেয় দেখা যাক!! ছাগুকপিতা নাকি
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা । সুন্দর লিখেছেন ।
++++++++++++++
ভালো থাকবেন সবসময়
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
শামীম আরা সনি বলেছেন: আসলেই কি সুন্দর লিখেছি
ধন্যবাদ অপূর্ন ।
আপনিও ভালো থাকবেন
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: সোশ্যাল ইস্যু ভিত্তিক বজ্র কঠোর লেখিকার হঠাৎ কাব্যে আগমন! ইদানিং দেশে চুরি ডাকাতি যে হারে বেড়ে গেছে তাতে বড় ভাবনা হয়!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
শামীম আরা সনি বলেছেন: আমি নাকি লেখিকা :#> :#>
আমারও বড় ভাবনা হয়
কিন্তু আমার হাতে তো কিছুই নেই..
ইদানিং ব্লগে আর আগের মত করে লিখতে ইচ্ছা হয়না। কারন আমি যেভাবে যা লিখতে চাই তা ব্লগাররা গ্রহন করবেনা, আমি জানি।
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার কাছে ভালো লেগেছে।
শুরু থেকেই।
শুভ সকাল।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
শামীম আরা সনি বলেছেন: হায় হায়
আপনারও ভালো লাগলো !!
যাক একজন কবির কাছ থেকে সার্টিফিকেট পাওয়া গেলো
শুভ বিকাল।
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার উপরের কমেন্টে মন খারাপ করলেন নাকি?
আপনার সব পোষ্ট খুবই ভালো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে লেখা। আপনি যেসব টপিকস নিয়ে লেখেন এমন ধরনের বিষয়ই আমার খুব প্রিয়। সব ব্লগার এত দায়িত্ব নিয়ে এমন বিষয়ে লেখে না বা পারে না। আপনাকে যদি প্রশংসা করতে চাই তাহলে প্রশংসার সাগরে ভাসিয়ে দিতে পারি। ভাসতে চান?
আপনার কবিতাটা কিন্তু ভালো হয়েছে বলেছি, আমি কবিতা খারাপ বুঝি না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
শামীম আরা সনি বলেছেন: কোন সাগরে ভাসাবেন আটলান্টিক নাকি প্রশান্ত
ওকে ওকে মানলুম !
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
সুখ নাইরে পাগল বলেছেন:
কি জানি একটা পড়লাম
বুঝলামনা কিছুই
আবার ভালও লাগল
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
শামীম আরা সনি বলেছেন: কিছু না বুঝেও ভালো লাগলো
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
sushama বলেছেন: আপু, এখনকার গদ্যকবিতা এর চেয়ে আলাদা কিছু না। আমার ভালই লেগেছে । তবে কবিতা লেখা কন্টিনিউ করলে অনেক চমৎকার কবিতা পাব, আশা করি
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
শামীম আরা সনি বলেছেন: আপু কোন একটা কারনে এটা লিখেছিলাম।
ইন ফিউচার কন্টিনিউ করতেও পারি, নাও পারি
আর থ্যাংকস এ লট
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খারাপ না, গদ্যকবিতা ভালোই হয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
শামীম আরা সনি বলেছেন:
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: অটাত কপিতা কেনু ?
(বানানের জইন্ন দুখিত অভ্র দিএ লিখেছি)
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
শামীম আরা সনি বলেছেন: লিখলাম একটু ফুলকপিতা
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
নিয়েল ( হিমু ) বলেছেন: খুবি দুঃখিত আপু ।
পরবর্তিতে আর এমন হবে না
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
শামীম আরা সনি বলেছেন:
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি কবিতাও লিখেন? আমি তো ভাবতাম আপনি শুধু প্রবন্ধ টাইপ পোষ্টই দিতে পারেন!
এত্তোবড় উফফফফফফফফফফফফফফফফফফ লিখছেন কেন? আবৃত্তিকারদের দম বন্ধ হয়ে যাবে তো
প্রথম কবিতা হিসেবে দারুণ। প্লাস দিলাম
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
শামীম আরা সনি বলেছেন: আবৃত্তি করার জন্য লিখিনি তো ভাইয়া
এইটা আমার প্রথম ফুলকপিতা না, আরো ছিলো তবে ব্লগে নাই
আর আমি শুধু আর্টিকেল লিখি এমন ধারনা ভূল
আমার কয়েকটা পোস্টের লিংক দিচ্ছি। ওগুলো গল্প ছিলো। পড়ে দেখতে পারেন।
নিলীমার নস্টালজিয়া এখনও..
ইনসমনিয়াক
Click This Link
Click This Link
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আমিভূত বলেছেন: ভালোলাগা রইল আপু
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
একজন আরমান বলেছেন:
আরররররররে আপু আপনি এতো সুন্দর কবিতাও লিখতে পারেন জানতাম না তো। আশা করছি এখন থেকে মাঝে মাঝেই আমাদের এই রকম সুন্দর কবিতা উপহার দিবেন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
শামীম আরা সনি বলেছেন: আরে আরমান এত এত প্রশংসা তুমি যে কি করে করো
ওকে চেষ্টা করবো।
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
ফারাহ দিবা জামান বলেছেন: লোকে বলে আমার চোখ নাকি মায়াময়ী! মন্দ বলে লোকে!
মায়াময় হরিণ সে তো তুমি...
ওভাবে তাকিয়োনা অনুরোধ!
কারন,তুমি তো আমার সেই যার কোন সমাপ্তি নেই।
অসাধারণ সনি।
খুব ভালো লেগেছে-
এই জায়গা টুকুন।
অসম্ভব।
লেখো কিন্তু।
ছেড়ো না প্লিজ।
আর একটা অন্তত আমি বললাম দেখে না হয়।
বেশিই চেয়ে ফেললাম বোধ হয়।
দুঃখিত!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
শামীম আরা সনি বলেছেন: অসাধারন আপনার প্রশংসাটুকু আপু
কি বলেন আপু!!
ধুর কিসের দুঃখিত?
ইটস ওকে বেবী
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
ইমুব্লগ বলেছেন: ভাল লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
শামীম আরা সনি বলেছেন:
থ্যাংক ইউ ইমু ।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আল্লাহ বাচাইছে, অই অখাদ্য গিলতে হয় নাই!
জাস্ট কিডিং অনেক ভালো কবিতা লখছেন
আপনার গল্পগুলো সময় করে পড়বো নে ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
শামীম আরা সনি বলেছেন: নাহ আমি আর অখাদ্য গিলাবো না
ওকে পড়ে নিয়েন
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
নেক্সাস বলেছেন: কবিতায় ভাল লাগা...
তবে আরেকটু পরিশীলিত হতে হবে
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
শামীম আরা সনি বলেছেন: hmmmm
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: মায়াবন বিহারিনী হরিণী
কেনো তারে ধরিবারে করো পণ?
অকারন?
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শামীম আরা সনি বলেছেন: আহারে রবিবাবু
আমারটা যে হরিণী নয়, সে তো হরিণ.... মায়াবী হরিণ
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সালমাহ্যাপী বলেছেন: ্বাহ অনেক সুন্দর একটা লেখা পড়লাম।
আসলেই অনেক ভাও লেগেছে কিন্তু।
অনেক ভালো লাগা রেখে গেলাম
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
শামীম আরা সনি বলেছেন:
থ্যাংকইউ সালমাহ্যাপী
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
শামীম আরা সনি বলেছেন: মজার ব্যাপার হচ্ছে যে এটা আমার নতুন বছরের প্রথম পোস্ট!!!!
আমি বা আমার অনেক বন্ধুরা ইউনিভার্সিটিতে পড়তাম যখন তখন একটা কাজ করতাম, কবিতা পড়ার আগেই কবিতার ব্যাখ্যা পড়ে ফেলতাম
আমার কবিতাটার একটা ব্যাখ্যা দেই।
এই কবিতার যে নায়িকা তার একটা সময় খুব মন খারাপ, তার বসন্ত টা ও যেন কালো সেখানে খুব অপ্রত্যাশিতভাবে এক নায়কের আবিভার্ব ঘটলো। যে নায়কের আবিভার্বে যেন গ্রীষ্মের দাবদাহে বৃষ্টির মত শুরু হলো নায়িকার জীবনে, মনটা গলে হয়ে গেলো আইসক্রিম! দুইজনেরই বৃষ্টি অনেক পছন্দ ছিলো। দুইজনেই বৃষ্টিকে উপভোগ করতো।
লাল গোলাপের বদলে নায়িকা নায়ক কে দেয় গোলাপি গোলাপ কারন নায়িকা জানে যে লাল গোলাপ ভালোবাসার প্রতীক, সে চায় না তার মনের গভীরতা নায়কটি জেনে যাক!! সে চায় চুপি চুপি খেলা চলুক!!
দুইজনের মাঝে নিয়তির ঠিক করা বিধান অনুযায়ী একসময় দূরত্ব সৃষ্টি হয়। একসময় দুইজন হয় দুইপথের যাত্রী।
বহু বছর পর যখন দুইজনের দেখা হয় তখন নায়িকা আবিষ্কার করে আজও নায়কের চোখে আছে দূর্বার আকর্ষন, এ যেন এক মায়াবী হরিণ!!
এবার হয়েছে? বুঝেছো বাচ্চারা?
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
হাসান মাহবুব বলেছেন: কবিতা হিসেবে মানোত্তীর্ণ হয়নাই, অনেস্ট কমেন্ট। তবে একটা সহজিয়া সুর আছে। ভালোই লাগসে পড়তে। সুতরাং যোগচিহ্ন!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
শামীম আরা সনি বলেছেন: অনেস্ট কমেন্ট পেয়ে ভালো লাগলো। ভাগ্যিস সামুতে বিয়োগচিহ্নটা আর নেই নাহলে এ পোস্টে যে কয়টা বিয়োগচিহ্ন পড়তো
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক অনেক সুন্দর আপু। এতো ভালো লিখেন!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
শামীম আরা সনি বলেছেন:
৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
একজন আরমান বলেছেন:
ভালো লেখা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
শামীম আরা সনি বলেছেন:
৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
রাইসুল নয়ন বলেছেন: ++++++
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন আপু।
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ টুম্পা
৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
শ্রাবণ জল বলেছেন: তুমি তো আমার সেই যার কোন সমাপ্তি নেই।
সুন্দর।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ সো মাচ শ্রাবন জল
৪১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
Kawsar Siddiqui বলেছেন: আইসক্রিম
আইসক্রিম
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৩
শামীম আরা সনি বলেছেন: কি হয়েছেরে পিচ্চি ?
আইসক্রীম কাবা?
৪২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
মাক্স বলেছেন: কোন একটা লিখা কখন কিভাবে পড়লে ভালো লাগে বুঝি না।
এখন মনে হচ্ছে ঠিক এটাই পড়তে চেয়েছিলাম!
++++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
শামীম আরা সনি বলেছেন: এইটা লেখার পিছনে কোন একটা ব্যক্তিগত কারন ছিল আমার
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো, আর আপনাকে অনেক অনেক অনেকদিন পর আমার ব্লগে পেলাম, এখন কি ব্লগে কম আসা হয় নাকি?
৪৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২
মাক্স বলেছেন: নিয়মিতই আসা হয় কিন্তু কি কারণে আপনার সাথে দেখা সাক্ষাত কম হয় বুঝলাম না।
ভালো আছেন নিশ্চয়?
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
শামীম আরা সনি বলেছেন: এপয়েন্টমেন্ট নিতে ভুলে যান মনে হয়
আছি কোনরকম, দিনকাল চলে যায়
আর আপনি ?
৪৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪
স্বপনবাজ বলেছেন: খুব ভালো লাগলো আপু !
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
৪৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
মাক্স বলেছেন: জী ভালো আছি!!
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
শামীম আরা সনি বলেছেন:
ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
৪৬| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
ইখতামিন বলেছেন:
হরিণী
হাহা.
অনেক দিন পরে বোধ হয় একটা কপিটা পড়ছি.
আসলে কী বলবো. অনেক সুন্দর হয়েছে...
আরও একটা কবিতা লিখুন.
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩
শামীম আরা সনি বলেছেন: কপিটা পড়লে ভাইয়া কবিতা না ?
ইদানিং কেন জানি কিছুই লিখতে ইচ্ছা করেনা ফেসবুকিং ভালো লাগে
৪৭| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
তুমি তো আমার সেই যার কোন সমাপ্তি নেই।
+++++++
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
আশিক মাসুম বলেছেন: সামথিং মিসিং।