![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
আমি প্রায়ই ভাবি যে আমি আর ব্লগে নতুন কোন পোস্ট দেবোনা। নারী ইস্যু নিয়ে একটি পোস্ট শুরু করেও নিজের সাথে যুদ্ধ করে আমি আর নতুন পোস্ট লেখাতে উৎসাহী হতে পারিনি। কারন আমি মনে করি আমার যে অভিরুচি, চিন্তা, চেতনা, আমার শিক্ষা, আমার দর্শন আমাকে যে ধরনের লেখা লিখতে অনুপ্রেরনা দেয় সেগুলো শুধু শুধু ব্লগে লিখে কি লাভ?
আমার মতামতের সাথে অনেকেরই মতামতের মিল হবেনা শুরু হবে কমেন্টে কমেন্টে যুদ্ধ ! কি দরকার?
আমিতো সামু কর্তৃপক্ষের বেতনভুক্ত কোন ব্যক্তি ও না, বা লেখালেখি করে আমি এখানে কোন টাকা পাইনা। অথবা সামুর ব্লগাররাও আমার লেখাগুলো পত্রিকা কেনার মত কিনে পড়ছে না, তাহলে শুধু শুধু কি লাভ এই যুক্তি তর্ক করে?
এরচেয়ে বরং আমি যদি একটি ভালো চাকরির জন্য প্রস্তুতিমূলক পড়াশোনা করি তাহলে বরং আমার বাস্তবজীবনে লাভ আছে।
ভারত এবং বাংলাদেশ মিলে ঘটে গেলো কিছু ভয়ঙ্কর ধর্ষনের ঘটনা।
ব্লগার অপূর্ন এবং আরো দুই একজনের পোস্টে কমেন্ট করা ছাড়া আমি মোটামুটি এ ব্যাপারে চুপই ছিলাম। কিন্তু প্রতিমুহূর্তে ব্লগে কিছু পোস্ট এবং বাস্তবজীবনেও এই ধর্ষন নিয়ে অনেক মানুষের অনেক রকম মন্তব্য থেকে আজকে আমার মনে হলো না আমি আমার কিছু মতামত আজকে লিখবোই এরপর যার যেমন ইচ্ছা যুক্তি, তর্ক করুক।
ব্লগাররা যেসব বিষয়ের অবতারনা এবং যুক্তি, তর্কে গেছেন সেগুলো হলো...
১।প্রথমত সবারই মতামত ধর্ষন অবশ্যই একটি খারাপ বিষয়, কেউই ধর্ষনের পক্ষে না।
২। কিন্তু ধর্ষন কেন হয় কি করে এটাকে ঠেকানো যায় এবং ধর্ষন পরবর্তী কি করা যায় এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাবিভক্ত।
৩।ধর্ষন পৃথিবীর কোন এলাকায় কম হয়, কেন কম কেনো বেশী হয় এটা নিয়ে অনেকেই দ্বিধাবিভক্ত।
আমার কথাগুলো
ব্লগে আছি তিনবছর কাজেই আমি জানি যে ব্লগে কখন কি কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়! গতকাল ধর্ষনের একটা ঘটনা ঘটেছে সুতরাং গনহারে এ বিষয়ে একটার পর একটা পোস্ট আসবে কিছুদিন তারপর এসব নিয়ে কয়েকদিনের মধ্যে কথা কমে যাবে।
কিন্তু মেজাজ টা খারাপ হলো আজকে ছুটি এবং হরতাল পালনশেষে অফিসে ঢোকামাত্র মহিলা অফিসারদের ধর্ষনবিষয়ক চিৎকার চেঁচামেচি এবং মতামত দেয়া দেখে। বলাই বাহুল্য আমি কোন মতামত দেইনাই শুনলাম শুধু।
অফিসে যা শুনলাম এবং ব্লগে যা দেখছি তাতে অনেকেই যে ধরনের মতামত গুলো দিয়েছেন যেমন..
১। ভারত একটা নারী নির্যাতনকারী দেশ। ভারত একটা অশ্লীল দেশ, ভারতে তো রেপ হবেই!
২।ভারত যেসব আইটেম সং থেকে শুরু করে সিনেমা বানায় সেগুলো দেখে মানুষ রেপ করবেই।
৩।ভারতের মেয়েটি স্লিভলেস ব্লাউজ পরেছিল এবং নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে যৌন আচরন মূলক কিছু করছিলো যা দেখে রেপিস্টস গেট লস্ট দেয়ার মাইন্ড!! ওদেরও তখন কিছু করতে ইচ্ছা হয়েছে।
৪।পোশাকের কারনে মেয়েরা রেপ হয়।
৫। বাংলাদেশের গরীব মেয়েরা যারা ধর্ষিত হচ্ছে তারা তো খারাপ পোশাক পড়ে না তাহলে তারা কেনো ধর্ষিত হলো?
অনেকের কাছে এটা নিয়ে উত্তর পেয়েছি যে এটা নাকি ভিন্ন বিষয়!!!!!!
৬।ইউরোপ আমেরিকাতেও রেপ হয়। এটা বলে আসলে ব্লগাররা কি প্রমান করে দিতে চায় আজও আমার বোধগম্য নয়!!
৭। বোরখা পড়লে রেপ হবেনা এমন বক্তব্য অনেকের।
রেপ কেনো হয় এবং আমার মতামত
আমার পড়াশোনার বিষয় সোশিওলোজি বা সোশ্যালওয়ার্ক ছিলোনা। উচ্চ মাধ্যমিকে পড়েছি তবে সেইটুকু পড়া থেকে কতটুকু কি জানা যায়?
আমি আমার যে মতামত দিচ্ছি সম্পূর্ণ একটা সাধারন মানুষ হিসেবে সেগুলো দিচ্ছি।
প্রথমত, যৌন লালসা চরিতার্থ করাটাই বুঝিবা রেপের প্রথম এবং প্রধান উদ্দেশ্য, তবে সেটা অবশ্যই বিকৃত যৌনলালসা!
দ্বিতীয়ত, অনেকসময় শত্রুতামূলকভাবেও রেপ করা হয়
তৃতীয়ত, রেপের সবচেয়ে ভয়াব হ দিক হচ্ছে রেপ করার পর রোমহর্ষকভাবে যে হত্যা করা হয় সেটা।
**** আমার কাছে রেপ করার পিছনে সারাজীবনই চিন্হিত হয়ে আসবে নিম্ন এবং বিকৃত রুচি, এবং অশিক্ষা, কুশিক্ষা এবং হীন পারিবারিক শিক্ষা।
**** কিছু রেপিস্ট আছে উচ্চশিক্ষিত কাপুরুষ এবং মানসিকভাবে বিকৃত এবং অবশ্যই বাড়ীতে সুন্দরী বউ বা গার্লফ্রেন্ড থাকা স্বত্বেও এরা রেপ করে শুধুমাত্র মানসিকভাবে অসুস্হ তাই।
এদের চিকিৎসা করা ছাড়া অন্য কোন সমাধান নেই।
এরা প্রায়ই ভদ্রবেশী রুপ ধরে ধর্ষন স হ আরো অনেক রকম কুরুচিপূর্ণ কাজ করে থাকে।
**** পুরানা ধর্ষকদের ফাঁসি দিলেও নতুন নতুন ধর্ষকের আবিভার্ব হতেই থাকবে শুধু তাই নয় খুন, রাহাজানী, ডাকাতি স হ কোনকিছুই থামবে না আমাদের দেশে সুশিক্ষার প্রসার এবং অর্থনৈতিক প্রশান্তি যদি না আসে।
একটা মানুষ ভালো মন্দের পার্থক্য এবং উন্নত রুচি অর্জন করে সুশিক্ষার মাধ্যমে এবং একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না যদি তার একটা অর্থনৈতিক স্হিতাবস্হা না থাকে। অর্থনৈতিক অশান্তি থাকলে মানুষ যেকোন সময় যেকোন নোংরা কাজ করতে পারে।
এবং একটি মেয়েও যখন শিক্ষিত হয় অনেকরকম সাবধানতা নিজে থেকে অর্জন করতে পারে।
তবে আমাদের দেশের আইন শৃংখলা পরিস্হিতির যে অবস্হা তাতে যেকোন সাবধানতা কে যেকোন মুহূর্তে হার মানিয়ে দেয়।
এবার আসি আমার উপরে দেয়া একেকটা পয়েন্ট নিয়ে সামান্য কিছু কথায় আমার মতামত টুকু জানাই।
## ধর্ষন ভারতেই হোক আর বাংলাদেশেই হোক আপনারা ঠিক কি কারনে ভারত এবং বাংলাদেশ নিয়ে প্রতিটা ব্যাপারে দ্বিধাবিভক্ত হোন?
আপনাদের কি একটুও লজ্জা বোধ করে না? লজ্জার কি সামান্যতম চামড়া আপনাদের নাই??
ভারতে কেনো কিভাবে অবশ্যই ধর্ষন হতে পারে যখন যুক্তি দেন তখন আপনার যুক্তির সুযোগ নিয়ে আপনার বাড়ির পাশের মেয়েটি যখন নির্যাতিত হয় তখন কি তার খবর রাখেন?
তখন কি আপনি এগিয়ে যান?
## দেশটি ভারতই হোক আর বাংলাদেশই হোক আর মধ্যপ্রাচ্য হোক কিংবা হোক পাকিস্হান বা ইউরোপ আমি লজ্জায় কুঁকড়ে যাই এটা ভেবে যে আপনারা কি রকম বিশ্রী একটা তর্কে লিপ্ত হোন।
দেশ যেটাই হোক নির্যাতিত তো আমাদেরই কারো মেয়ে বা বোন হয়েছে তাইনা?
##আজকে যদি আপনার ছোটবোনের লাশ আপনার কাঁধে তুলতে হতো পারতেন বা পারবেন নানা রকমের যুক্তি তর্ক নিয়ে লিপ্ত হতে কোন দ্বন্দ্বে?
##আজকে যদি আপনার বোরকা পরিহিতা বোনকেও নেকাব খুলে ধর্ষন করা হয় পারবেন আর একটা কথা বলতে?
##মনে রাখুন একজন ধর্ষকের কাছে নারী শরীরটাই মূখ্য, সে শরীর কালো না সাদা নাকি আইটেম সং গার্লের মত নদীর মত আঁকাবাঁকা শরীর সেটা মূখ্য বিষয় থাকে না।
বোরকা পরিহিতা হলেও ওটি যে মেয়ে সেটা তো ধর্ষক রা বুঝে!!
## ধর্ষক এত অমানুষ যে তারা ৩/৪/৫ বছর বয়সী একটি বাচ্চাকেও ধর্ষন করে অনায়াসে। ধর্ষকের প্রয়োজন ধর্ষন সেক্ষেত্রে একটি বাচ্চা হলেও তাদের কিছু যায় আসেনা!
আর শুধুমাত্র বীর্যপাত করতে পারলেই তো ধর্ষকের শান্তি! কারন ধর্ষন এমন একটি যৌন প্রক্রিয়া নয় যে সেখানে খুব সফিসটিকেটেড শারীরিক প্রশান্তি পাওয়ার বিষয়টি কাজ করবে!!
নাহ আমি এ কথা বলছি না যে গায়ের কাপড় খুলে রাস্তায় ঘুরুন! অবশ্যই শালীনভাবে চলাটাই সবার কাম্য, শালীনতা নারী পুরুষ উভয়ের জন্যই এবং শালীনতা জিনিসটা শুধু কাপড়ে থাকে না শালীনতা জিনিসটা প্রকাশ পায় মানুষের ব্যবহারেও।
কিছু কিছু ছেলে আছে যাদের চোখ মেয়েদের মুখে না যায় বুকে! কিন্তু তাই বলে কি সবাই সেরকম? নাহ কখনোই না।
আর শারীরিক ব্যাপারটি কি শুধু ছেলেদের মাঝে কাজ করে শারীরিক ব্যাপারটি মেয়েদের মাঝে কাজ করে না?
আমি এ পর্যন্ত নেট বা বিভিন্ন বইয়ে শারীরিক চাহিদার ব্যাপারে যতটুকু পড়েছি সবজায়গায় এরকমই ম্যাসেজ পেয়েছি যে শারীরিক চাহিদার ব্যাপারে ছেলেদের চেয়ে মেয়েদের চাহিদা অনেক বেশী তীব্র এবং দীর্ঘায়িত।
তাহলে একজন মেয়ে হিসেবে কি আমি রাস্তাঘাটে ছেলেদের ধরে বলবো আসুন আমার শারিরীক চাহিদা মিটিয়ে যান?
অথবা আমি কি বাসে বা পার্কে প্রেমিক প্রেমিকার আলিঙ্গন বা চুম্বন দেখে প্রেমিক পুরুষটিকে বলবো যে তোর প্রেমিকার সাথে যা করছিস আমার সাথেও এখন তাই কর। বিকজ আই হ্যাভ লস্ট মাই মাইন্ড!!!!
সবার শেষে কযে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে নারী পুরুষ যেমনভাবে তৈরী তাতে হয়ত ৯৮/৯৯ ভাগ নারী যৌন নির্যাতনের শিকার হোন কিন্তু পুরুষরাও যে যৌন অত্যাচারের শিকার হোন এটা আমরা বাঙালীরা প্রায়ই ভূলে যাই।
অনেক অনেক ছেলে এমনকি আমাদের দেশের ছেলে খুব অল্প বয়সে, ছেলেটি হয়ত বেশ বা অনেক সুন্দর এমন ছেলে কে অনেকসময় অনেক মহিলা বিকৃতভাবে ব্যব হার করেন এটা কি আপনারা স্বীকার করেন বা মানেন বা জানেন?
এ ধরনের ঘটনা গুলো প্রায়ই অন্তরাল থেকে যায়।
এবং আরেকটা ঘটনা দুনিয়া জুড়ে ঘটে সেটা হলো উচ্চ পদে অধিষ্ঠিত কোন পুরুষকে বিপদে ফেলার জন্য অনেক সময় পাতা হয় ফাঁদ।
এ বিষয়টি দীর্ঘ করলাম না আশা করি আপনারা এটা জানেন।
এটাও কি নির্যাতন নয়?
তাহলে কি আমরা মানুষ হিসেবে কেউ বিপদমুক্ত? আগামীকাল আপনার সাথে এরকম ঘটনা ঘটলে তখন আপনি কি বলবেন?
আমি জানি আপনি কিছুই বলতে পারবেন না!
আর আরেকটা বিষয় যেটা বাদ দেবো না সেটি হলো যে কোন দেশে ধর্ষনের হার কতো সেটার দেখি চার্ট অনেক ব্লগার পকেটে করে নিয়ে ঘুরছে। পোস্টে পোস্টে গিয়ে কমেন্টে আটকিয়ে দিচ্ছে!!
ব্যাপারটা যেন এরকম আরে ধর্ষন তো ইউরোপ আমেরিকতেও হয় তাহলে এখানে ধর্ষন হয়েছে সেটা আর কি?
আপনাদের উদ্দেশ্যে আমার বাস্তবজীবন থেকে একটা উদাহরন দেই, আমার ছোটবোনকে কোন একটা বিষয় কখনো মানা করলে সে তার নিজের দোষ ঢাকার জন্য অমুকেও এটা করেছে, তমুকেও এটা করেছে বলে যুক্তি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় থাকে!
একদিন কিছু একটা আমি মানা করেছি আমাকে সে উল্টা বললো আমিও নাকি কোনদিন কি একটা ভূল কাজ করেছিলাম।
ওর এই শাক দিয়ে মাছ ঢাকাটটা নিয়মিত হয়ে গিয়েছিলো, রাগও হলো ঐদিন চরম। ঠাস করে একটা চড় লাগালাম তারপর বললাম কে কি অপরাধ করেছিলো বা ভুল করেছিলো তা বলে তুই কি প্রমান করতে চাস যে তোর ভুলটা লাইসেন্সড হয়ে গেছে? তোকে তো আমি তোর ভালোর জন্যই বলছি তাহলে কথা শুনছিস না কেনো?
লাস্ট বাট নট দ্য লিস্ট, ধর্ষন কে কেন্দ্র করে কিছু কিছু মানুষ এমন কথা বলছে যাতে মনে হচ্ছে সকল বাঙালী নারী প্রতিমুহূর্তে ধর্ষন হচ্ছে এবং সেহেতু সেই সাথে আমিও হচ্ছি।
আপনারা প্লিজ থামুন!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
শামীম আরা সনি বলেছেন: কান্ডারী অথর্ব ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, এবং প্রিয়তে রাখার জন্য
হুম রেফারেন্স দিতে পারেন, এতে যদি কেউ কেউ বোঝে যে এত সেনসিসিট একটা বিষয় আসলে ক্যচাল করার কোন বিষয় নয় তাহলে এরপরে হয়ত ব্লগে এসে একটু শান্তি পাবো!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: চমৎকার। সুন্দর লেখা। যারা আমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলছি, তারা নিজেই কতটুকু ভালো বুঝে দেখিনা একবার।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
শামীম আরা সনি বলেছেন: অনুপম আপনিও একটা চমৎকার কথা বলেছেন ভাই!!
আপনাকে আমার স্যালুট!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
রাফা বলেছেন: নগ্ন সত্য তুলে ধরেছেন।এ যেনো সেই ধর্ষিতাকেই বার বার ধর্ষণ করা হোচ্ছে।
শিক্ষা এবং আইনের প্রয়োগই নিয়ন্ত্রনে রাখতে পারে সবকিছু।
শুধু আইন থাকলেই হবেনা।তার সঠিক প্রয়োগ যখন হবে তখন সব অপরাধের মাত্রাই নিয়ন্ত্রনে চলে আসবে।জিবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়ে আমার উপলব্দি।শিক্ষা এবং অরথনৈতিক মুক্তিই মানুষকে সাহসি হোতে শায়তা করে ।
ধন্যবাদ,ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
শামীম আরা সনি বলেছেন: সুশিক্ষা এবং অর্থনৈতিনিক সমৃদ্ধি একটা সমাজে মোটামুটি এবং গ্রহনযোগ্য স্হিতাবস্হা রাখা অন্যতম ব্যাপার।
তবে ধর্ষন এবং ধর্ষনের পরে রোমহর্ষক খুন বা এ জাতীয় ঘটনাগুলো অনেক জটিল একটা বিষয়।
এটা নিয়ে তো কয়েকশো বই লিখে ফেলা যায়।
তবে আমরা এটা কেউ অস্বীকার করবো না যে আমাদের দেশে ধর্ষিত বেশীরভাগ মেয়ে গরীব পরিবারের মেয়ে এবং ধর্ষকরাও প্রায়ই দীনহীন পরিবার থেকে উঠে আসা। যারা ওযে বলেছি না শুধুমাত্র বীর্যপাত করেই শান্তি পায়!!
আর আর্টিস্টিক সেক্স?
যার পেটে প্রতিদিন তিনবেলা ঠিকমত ভাত পড়ে না তার কাছে আর্টিস্টিক সেক্স বলে কোন বস্তু আছে?
এসব সমস্যার সমাধান আমাদের দেশে একদিনে হবে না আমার ১০০ ভাগ বিশ্বাস। চেন্জ করতে হলে অনেক কিছুরই চেন্জ করতে হবে যার জন্য দরকার সময়, যার জন্য দরকার ভালো পরিবেশ, শিক্ষা, কাউন্সেলর অনেক কিছূূূূ!!!
কিন্তু বিরক্ত লাগে কিছু ব্লগারের আস্ফালন দেখে যারা কোন দেশে রেপের হার কত চার্ট নিয়ে ঘোরে এবং এককথায় মেয়েদের পোশাক কে দায়ী করে ব্লগে পোস্ট দিয়ে বসে থাকেন!!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
দহন আহমেদ বলেছেন:
দুর্দান্ত পোস্ট!!! স্যালুট আপু, আপনাকে!
সবার শেষে কযে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে নারী পুরুষ যেমনভাবে তৈরী তাতে হয়ত ৯৮/৯৯ ভাগ নারী যৌন নির্যাতনের শিকার হোন কিন্তু পুরুষরাও যে যৌন অত্যাচারের শিকার হোন এটা আমরা বাঙালীরা প্রায়ই ভূলে যাই।
অনেক অনেক ছেলে এমনকি আমাদের দেশের ছেলে খুব অল্প বয়সে, ছেলেটি হয়ত বেশ বা অনেক সুন্দর এমন ছেলে কে অনেকসময় অনেক মহিলা বিকৃতভাবে ব্যব হার করেন এটা কি আপনারা স্বীকার করেন বা মানেন বা জানেন?
পোস্ট স্টিকি করা হোক!
৩য় +++++!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ দহন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
রাফা বলেছেন: পোস্টটি নির্বাচিত পোস্টের তালিকায় নেওয়া হোক।@মডারেটর
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
শামীম আরা সনি বলেছেন: নির্বাচিত তে দেয় নাই
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
শামীম আরা সনি বলেছেন: এখন নির্বাচিত তে আছে !!!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
ুঃখবিলাস বলেছেন: কয়েকদিন ধরে রেপের চার্ট দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবার দশা হয়েছিল। মানুষ কতটা বেআক্কেল আর ষ্টুপিড হতে পারে দেখেও বিশ্বাস করতে পারিনা ! অনেক ভাল লিখেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
শামীম আরা সনি বলেছেন: লেখক বলেছেন: সুশিক্ষা এবং অর্থনৈতিনিক সমৃদ্ধি একটা সমাজে মোটামুটি এবং গ্রহনযোগ্য স্হিতাবস্হা রাখা অন্যতম ব্যাপার।
তবে ধর্ষন এবং ধর্ষনের পরে রোমহর্ষক খুন বা এ জাতীয় ঘটনাগুলো অনেক জটিল একটা বিষয়।
এটা নিয়ে তো কয়েকশো বই লিখে ফেলা যায়।
তবে আমরা এটা কেউ অস্বীকার করবো না যে আমাদের দেশে ধর্ষিত বেশীরভাগ মেয়ে গরীব পরিবারের মেয়ে এবং ধর্ষকরাও প্রায়ই দীনহীন পরিবার থেকে উঠে আসা। যারা ওযে বলেছি না শুধুমাত্র বীর্যপাত করেই শান্তি পায়!!
আর আর্টিস্টিক সেক্স?
যার পেটে প্রতিদিন তিনবেলা ঠিকমত ভাত পড়ে না তার কাছে আর্টিস্টিক সেক্স বলে কোন বস্তু আছে?
এসব সমস্যার সমাধান আমাদের দেশে একদিনে হবে না আমার ১০০ ভাগ বিশ্বাস। চেন্জ করতে হলে অনেক কিছুরই চেন্জ করতে হবে যার জন্য দরকার সময়, যার জন্য দরকার ভালো পরিবেশ, শিক্ষা, কাউন্সেলর অনেক কিছূূূূ!!!
কিন্তু বিরক্ত লাগে কিছু ব্লগারের আস্ফালন দেখে যারা কোন দেশে রেপের হার কত চার্ট নিয়ে ঘোরে এবং এককথায় মেয়েদের পোশাক কে দায়ী করে ব্লগে পোস্ট দিয়ে বসে থাকেন!!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
শার্লক বলেছেন: কিছু বলার নাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
শামীম আরা সনি বলেছেন: তাইলে কিছু হইলো শার্লক?
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
তিমিরবিদারী বলেছেন: এত পর কেন এই পোস্টটা আরও আগে দেয়া উচিত ছিল।এই রকম একটা পোস্টের জন্য আপনাকে স্যালুট করলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া পোস্টের শুরুতে তো বলেছি কাহিনী!!
মাথা গরম হলো অফিসে এসে
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: সময়মতো কোর্টে ফ্রি হ্যান্ড ভালো শর্ট মারতে আপনি পারঙ্গম ( সম্পূর্ন টেনিসি ভাষা, যেহেতু আপনার প্রোফাইলে এক টেনিস তারকার ছবি দেখছি)
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
শামীম আরা সনি বলেছেন: হাহাহা!!
মজার কথা বলেছেন..থার্ড-আই-নেটওয়ার্ক
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: লাস্ট বাট নট দ্য লিস্ট, ধর্ষন কে কেন্দ্র করে কিছু কিছু মানুষ এমন কথা বলছে যাতে মনে হচ্ছে সকল বাঙালী নারী প্রতিমুহূর্তে ধর্ষন হচ্ছে এবং সেহেতু সেই সাথে আমিও হচ্ছি।
আপনারা প্লিজ থামুন!!!!
আপনার সাথে একদম সহমত। তবে আমি কদিন ব্লগে থেকে যা বুঝলাম, ওদের সাথে তর্কে যাওয়া গাধামি। ওদের পোষ্টে আপনাকেও দেখেছি, আমিও ছিলাম, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত গোয়ারের মত ওরা সিদ্ধান্তে অটল থাকল। ওদেরকে কোনোভাবেই বুঝানো যাবেনা, বুঝবেও না। আমিও হাল ছেড়ে দিয়েছি। ভেবেছি ওদের ব্লগে আর কোনো কমেন্ট করব না। তবে অন্যায়ের প্রতিবাদী লেখা অবশ্যই থাকবে। আপনাকে অনুরোধ, মাঝে মাঝে আপনি এসব বিষয়ে লেখা দিবেন। বেকুবদের পোষ্টে কমেন্ট করে সময় না নষ্ট করে সচেতনামূলক পোষ্ট করাই বুদ্ধমানের কাজ। আপনার চেতনা বাকি সবার মাঝে ছড়িয়ে যাবে।
ধর্ষকরা শুধুই ধর্ষক। তারা অপরাধী, মানসিকভাবে অসুস্থ। পারিবারিক শিক্ষারও অভাব আছে তাদের।শুধু মেয়েদের উপর দোষ চাপিয়ে দেয়া মানুষগুলোও কাপুরুষ, নপুংসক। তাদের প্রতি চরম ঘৃণা।
আর প্রিয় টেনিস খেলোয়ারের সাথে সাথে প্রিয় ব্লগারের তালিকায় আপনি চলে গেছেন। অনেক ভালো লাগলো আপনার এই প্রতিবাদী লেখা। থেমে যাবেন না। বোকা, গাধা, গোয়ার, বেকুব, অমানুষদের সাথে কোনো যুক্তিতর্ক নয়, সময় নষ্ট নয়। সচেতনতা ছড়িয়ে দিতেই আমারা সচেষ্ট থাকব।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
শামীম আরা সনি বলেছেন: আমি এদের ব্লগে এমনিতেই খুব একটা কমেন্ট করিনা, কারন আমি জানি ওদের মগজের অবস্হা কি !! ( স্যরি টু সে)
দুই তিন জায়গায় কমেন্ট করেছিলাম তবে দীর্ঘ কোন আলাপ বা তর্ক তাদের সাথে চালানোর মত অভিরুচি আমার নেই!
আরেকটা বিষয় আমার পোস্টে জানতে চাওয়া উচিৎ ছিলো যে এসব মানুষ যারা ব্লগে পোস্ট করে এসব এরা বা এদের পরিবারে সদস্যরা যখন ইউরোপ বা আমেরিকায় যায় তখন কি মিনি স্কার্ট বা টপস পরা মেয়েদের দেখে রেপ করা শুরু করে কিনা!
আমার ইদানিং ব্লগে লেখার ঝোঁকটা কমে গেছে, কিছু মানুষ আছে যাদের মন থেকে অনেক পছন্দ করি তাদের কারনে ব্লগে আসি নাহলে মাঝখানে যেমন ২ বছর অন্তরালে ছিলাম সেরকম প্রায়ই অন্তরালে চলে যেতে ইচ্ছে হয়
আপনাকে আমিও অনেক ভালো পাই
আপনার নিকনেমটাও দারুন
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আপনার কারণগুলোর সাথে সম্পূর্ণ একমত... ভালো লাগা দিলাম, প্রিয়তে নিলাম ও মূল পোস্টে লিংক দিলাম, ধন্যবাদ!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আচ্ছা মূল পোস্ট বলতে কোনটা?
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
তূর্য হাসান বলেছেন: আমি সাধারণত এরকম কোনো পোস্টে কমেন্ট করি না। আমার অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের বিষয়ে যারা পোস্ট দেয় আর যারা কমেন্ট করে তাদের মনে হয় সমস্যাটা সম্পর্কে নিজেদের পরিষ্কার ধারণা নাই। তারা যেন কিশোর বয়সী আবেগের বশে কথা বলে। একমাত্র আপনাকে কিছুটা বাস্তব কথা বলা দেখে কমেন্ট করলাম। এই রকম লেখা আরো লিখুন। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু আমি ঠিক গুছিয়ে লিখতে পারি না। আর ক্যাচালকারীদের ভয় তো আছেই!!!
ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
শামীম আরা সনি বলেছেন: আপনি মে বি আজকে প্রথম কমেন্ট করলেন আমার ব্লগে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমিতো এরকম লেখা লিখতাম আগে, ইদানিং কম লিখি।
ক্যাচালকারীদের আমি মোটেই ভয় পাইনা, তবে বিরক্ত লাগে।
লিখে ফেলুন, যা ভাবছেন, লিখতে গেলে হয়ে যাবে
আপনিও ভালো থাকুন।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
পঞ্চপাণ্ডব বলেছেন: অনেক জলিট সত্য কথা লেখার জন্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
শামীম আরা সনি বলেছেন: কিন্তু এই কথাগুলো আমার কাছে পানির মত সহজ কথা যে ভাই
ধন্যবাদ আপনাকেও।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
টাইলুং বলেছেন: ভালো লাগলো
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
শামীম আরা সনি বলেছেন: ওকে টাইলুং
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
চলতি নিয়ম বলেছেন: সহমত এবং +
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
লোনলিফাইটার বলেছেন: নাইস পোস্ট +++
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
শামীম আরা সনি বলেছেন: ওকে লোনলি।
থ্যাংকইউ
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
অনীনদিতা বলেছেন:
দুর্দান্ত পোস্ট!!! স্যালুট আপু
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শামীম আরা সনি বলেছেন: আহা অনীনদিতা ! ভারী সুন্দর নাম
অনেক অনেক ধন্যবাদ আপু।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: হে একদম ঠিক কথা বলেছেন আপু । লজ্জাসরমের চামড়াও নাই মনে হয় আমরা যারা ইন্ডিয়ার ধর্ষণের বিপরীতে আমাদের দেশের ধর্ষণের প্রতিবাদ করছি তাদের । আসলেই তো তাই আম্রা তো ঘুরে ফিরে ধর্ষণ কেই হ্যা বলতেছি । মানে ইনডিয়ায় যা মনে চায় করুক আমার কি ইনডিয়া ধংশ হোক সেটা ধর্ষণ করেই হোক আর যেভাবেই হোক ।
এবার আমাদের পক্ষে একটু বলি আপু ?
গত রাত ১১টায় এলাকাতো এক ছোট ভাই ইনডিয়ার দামিনির খবর আমাকে দিচ্ছিল আর বলছিল আমি খবরটা পেয়েছিকিনা । মোবাইল থেকে যখন ছবি দেখাতে চাচ্ছিল তখন বলেছি "থাম" তার পরে আমি শুরু করেছি । টাংগাইল, মৌলভিবাজার এবং এবং কিচুক্ষন আগেই খবরে দিল ধর্ষণের পর হত্যা করা হয়েছে এই খবর গুলো তুই পাইছিশ ?
ও তো টাশকি খেয়ে বলে না পাইনি ।
এখন আমরা যদি এদের উপর একটু ক্ষোভ দেখাই যে ইনডিয়া নিয়া লাফাইতাছশ তোর দেশের খবর রাখছ না । এটা আসলেই আমাদের নির্লজ্জতারি প্রমাণ আপু সহমত ।
সবশেষে পোষ্ট অনেক ভাল লাগছে
সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ হিমু তবে আমার একটু দ্বিমত আছে সেটা হচ্ছে জানার জন্য তো আমরা সব ঘটনা জানতেই পারি কিন্তু উল্টা পাল্টা মন্তব্য আমার ভালো লাগে না।
ভারতে যে মেয়েটি রেপড হয়েছে বা হচ্ছে সেও আমার মতই একজন মেয়ে। তাই পৃথিবীর যে প্রান্তেই কোন একটি মেয়ে ধর্ষিত হোক সেটা আমি সব মেয়ের জন্যই হুমকিস্বরুপ মনে করবো, আমি ভাববো সেই জায়গাটিতে আমি যখন টুরিস্ট হিসেবে যাবো কোন নিরাপত্তা পাবোনা, বা নিরাপত্তা বিষয়টি নিয়ে শংকিত থাকবো। আর একজন মেয়ের যে অপূরনীয় সর্বনাশ হলো, পরিবারটি যে অতলে তলিয়ে গেলো সেটা ভাবতে গেলে আমি ভাবি ঐ মেয়েটির জায়গায় আজ আমি থাকলে কি হতো? আমিও তো হতে পারতাম সেই মেয়েটি !
তবে অন্য কোন দেশের নিরাপত্তা ব্যবস্হা কেমন হবে সেটি আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় বা উচিৎ ও নয় বলে আমি মনে করি, সেটি সে দেশের অন্তরর্তী ব্যাপার। আমি প্রথমত এবং প্রধানত এবং অবশ্যই আমার নিজের দেশকে নিয়ে ভাবিত এবং নিজের দেশের অবস্হার পরিবর্তন টাই আশা করি।
কিন্তু একটি মন্তব্য করা থেকে এরপরও আমি নিজেকে কোনভাবেই বিরত রাখতে পারছিনা সেটি হলো, ইন্ডিয়ার যে হালের আইটেম সং গুলো এগুলো আসলেই বন্ধ করে দেয়া উচিৎ সে দেশের সরকারের, ইদানিং আমি দিনদিন সংগুলো কে কুরুচি থেকে কুরুচিতর হতে দেখছি । ( আমি দুঃখিত শেষের এ মন্তব্যটির জন্য কারন ঐযে অন্য একটা দেশের কোন ব্যাপারে কি অবস্হান হওয়া উচিৎ এটা নিয়ে হয়ত আমার এমন মন্তব্য না করলেও চলে!!)
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
কলির কৃষ্ণ বলেছেন: রিয়েলী গুড পোস্ট।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ কলির কৃষ্ণ
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
তরুন বলেছেন: অসাধারণ
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
শামীম আরা সনি বলেছেন:
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
কলম.বিডি বলেছেন: সুন্দর এবং শক্তিশালী পোস্ট।
কথাগুলো কেউ না কেউ বলা দরকার ছিলো।
একটা কথা বলি, আমি নিজে পর্দা করি। কিন্তু আমি আমার জীবনে যতরকম ঈভ টিজিং এর মুখোমুখি হয়েছি সেগুলা ব্লগে বলা অসম্ভব। আমি জানি মানুষ কত 'খাচ্চর' হতে পারে, আমি জানি দুই পায়ে হাঁটা মানুষের মাঝেও হায়েনা লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েই জানে। তবু আমরা মুখ খুলি না। তার মানে এই না যে আমাদের মুখ নাই।
দিকভ্রান্ত পথিক আপনাকে মনে হয় স্টিকি পোস্টের কথা বলেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
শামীম আরা সনি বলেছেন: ইয়েসসসস আপু একমাত্র আমরাই জানি ছোটবেলা থেকে বিভিন্ন পরিবেশে আমরা কেমন করে বিভিন্ন রুপধারী ভন্ড মানুষের দেখা কোন না কোন ভাবে পেয়েছি
আর আমরা এটাও জানি যে সবাই অবশ্যই খারাপ নয়। এ জীবনে অনেক ভালো মানুষের ও দেখা পেয়েছি।
সেজন্যই হয়ত পৃথিবীটা আজও টিকে আছে।
অ.ট/কেমন আছেন আপু?
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: সময়ের সাহসী পোষ্ট। আপনাকে স্যালুট না করে পারছি না।
স্যালুট শামীম আরা সনি, স্যালুট আপনাকে। স্যালুট আপনার সাহসী পদক্ষেপকে।
ভাল থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
শামীম আরা সনি বলেছেন: এত বেশী প্রশংসা করেছেন যে কি ভাষায় ধন্যবাদ দেবো জানা নেই!
তবে আমার কাছে মনে হয়না সেরকম কোন পদক্ষেপ আমি নিতে পেরেছি, আমার সত্যি সত্যি অনেক বেশী ভালো লাগতো আমি যদি বাস্তবজীবনে কিছু করতে পারতাম।
করতে চাইও , দেখা যাক কি হয়।
আপনিও ভালো থাকুন আর আমার ব্লগে সবসময় স্বাগতম
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
রীতিমত লিয়া বলেছেন: ইন্ডিয়ার দামিনীকে সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু আমাদের দামিনিদের খবর কয়জন রাখে? বিশ্বের কথা বাদ দিলাম স্বয়ং বাংলাদেশের কয়জন মানুষ জানে?
নিয়েল (হিমু) ভাইয়ার সাথে একমত। আমাদের দেশের অনেকেই জানে না আমাদের দামিনিদের কথা। ওরা ধর্ষকদের প্রতি ঘৃণা বর্ষণ করে কিন্তু নিজ দেশের খবরই জানে না।
আপু অসাধ্রণ একটি লেখা পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
শামীম আরা সনি বলেছেন: আপু আমাদের দেশের অনেক অনেক খারাপ ঘটনা মেয়েরা অনেক সময় চাপা রাখে সামাজিক মূল্যবোধ আর পারিবারিক মান সম্মানের কথা ভেবে। কাউকে বলতে পারেনা আপু।
আপনি ভালো থাকুন,আমার ব্লগে স্বাগতম।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
ইখতামিন বলেছেন: অসাধারণ একটি পোষ্ট।
খুবই ভালো লাগলো. লাইক দিলাম.. রেখে দিলাম প্রিয়তে...
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ ইখতামিন
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
শের শায়রী বলেছেন: আপনি ব্লগে এত কম লেখন কেন? এই রকম একটা লেখার ওপর আমার কমেন্ট করার ধৃষ্টতা নেই। শুধু বলব আপনি কি অপকটে বলে গেলেন সবার কথা গুলো। ব্যাক্তিগত ভাবে আমি এই ধরনের পোষ্টে কথা বলি না, কারন সবাই গতবাধা কথা বলে । আমি সামান্য কয়দিন লেখা লেখির চেষ্টা করছি, যদি একে লেখা বলে। একটা অনুরোধ আরো বেশী বেশি লিখুন। আমার শ্রদ্বা নিন। ভাল থাকুন
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া আমার অনেক সময় ই ইচ্ছা হয় ব্লগে পোস্ট দেই কিন্তু আমি সময় করতে পারিনা ভাইয়া সেভাবে।
তবে কথা দিচ্ছি সামু ব্লগ যতদিন টিকে থাকবে আমিও ততদিন এ ব্লগে আসবো
ধন্যবাদ অনেক অনেক আর শুভকামনা।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার সাথে একদম সহমত। তবে আমি কদিন ব্লগে থেকে যা বুঝলাম, ওদের সাথে তর্কে যাওয়া গাধামি। ওদের পোষ্টে আপনাকেও দেখেছি, আমিও ছিলাম, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত গোয়ারের মত ওরা সিদ্ধান্তে অটল থাকল। ওদেরকে কোনোভাবেই বুঝানো যাবেনা, বুঝবেও না। আমিও হাল ছেড়ে দিয়েছি। ভেবেছি ওদের ব্লগে আর কোনো কমেন্ট করব না।
এখন সামুতে ধর্ষণের কথা শুনলেই আমার সামুর রেপিস্টদের কথা মনে পড়ে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
শামীম আরা সনি বলেছেন: ফরগেট দেম স্বর্ণা!! গো গ্রেট ইন ইউর লাইফ
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
কলম.বিডি বলেছেন: আছি ভালো। তোমাকে ফোন করতে চাই খুব, কিন্তু ফোন হাতে নিলেই মনে হয় যদি ব্যস্ত থাক? বেকার জীবনের সুবিধ কি আর চাকুরেদের থাকে?
ভালো থাকো। হ্যপি ব্লগিং।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
শামীম আরা সনি বলেছেন: আপু ফোন করেন সমস্যা নাই, আমি যদি ব্যস্ত ও থাকি তাহলে পরে রিংব্যাক করবো।
আপনাকেও হ্যাপি ব্লগিং
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: তাই এই প্রতিবাদ
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
অপরাধীদের জন্য দৃষ্টানতমূলক শাস্তি অবশ্যই গোটা দেশবাসী ই চায় ।
ভালো থাকুন
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন:
পোষ্টের কথা গুলো ভালো লাগলো।
কদিন ধরে দেখলাম প্রচুর পোষ্ট সকলেই বিচার চায় , সকলেই প্রতিবাদি , কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে। চুড়ি হলে চোর ধরে বিচার করার চাইতে চুড়ি থেকে নিরাপদ থাকাটাই ভালো না ?
জানেন মাত্র একটা পোষ্ট এসেছে ধর্ষন থেকে রেহাই পাওয়া ও ধর্ষন পরবর্তি পরিস্তিতি বিষয়ক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
শামীম আরা সনি বলেছেন: জি রাফাত ভাই । কিন্তু চুরি হয়েই যদি যায় তাহলে তো আমি প্রকৃত মালিক হিসেবে আমি আমার জিনিসের জন্য থানায় ডায়েরী করবো , জিনিস না পেলে কেস করবো তাইনা?
ঠিক সেরকম ধর্ষন হয়েই যদি যায় তাহলে এর পরবর্তী কিছু স্টেপ আছে যেগুলো খুব বেশী গুরুত্বপূর্ণ সে সম্পর্কে অবগত আছি।
আপনার মন্তব্যে এ নিয়ে আমি আবার ফিরে আসবো। নিচে কিছু মন্তব্য জমা পড়েছে সেগুলোর জবাব আগে দিয়ে নেই
৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
অেসন বলেছেন: আমাদের দেশের অনেকেই ধর্ষনের কারন হিসাবে নারীদের দোষারোপ করেন। আমার মনে হয় তারা প্রকারান্তরে ধর্ষনকারীদের সমর্থন করেন।
আপনার সাহসী পোষ্টটির জন্য অসংখ্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শামীম আরা সনি বলেছেন: জি আপনার কথা সত্য।
নারীদের উল্টা দোষারোপ করা হয়, উল্টা পাল্টা যুক্তি দেখানো হয়।
এবং এভাবে তারা প্রমান করে দেন যে তাদের মাঝে লুকিয়ে আছে ধর্ষকস্বত্তা!!
আপনাকেও ধন্যবাদ
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
মোঃমোজাম হক বলেছেন: thanks for the realistic opinion.
+++++++++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
শামীম আরা সনি বলেছেন: Welcome
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
হাসান মুহিব বলেছেন: আপনার এই চমৎকার লেখা সম্পূর্ণ সর্বজন গৃহীত হবে কেননা অনেক যুক্তি, বিচার- বিশ্লেষণ এ পরিপূর্ণ। আমার বেশ ভাল লাগসে। কিন্তু একটি কথা আমি বলতে চাই এই কথা তা উল্লেখ করা হয়তো প্রয়োজন ছিল; " ধর্মীও অনুশাসন ,শ্রদ্ধা, ভক্তি, মনে হয় অনেক টুকু পারে একজন মানুষ কে মানবীয় গুণাবলীতে গুণান্বিত করতে"
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
রাতুলবিডি২ বলেছেন: পুরানা ধর্ষকদের ফাঁসি দিলেও নতুন নতুন ধর্ষকের আবিভার্ব হতেই থাকবে শুধু তাই নয় খুন, রাহাজানী, ডাকাতি স হ কোনকিছুই থামবে না আমাদের দেশে সুশিক্ষার প্রসার এবং অর্থনৈতিক প্রশান্তি যদি না আসে।
ধর্ষককে বাচানোর চেষ্টা হয়ে গেল না?
ধর্ষককে বাচানোর চেষ্টার কারণ কি ??
পশ্চিমের মানবাধিকারবাদী প্রভুদের খুশী করা???
ধর্ষককে মৃত্যুদন্ড দিতে বাধা কোথায়????
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
শামীম আরা সনি বলেছেন: ধর্ষককে বাচানোর চেষ্টা হয়ে গেল না?
ধর্ষককে বাচানোর চেষ্টার কারণ কি ??
পশ্চিমের মানবাধিকারবাদী প্রভুদের খুশী করা???
ধর্ষককে মৃত্যুদন্ড দিতে বাধা কোথায়????
আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আমি যেন টাকা গুনে নিয়ে এ ধরনের পোস্ট লিখি!!
আপনাকে এই হাদিস কে দিলো যে আমি ধর্ষকদের বাঁচানোর এজেন্ট?
পশ্চিমা প্রভুদের বাঁচানোর চেষ্টা
ওহহহহহহহহ কিড গ্রো আপ
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: আপু আমি উলটা পালটা মন্তব্য কই করলাম ?
তবুও দুঃখিত ।
দাবি সেটাই নিরাপত্তা । আমার বোন দের নিরাপত্তা । সেটা যেখানেই হোক
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শামীম আরা সনি বলেছেন: এই পাগলা আপনার কথা বলিনি!!
আসলে পরের লাইনটা একটু স্পেস দিয়ে লিখতে হতো আমারই ভূল হয়েছে
এ কয়দিন দেখেন নাই কত উলটা পালটা পোস্ট আর কমেন্ট এলো ? ওদেরকে বলেছি।
আমি আপনার আদর্শ সম্পর্কে অবগত আছি , ভূল বোঝার সুযোগ নেই।
আমি স্যরি ভাইয়া দোষটা মনে হয় আমারই
সেটাই
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
টিনের চশমা বলেছেন: আমি ধর্ষণ বিষয়ক কো্ন পোষ্টে এই প্রথম কমেন্ট করলাম । ভালো লাগলো বাস্তবধারার কথাগুলো দেখে ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
শামীম আরা সনি বলেছেন: আর আমার ব্লগেও মনে হয় আপনার প্রথম কমেন্ট
ধন্যবাদ টিনের চশমা।
আপনার নামটা যেমন মজার তেমন মজার হলো প্রোপিক
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সিডির দোকান বলেছেন: গুড পয়েন্ট শামীম আরা সনি
ধর্ষণ রুধ হবে তখনই যখন মূল্যবোধ ও বিবেক কাজ করবে।
একটি কুকুর রাস্তঘাটে তার সমবয়সী বা ছোট যাকে পায় তার সাথেই সেক্স করে।
মানুষ করেনা কেননা সেখানে পশু থেকে মানুষের তফাৎটা এখানেই।
তবে মেয়েদের পোশাকে শালীনতাও থাকা প্রয়োজন।
কেননা মানুষ যান্ত্রিক নয় মানবিক তাদের মধ্যে জৈবিকতা থাকবেই, হোক সে নারী অথবা পুরুষ।
নারীরা পুরুষকে রেপ করে না (যদিও ফিজিক্যালী পুরুষ ধর্ষিত হয় না, কেননা এই টার্মটা নারীদের) কারণ তারা পুরুষের মত শক্তিশালী নয়। নারীরাও যদি পুরুষের মতো শক্তিশালী হত তবে দেখা যেত কোন নারী রাস্তা থেকে একজন পুরুষকে উঠিয়ে নিয়ে গেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
শামীম আরা সনি বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনার কমেন্টের জন্য।
তারপর বলি
(যদিও ফিজিক্যালী পুরুষ ধর্ষিত হয় না, কেননা এই টার্মটা নারীদের) কারণ তারা পুরুষের মত শক্তিশালী নয়।
আমি একমত নই।
ধর্ষন টা আসলে কি?
এটা ত জানা দরকার নাকি?
ধর্ষন হলো জরপূর্বক শারীরিক সম্পর্ক স্হাপন, যেখানে ধর্ষিত ব্যক্তিটির কোনরকম ইচ্ছা থাকেনা সেই সম্পর্কটি নির্দিষ্ট ঐ ব্যক্তি বা ধর্ষকের সাথে স্হাপন করার।
আপনি কি ভাবছেন এটা একটা পুরুষের পক্ষে হওয়া সম্ভব না??
ধরুন আমি কোন ছেলেকে অনেক পছন্দ করি কিন্তু সে আমাকে করে না, সে আমাকে ঘৃণা করে। বা আর যাই হোক আমার সাথে শারীরিক সম্পর্ক স্হাপনে আগ্রহী নয়।
আমি যদি তাকে প্রলুব্ধ করি, নেশা হওয়ার মত ড্রিংক পান করাই , বা যেকোন কূটকৌশলে তার সাথে শারীরিকভাবে লিপ্ত হই তাহলে আমার চোখে এটাও ধর্ষন
যাই হোক বাদ দিন এ বিষয়টি এরকম বিষয় আমাদের সমাজে ঘটে খুব কম, এবং বেশীরভাগই হিডেন থাকে ঘটনা গুলো, আমি এগুলো বলতে গেলে শুধু শুধু নানা কথার সৃষ্টি হবে।
আমি বলেছি বিষয়টি জটিল, তবে আমারও মেইন ফোকাস হলো বাংলাদেশের নিরীহ মেয়েগুলো।
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
শামীম আরা সনি বলেছেন: আমি একটু বাইরে যাচ্ছি। এরপর এসে সবার কমেন্ট রিপ্লাই দিবো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
শামীম আরা সনি বলেছেন: এলাম
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ইন্তাজ ভাই বলেছেন: +
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মুসাইফুল্লাহ্ বলেছেন: শরীর শিউরে ওঠার মতো একটা লেখা। মন্তব্য করতে সাহস পাচ্ছি না। তবে একটা কথা না বলে পারছিনা--
*কিছু খুদার্ত আছে যারা, খাওয়ার আগে হাত ধু’তে ভুলে যায়।
*আর কিছু মানুষ আছে যারা কথা বালার(সমালোচনা করার) আগে সামান্য একটু চিন্তা করতেও ভুলে যায়। হয়তো চিন্তা করার জ্ঞানটুকুও নেই।
যে নরপিচাশ একটা নারীকে ধর্ষন করতে পারে সে সকল ‘নারী’কে ধর্ষন করার মানষীকতা রাখে। আর সকল নারীর ভিতরে প্রতিটি পুরুষের ‘মা-বোন’!
বিনম্র শ্রদ্ধা রইলো আপনার প্রতি। ভালো থাকবেন সবসময়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
শামীম আরা সনি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনার প্রতি।
ভালো থাকুন সবসময়
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: লাস্ট বাট নট দ্য লিস্ট, ধর্ষন কে কেন্দ্র করে কিছু কিছু মানুষ এমন কথা বলছে যাতে মনে হচ্ছে সকল বাঙালী নারী প্রতিমুহূর্তে ধর্ষন হচ্ছে এবং সেহেতু সেই সাথে আমিও হচ্ছি।
আপনারা প্লিজ থামুন!!!!
এই লাইনগুলো বুঝি নি । আমি এই বিষয়ের উপরে কোন পড়াশুনা করি নি তো , তাই একটু কম বুঝতে পারছি । একটু ব্যাখ্যা করবেন প্লীজ ?
এর মানে কি আমরা যে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট দিচ্ছি কিংবা কিছু একটা করার চেষ্টা করছি সেটা করে নারীদের ভার্চুয়ালি ধর্ষণ করছি , এটাই কি বলতে চেয়েছেন ? যেভাবে বললেন মনে হল বাংলাদেশে যে পরিমান ধর্ষণ হচ্ছে তা খুবই স্বাভাবিক , এটা নিয়ে হৈ চৈ করার কিছু নাই । একজন নারী হয়ে এই কথা যদি বলেন আরও বেশীরভাগ সবাই দেখছি সমর্থন দিচ্ছে , তাহলে সম্ভবত আমিই ভুল করছি । কারণ বেশীরভাগ সবাই যখন এক বিষয়ে একমত , আমার তো সেটা মেনে নিতেই হবে ।
ধর্ষণের কারণ আর পরবর্তী করনীয় নিয়ে এর আগেও হাজার হাজার সচেতনতা মূলক লেখা পেপার / পত্রিকায় দেখেছি । সুশীলদের সভা সেমিনার হয়েছে । কি লাভ হয়েছে ? ইনসিডেন্ট গুলো কমেছে নাকি বেড়েছে ? নাকি একই আছে ? আসুন আমরা শুধুই কারণ ও পরবর্তী করনীয় আলোচনা করি , সমস্যার সমাধান হয়ে যাবে ! আমরা সচেতন হলেই সমস্যার সমাধান হয়ে যাবে !
যাই হোক , সবাইরই যদি এমন মনে হয় , তাহলে সামুতে এই বিষয়ে স্টিকি পোস্ট লটকিয়ে রাখার কোন মানে হয় না । ৫/৬ জন মিলে ঐ পোষ্টে যদি বলে আসেন যে , ঐ পোস্ট নামিয়ে ফেলা হোক , তাহলেই মডুরা তা নামিয়ে ফেলবে । ঝামেলাও মিটে যাবে । ব্লগে ঢুকেই আর এই জঘন্য বিষয়গুলো চোখে পড়বে না । একটু শান্তিতে থাকা যাবে । আমাদের শান্তি খুব প্রয়োজন । ঢাকা শহরের ঘিঞ্জি এলাকার বসায় বসে চোখ বন্ধ করে কুয়াকাটার কল্পনা করে শান্তি পাওয়া খুব দরকার আমাদের । আমিও আর এইসব ইস্যু নিয়ে কোন পোস্ট দিবো না । তাতে অন্তত কাউকে ভার্চুয়ালি ধর্ষণ করা থেকে বিরত থাকা হবে ।
গোয়ার্তুমি করছি না , নিতান্তই ব্যাক্তিগত মতামত দিলাম , ভালো থাকবেন সবসময় ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
শামীম আরা সনি বলেছেন: আচ্ছা আমার পোস্ট বুঝতে কেনো আপনার প্রবলেম হলো সত্যিই বুঝলাম না!!
যেভাবে বললেন মনে হল বাংলাদেশে যে পরিমান ধর্ষণ হচ্ছে তা খুবই স্বাভাবিক , এটা নিয়ে হৈ চৈ করার কিছু নাই । একজন নারী হয়ে এই কথা যদি বলেন আরও বেশীরভাগ সবাই দেখছি সমর্থন দিচ্ছে , তাহলে সম্ভবত আমিই ভুল করছি । কারণ বেশীরভাগ সবাই যখন এক বিষয়ে একমত , আমার তো সেটা মেনে নিতেই হবে ।
আমি প্রথমত সন্দিহান আপনি আমার পোস্ট ঠিকমত পড়েষেন কিনা, দ্বিতীয়ত আমি নিশ্চিত আপনি যেকোন ভাবেই হোক আমার ব্লগ এক্টিভিটি বা পোস্ট স্টাইল নিয়ে ইগনোরান্ট!
Click This Link
Click This Link
Click This Link
কখনো কি খেয়াল করেছেন আমার এসব কোন পোস্ট?
আর এখানে স্টকি পোস্টের বিষয়টি এভাবে কেন আনছেন?
আমি যদি আপনার পোস্ট এর সাথে একমত না হতাম তাহলে কি আপনাকে কমেন্টে বলে আসতাম যে গ্রেট জব?
আমি যে কোন এংরি বার্ড সেটা একটু খোঁজ নিলে ভালো করতেন
যাহা আমি মন থেকে মানিনা তাহা আমি পারতপক্ষে বলিবার চেষ্টা করিনা!!
আমিও আর এইসব ইস্যু নিয়ে কোন পোস্ট দিবো না । তাতে অন্তত কাউকে ভার্চুয়ালি ধর্ষণ করা থেকে বিরত থাকা হবে
আমি কখন বলেছি যে অপূর্নের পোস্টের জন্য আমি ভার্চুয়ালী ধর্ষিত হচ্ছি?
আমার সাম্প্রতিক মন্তব্য করেছি বাক্স দেখুন এখনও দু একটা কমেন্ট পাবেন যে কি ধরনের পোস্টের সাথে আমি একমত নই!!
আপনার পোস্ট টা স্টিকি হয়েছে এবং আমিও একজন সিনিয়র ব্লগার ( ব্লগীয় সিনিয়র) আপনার অনেক বুঝেশুনে আমাকে কমেন্ট করা উচিৎ ছিলো।
যাইহোক ভালো থাকবেন
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আমি ইহতিব বলেছেন: হাজিরা দিয়ে যাচ্ছি আপু, পুরো পোস্ট আবার ভালো করে পড়ে আবার আসবো। তবে দাবী একটাই ধর্ষকের শাস্তি, সেটা জণসমক্ষে হলে আরো ভালো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
শামীম আরা সনি বলেছেন: ওকে আপু
আপনার সাথে একমত
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আধখানা চাঁদ বলেছেন: খুবই গোছানো, খুবই যুক্তিসঙ্গগত,বলিষ্ঠ লেখা। শতভাগ সহমত আপনার সাথে।
ব্লগারদের আরো সচেতন হবার প্রয়োজন আছে বৈকি।
ভাল থাকবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
শামীম আরা সনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
আপনিও ভালো থাকবেন।
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি কিছু কথা বলেছেন, বিশ্বাস করুন, মোটেও বোধগম্য হয়নি, আমি বিনীত অনুরোধ করব, প্লিজ প্লিজ প্লিজ বুঝিয়ে বলবেন.....
অনেক জ্ঞান সহ পোস্ট লেখা হয়েছে, বুঝতে পারি, তবে সাধারণ মানুষদের জন্যে অনেক জটিল মনে হলো!! অনেকে না বুঝেও কমেন্ট করেছে দেখলাম(আমিও করেছি, প্রথমের অংশ পরে আপনার লেখাটি অন্যরকম লেগেছিল, কিন্তু প্রিয়তে রাখা পোস্টটি আবার পরে মনে হলো যে এটি আসলে কি?)
কিছু কথা জানতে চাই। আপনার কছে অনুরোধ থাকবে, দয়া করে উত্তর দিবেন।
ক) ব্লগার অপূর্ন এবং আরো দুই একজনের পোস্টে কমেন্ট করা ছাড়া আমি মোটামুটি এ ব্যাপারে চুপই ছিলাম। কিন্তু প্রতিমুহূর্তে ব্লগে কিছু পোস্ট এবং বাস্তবজীবনেও এই ধর্ষন নিয়ে অনেক মানুষের অনেক রকম মন্তব্য থেকে আজকে আমার মনে হলো না আমি আমার কিছু মতামত আজকে লিখবোই এরপর যার যেমন ইচ্ছা যুক্তি, তর্ক করুক।
-কিছু পোস্ট বলতে কি ধরনের পোস্ট? জানতে চাইব!
খ) ধর্ষণ কেন হয়, আপনার ওই অংশের সাথে একমত হয়ে আমি নিজে অনেক পোস্ট দিয়েছি।
কিন্তু তারপর থেকে আপনার কথাগুলো বেশ অসংলগ্ন লাগতে শুরু হলো!! জানিনা কেন আপনি পোশাককে দোষ দিয়ে বলছেন, আবার বলছেন মেয়েটির শিক্ষা তাকে সাবধান করতে পারে(দামিনিকে কিন্তু পারেনি), আবার বলছেন পুরুষ মানুষের মানসিকতা ও শিক্ষার দোষের কথা(যেটিকে প্রধান কারণ বলে সবাই মনে করে)
কিন্তু বাঙালী নারীর ভার্চুয়াল ধর্ষন আবার কি জিনিস? কারা করল?
গ)## ধর্ষন ভারতেই হোক আর বাংলাদেশেই হোক আপনারা ঠিক কি কারনে ভারত এবং বাংলাদেশ নিয়ে প্রতিটা ব্যাপারে দ্বিধাবিভক্ত হোন?
আপনাদের কি একটুও লজ্জা বোধ করে না? লজ্জার কি সামান্যতম চামড়া আপনাদের নাই??
-আমরা কি নিয়ে দ্বিধাবিভক্ত বলতে চেয়েছেন? লজ্জা কাদের নেই বলেছেন?
ঘ) তাহলে কি আমরা মানুষ হিসেবে কেউ বিপদমুক্ত? আপনার প্রশ্নের জবাব হলো না!! তাই সবাই চেষ্টা করছে ভার্চুয়ালি ও বাস্তবে সর্বাত্মক প্রতিবাদ করার, আপনার কি এই বিষয়ে অরুচি বা আপত্তি রয়েছে?
ঙ) আপনি কি বলতে চাইছেন আমরা যা প্রতিবাদ করার চেষ্টা করছি তারা ঠিক করছিনা?
লাস্ট বাট নট দ্য লিস্ট, ধর্ষন কে কেন্দ্র করে কিছু কিছু মানুষ এমন কথা বলছে যাতে মনে হচ্ছে সকল বাঙালী নারী প্রতিমুহূর্তে ধর্ষন হচ্ছে এবং সেহেতু সেই সাথে আমিও হচ্ছি।
আপনারা প্লিজ থামুন!!!!
কিছু মানুষ ও আপনারা থামুন বলে কোন মানুষ ও কাদের থামতে বলেছেন?
যারা আন্দোলন করছি? নাকি যারা আন্দোলন করছিনা!?
চ)তোর ভুলটা লাইসেন্সড হয়ে গেছে? তোকে তো আমি তোর ভালোর জন্যই বলছি তাহলে কথা শুনছিস না কেনো?
ভুল লাইসেন্স হয়ে যায়নি, কিন্তু সবাই করছে। তাই আমরা সেপর্যন্ত অপেক্ষা করতে পারিনি, যখন আপনার বোনের ধর্ষিত মৃতদেহ হাতে নিয়ে আপনাকে কাঁদতে হত!!
অপূর্ণ ভাইয়ের প্রশ্নগুলোরও উত্তর দিবেন। এখানে আর কোনো মন্তব্যে তেমন কিছু জানার ছিলও না।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
শামীম আরা সনি বলেছেন: প্রথম কথা হলো যে আপনি পোস্ট পুরোপুরি পড়লেন না, বুঝলেন না তাহলে প্রিয়তে নিলেন কেনো?
যেকোন পোস্ট প্রিয়তে নেবার আগে তো পুরোপুরি পড়া উচিৎ !
ক। কিছু মানুষ আছে আসলে মানুষ না বলে ছাগু বলাই শ্রেয় ! তারা মনে করে উইমেন ভায়োলেন্সের যেকোন ঘটনা ঘটলে নারীদের পোশাক খাটো ছিলো, নারীটি ওমুক ছিলো, তমুক ছিলো বলে নারীর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া, এরকম পোস্ট একদিন বেশ কয়েকজন দিয়েছে। আমি এ ধরনের পোস্ট পারতপক্ষে এড়িয়ে চলি।
খ) ধর্ষণ কেন হয়, আপনার ওই অংশের সাথে একমত হয়ে আমি নিজে অনেক পোস্ট দিয়েছি।
কিন্তু তারপর থেকে আপনার কথাগুলো বেশ অসংলগ্ন লাগতে শুরু হলো!! জানিনা কেন আপনি পোশাককে দোষ দিয়ে বলছেন
বাডি আমি কখন মেয়েদের পোশাককে দোষ দিলাম?
আপনার কি মাথার ঠিক আছে?
গ)## ধর্ষন ভারতেই হোক আর বাংলাদেশেই হোক আপনারা ঠিক কি কারনে ভারত এবং বাংলাদেশ নিয়ে প্রতিটা ব্যাপারে দ্বিধাবিভক্ত হোন?
আপনাদের কি একটুও লজ্জা বোধ করে না? লজ্জার কি সামান্যতম চামড়া আপনাদের নাই??
-আমরা কি নিয়ে দ্বিধাবিভক্ত বলতে চেয়েছেন? লজ্জা কাদের নেই বলেছেন?
আমরা শব্দটা কেন ইউজ করছেন? এটা হলো আমার প্রশ্ন।
যাহোক, লজ্জা তাদের নেই যারা একটি নিরীহ মেয়ের রেপ হওয়ার পর তার লাশ নিয়ে মশকরা করে, যারা একটা মেয়ের করুন লাশের কথা নয় কে কত ভারত বাংলাদেশ শব্দ দুটি নিয়ে পারলে টক শো এর আয়োজন করে !!
ঘ) তাহলে কি আমরা মানুষ হিসেবে কেউ বিপদমুক্ত? আপনার প্রশ্নের জবাব হলো না!! তাই সবাই চেষ্টা করছে ভার্চুয়ালি ও বাস্তবে সর্বাত্মক প্রতিবাদ করার, আপনার কি এই বিষয়ে অরুচি বা আপত্তি রয়েছে?
আমার কোন আপত্তি কেন থাকবে?
ঙ) আপনি কি বলতে চাইছেন আমরা যা প্রতিবাদ করার চেষ্টা করছি তারা ঠিক করছিনা?
কিছু মানুষ ও আপনারা থামুন বলে কোন মানুষ ও কাদের থামতে বলেছেন?
যারা আন্দোলন করছি? নাকি যারা আন্দোলন করছিনা!?
আমি আপনাদের আন্দলোন কে ঠিক মনে করলাম না এটা কি করে আপনার বা অপূর্ণ এর মনে হলো?
আপনারা ঠিক কি কারনে এবং আমি বলবো অকারনে আমার পোস্ট টি ভালোমতো না পড়ে এবং না বুঝেই নিজেদের গায়ে নিজেরাই কথাগুলো মেখেছেন !!
আপনাকেও বলবো যে যেকোন পোস্ট পড়ে আগে বুঝবেন , এভাবে কমেন্ট করলে আমাকে নয় মানুষ আপনাদেরই ভূল বুঝবে।
চ)তোর ভুলটা লাইসেন্সড হয়ে গেছে? তোকে তো আমি তোর ভালোর জন্যই বলছি তাহলে কথা শুনছিস না কেনো?
ভুল লাইসেন্স হয়ে যায়নি, কিন্তু সবাই করছে। তাই আমরা সেপর্যন্ত অপেক্ষা করতে পারিনি, যখন আপনার বোনের ধর্ষিত মৃতদেহ হাতে নিয়ে আপনাকে কাঁদতে হত!!
আমার বোনের বিষয়টি কেন এবং কিভাবে আপনি এ বিষয়ে জড়ালেন?
এবং কি বুঝে?
দেখুন আমার বোন হলো আমার কাছে সেই জিনিস যাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করলে বা তাকে কেউ হার্ট করলে আমি কি করতে পারি নো গাইজ হ্যাভ আইডিয়া!! ( রাগটা সংবরন করে নিয়েছি)
ভালো থাকুন সবসময়, আমার ব্লগে সবসময় স্বাগতম তবে পোস্ট ঠিকমত না পড়ে না বুঝে প্রি্যতে নেবার বা কমেন্ট না করাই
উচিৎ....
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
এসএমফারুক৮৮ বলেছেন: আপনার পোষ্টটি যুক্তিযুক্ত। সবার সচেতনতা, স্বল্পতম সময়ে দৃষ্টান্ত মূলক ও সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারলে ধর্ষনের ঘৃণ্য অপরাধ ঠেকানো সম্ভব। বেশ কিছুদিন আগে ইভ টিজিংও কিন্তু ভয়াভহ আকার ধারন করেছিল। ভ্রাম্যমান আদালতের দ্বারা তাৎক্ষনিক শাস্তির ব্যবস্থা রাখায় অনেকটা কমে এসেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
শামীম আরা সনি বলেছেন: ফারুক একমত আপনার সাথে।
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
তাহিতি তাবাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে এই পোস্টটি দেয়ার জন্য।++++
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
শামীম আরা সনি বলেছেন:
৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: কিছুদিন আগে একটা ভয়ংকর জিনিষ দেখেছি। সিগারেট খেতে আমার বাসার কাছে একটা চা সিগারেটের দোকানে গিয়েছিলাম। একটা কম বয়সী বাচ্চা মেয়ে তার বাবার সাথে দোকান চালায়। আমি যখন যাই তখন দোকানে ঐ বাচ্চা মেয়েটা আর একটা লোক বসে সিগারেট খাচ্ছে। আমিও গিয়ে বসলাম। একটু পর খেয়াল করলাম লোকটা তার সেলফোনে কি যেন দেখছে আর অদ্ভুত চোখে মেয়েটার দিকে তাকাচ্ছে। আমার সন্দেহ হলো যে লোকটা তার সেলফোনে কি দেখছে! পরে আমার সন্দেহের সত্যতা যাচাই করে দেখি হুম আমার সন্দেহই ঠিক। মেয়েদের নিরাপত্তাহীনতার একটা ভয়ংকর কারণ মনেহয় বুঝতে পারলাম! এখন বলা যেতে পারে, পশ্চিমে তো এইসব অনেক আগে থেকেই চলে আসছে তাহলে আমাদের দেশে এর জন্য রেপ বাড়বে কেন। তাহলে বলতে হয়, তারা এইসবের সাথে ইউজডটু অনেক আগে থেকেই এবং তাদের সোসাইটি আমাদের মত অতটা রক্ষণশীল নয়। কিন্তু আমরা একাধারে এইসববের সাথে অতটা ইউজডটু নই এবং আমাদের সমাজ অনেক রক্ষণশীল। কালচারের সাথে না গেলে সেটা খারাপ প্রভাব ফেলবেই। মদে যে অভ্যস্ত নয় তাকে হঠাৎ করে বেশী মদ খেতে দিলে সে ভয়ংকর মাতলামী করবেই। শুধু এটাই না, আরো কিছু কারণে কিছুদিন পরে দেখবেন এই ভারতবর্ষে রেপের হার এই সময়ের চাইতেও অনেক বেশী বেড়ে যাবে নিশ্চিত। শুধু মেয়েদের বোড়কা পড়তে বলা বা ছেলেদের সংযত হতে বলাটাই কোন স্থির সমাধান নয় বলে আমার ধারণা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
শামীম আরা সনি বলেছেন: আপনার সাথেও আমি একমত এবং আমি এটাও মনে করি যে আমাদের দেশের নিম্ন শিক্ষার হার অনেক জটিল সমস্যার মূল কারন।
৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: জানিনা কিভাবে শুরু করবো্। তবে, আপনার পোষ্টটির বিষয়টা সমসাময়িক কিন্তু আপনার লেখাটি আমার কাছে অনেকটা অগোছালো মনে হয়েছে।
আমি তখন কলেজে পড়ি। নানা বাড়ি থেকে আমাদের বাসায় আসছিলাম বাসে করে। যখন বাসটি একটি ষ্টপেজে থামলো দেখলাম একটি মেয়ে বাসের জন্য দাড়িয়ে আছে। তার পেছনেই ছিলো বাসের চাকায় পাম্প করার একটি টং দোকান। সেখানে একটি লোক বসা ছিল। আমি দেখলাম লোকটা তার লুলোপ দৃষ্টি দিয়ে মেয়েটিকে এমনভাবে দেখছে যেন মেয়েটি বাসে উঠার আগেই কয়েকবার ধর্ষণের শিকার হয়ে গিয়েছে। সুতরাং মেয়েরা যে শুধু দৈহিক ধর্ষণের শিকার সেটা নয়। তারা বজ্জাত পুরুষের চিন্তার দ্বারা ধর্ষিতা হচ্ছে, দৃষ্টি দ্বারা ধর্ষিতা হচ্ছে, স্পর্শের দ্বারা ধর্ষিতা হচ্ছে, কথার দ্বারা ধর্ষিতা হচ্ছে। কিন্তু আমাদের মেয়েরা অনেক ক্ষেত্রেই এসব ব্যাপারে অনেক অসচেতন এবং তারা জানেওনা যে, তারা ধর্ষিতা হচ্ছে।
ধর্ষণ ঠেকানোর জন্য অনেকে মেয়েদের বোরকা না পরাকে দায়ী করে থাকেন। কিন্তু তারা অনেক সচেতনভাবেই এটা এড়িয়ে যান যে, পুরুষকে সর্বপ্রথম দৃষ্টি নিচু রাখতে বলা হয়েছে। তারপর নারীদের পর্দা। তাতেও যদি কাজ না হয় তবে, কঠোর শাস্তি।
আমি একটু বলতে চাই, আজ থেকে আমাদের দেশের মেয়েরা যেন তাদের পরিচিত জন কিংবা বন্ধু অথবা অফিস সহকর্মীদের কোন ধরনের প্রশংসা সূচক অথবা কেয়ারিং জাতীয় কথাকে (আপনাকে আজ সুন্দর লাগছে/আপনার জামাটা খুবই সুন্দর/লাঞ্চ করেছেন কিনা) বাই পাস করে চলে যান। কারণ, পরিচিত মানুষ দ্বারা ধর্ষণের শুরু হয়তো এখান থেকেই।
ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
শামীম আরা সনি বলেছেন: ডিফারেন্ট পিপল হ্যাজ ডিফারেন্ট থট ।
আপনাকেও ধন্যবাদ।
আশা করছি এ বিষয়ে আপনিও একটি পোস্ট দিবেন
৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথম কথা হলো আমি সম্পূর্ণ না পরে পোস্টে মন্তব্য করিনি(দ্বিতীয়টি)
আমি আমার স্বল্প জ্ঞানে আপনার জ্ঞানের ভান্ডার পোস্টটি বুঝতে পারিনি, আর হ্যা, যখন প্রথমে পোস্টটি দেখেছি, ভালো মনে হওয়ায় প্রিয়তে নিয়েছি, যাতে পরে দেখা যায় পড়ে।
আপনার "ক" সত্যি হলে প্রশ্ন কথায়? স্টিকি পোস্টে ধর্ষণে মেয়েদের না, সামাজিক সময়কেই দায়ী করা হয়েছে... ভুল হয়ে থাকলে সেখানে পরামর্শ দিন, টিপ্পনি কাটবেন না প্লিজ(আশা করি কাটেন নি, ভুল বুঝেছি)...
আর আমাদের যেহেতু মনে হয়েছে, নিশ্চয় আপনার লেখায় আপনার জানতে বা অজান্তে এমন কিছু রয়েছে!! যেটি হয়ত বেশি জানার কারণে ও অনেক বেশি বুঝে লেখার কারণে আপনি নিজেও ধরতে পারছেন না!!
আপনার বোনের বিষয়টা নিয়ে দুক্ষিত... আমি আপনার বোন্ বলতে চিনি, যে কারো বন হতে পারে...একটি মেয়ে মানুস হতে পারে, যেটি কিনা আপনি নিজেও...
##আজকে যদি আপনার ছোটবোনের লাশ আপনার কাঁধে তুলতে হতো পারতেন বা পারবেন নানা রকমের যুক্তি তর্ক নিয়ে লিপ্ত হতে কোন দ্বন্দ্বে? >> এই কথাটিকে মিন করেছি!!
আর আপনার পোস্টটি লিখে আপনি কি বুঝতে চেয়েছেন, বা কি উদ্দেশ্য ছিল এককথায় একবার বলে যদি একটি উপকার করতেন!!! ভার্চুয়াল ধর্ষণ কেন হচ্ছেন? এটা কি জিনিস? একটু যদি একবার বলতেন... দু লাইন বললে মনে হয় খুব ভালো হত, কারণ শুধু আমি হলে বুঝতাম পোস্টার আগা মাথা রয়েছে, আমি বুঝিনি, কিন্তু আরো দু একজন এর মন্তব্য পড়ে জানলাম, যে আসলে ওনারাও বুঝেন নি.....
আর এখানে মন্তব্যকারীদের বলছি, আপনারা যারা চান না মন থেকে, যে কোনো প্রতিবাদ হোক, এবং চান ধর্ষণ যেমন চলছে চলুক, সমাজ এক সময় শিক্ষিত হয়ে সব কিছু থেকে মুক্তি পাবে, তারা আড়ালে আবডালে দয়া করে টিপ্পনি কাটবেন না পারলে সামনে এসে(স্টিকি পোস্টে) বলুন, তাও না পারলে চুপ করে দেখুন, আমরা যদি পারি কিছু করতে!! আর আমরা না পারলে কি? আপনার খুশি/অখুশি হবার কিছু নাই।
আপনারও বোন্ আছে....
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
শামীম আরা সনি বলেছেন: আমি আমার স্বল্প জ্ঞানে আপনার জ্ঞানের ভান্ডার পোস্টটি বুঝতে পারিনি, আর হ্যা, যখন প্রথমে পোস্টটি দেখেছি, ভালো মনে হওয়ায় প্রিয়তে নিয়েছি, যাতে পরে দেখা যায় পড়ে।
আপনার "ক" সত্যি হলে প্রশ্ন কথায়? স্টিকি পোস্টে ধর্ষণে মেয়েদের না, সামাজিক সময়কেই দায়ী করা হয়েছে... ভুল হয়ে থাকলে সেখানে পরামর্শ দিন, টিপ্পনি কাটবেন না প্লিজ(আশা করি কাটেন নি, ভুল বুঝেছি)...
আমি তো কাউকে নিজে থেকে বলিনা আমার পোস্ট প্রিয়তে নিতে তাইনা?
যার ইচ্ছা হবে প্রিয়তে নিবে যার ইচ্ছা হবেনা নেবে না!!
আসলে একটি বিষয় ক্লিয়ার করে বলুন আপনি নিজে কি জানতে চান? বা আমার মুখ থেকে কি শুনতে বা জানতে পারলে আপনি খুশি হোন?
আর আপনি কা কে কি বলছেন?
সামুতে আছেন আজ কয়দিন হলো ?
Click This Link
২০১১ সালে সামুতে আমার স্টিকি পোস্ট। পোস্ট এবং পোস্টের বিষয় আশা করি খুব ভালো করে দেখে আসবেন!!
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমরা শব্দটি আমরা যারা বিষয়টি নিয়ে আপনার বলা "SO called ভার্চুয়ালি আন্দোলন" (বা ভার্চুয়াল ধর্ষণ বুঝিয়্ছেন নাকি ঠিক জানিনা) করছি তাদের!! ভার্চুয়াল ধর্ষণটি আসলে কি? পোস্ট টার সার সংক্ষেপ দিবেন, আপনার কাছে এটুকুই অনুরোধ..
যদি পোশাক নয়, সমাজকে দায়ী মনে হয়, তাহলে আমিও সামাজিক আন্দোলনের পক্ষেই!! অপূর্ণ ভাই আমিনুর ভাই সহ বাকিরাও তাই চেষ্টা করছেন!! সেক্ষেত্রে কোনো নীতিগত বিরোধ নেই, ভুল বুঝেছি হয়ত, আপনার পোস্টের বিন্যাস সেটার যথেষ্ট সুযোগ ও দিয়েছে, দুক্ষিত....
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মাথানষ্ট০০৭ বলেছেন: দিকভ্রান্ত*পথিক @
ভার্চুয়াল ধর্ষন হল ভুদাই আমির পোষ্ট ও শিক কাবাবের কমেন্ট ও আরো বেশ কয়েকটা পোষ্ট যেগুলোতে পোশাকের দোহায় দিয়ে মেয়েদের খাটো চোখে দেখে বলা যায় ধর্ষনই করা হয়েছে ভার্চুয়ালি। আপনারা ভুল বুঝেছেন লেখিকাকে।
সনি আপুর পোষ্ট খুব প্রশংসনীয়।
আর অপূর্নসহ আপনাদের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
শামীম আরা সনি বলেছেন: যাক আপনি বুঝছেন তাহলে
ধন্যবাদ।
আমিও চাই সবার সুন্দর উদ্যোগ সফল হোক
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
মাথানষ্ট০০৭ বলেছেন: ভার্চুয়াল ধর্ষনের নমুনা-
Click This Link এই পোষ্টের কমেন্ট শিক কাবাব, শিশু দর্পন, ভুদাই সহ অনেকের কমেন্ট।
আর এইটা বোকচোদ ভুদাইয়ের পোষ্ট।
Click This Link
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
শামীম আরা সনি বলেছেন:
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: আমি পোস্ট না পরে মন্তব্য করি না, পোস্টের মূল কন্টেন্টের সাথে সহমত জানাচ্ছি. কিন্তু আপনার কি মনে হয়না শেষের লাইন কয়টি পোস্টের মূল কন্টেন্টের বিরোধী হয়ে যাচ্ছে? আর অফ টপিকে একটা কথা বলি, আমি কারো নিক, নিকের বয়স কিংবা তার সাথে আমার কতটুকু খাতির তার উপরে নির্ভর করে কখনো মন্তব্য করি না. পুরো পোস্টের ১ টি লাইনের বাপারেও যদি আমার দ্বিমত থাকে তাহলে তা প্রকাশ করি. রেগুলার ব্লগিং এর বয়স হিসাব করলে আমি আপনার অনেক জুনিয়র (!) এখনো ৫ মাস পুরো হয়নি . ..........হ্যাপি ব্লগিং
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
শামীম আরা সনি বলেছেন: আমার শেষের কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা যারা মেয়েদেরকেই দায়ী করে পোস্ট দেয়। যেগুলো দেখলে মেজাজ খারাপ হয়!!
আপনারা যদি জোর করে নিজের গায়ে মাখেন তাহলেতো আমার কিছু বলার নেই।
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
চানাচুর বলেছেন: পোস্টের টাইটেলে সুপার লাইক।
পোস্ট আগামীকাল পড়বো। অনেক ধন্যবাদ সনি আপু।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ চানাচুর আপা। তবে কালকে পোস্ট পুরোপুরি পড়ে কমেন্ট করেন। না পড়ে কমেন্ট করেন না যেন আবার
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাথানষ্টের উত্তর লেখিকা প্রথমেই দিতে পারতেন! যদি লেখিকা বুঝেই লিখে থাকেন....
আর আমি যা জানতে চেয়েছি টা একে একে বলেছি, আমাকেও ভুল বুঝবেন না, আপনার পোস্টের শেষে পুরো পোস্টের বিষয়বস্তু বদলে গেছে... @অপূর্ণ ভাইয়ের মন্তব্যে হয়ত বুঝতে সাহায্য করবে কি বলতে চাইছি........
আপনি আমার অনেক অনেক অনেক সিনিয়র ব্লগার, আপনার প্রতি পুরো সম্মান রেখেই বলেছি, প্রাসঙ্গিক পোস্টটি, শেষের অংশটি আপনার লেখার বাকি অংশ সমর্থন করেনা...করলে এমন কথা বলতাম না...
ভুল বোঝাবুঝি যে হয়েছে সেটি নিয়ে আগেও বলেছি.. আন্দোলনে আপনাকে সাথে পাব বলে আশা করছি...
ভালো থাকবেন....
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
শামীম আরা সনি বলেছেন: আপনাকে বোঝানো হয়ত আমার পক্ষে সম্ভব না।
পোস্টের শেষে আমার বিষয়বস্তু মোটেই বদলায় নাই । অপূর্ণ কে কি রিপ্লাই দিয়েছি দেখে নেন।
আপনিও ভালো থাকবেন
৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: :!>
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
শামীম আরা সনি বলেছেন:
৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: আমার মনে হয় এখানে লেখকের সাথে অপূর্ন আর দিকভ্রান্ত*পথিক এর কোন বিরোধ নাই তারা সকলেই ধর্ষন বিরোধী পোষ্ট এবং সচেতনতা পোষ্ট দিচ্ছেন । বুঝতে পারছিনা আলোচনা টা দির্ঘ হচ্ছে কেন ? সবাইতো আমরা একই পথের পথিক তাই না ?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
শামীম আরা সনি বলেছেন: আমিও তো জানিনা কেন কেউ কেউ যে কি বুঝলো
হমমম
থ্যাংকস।
৫৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ইউনুস খান বলেছেন: সামাজিকভাবে আমাদের জেগে উঠতে হবে এখনি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
শামীম আরা সনি বলেছেন: জি অবশ্যই
৫৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
রাগ ইমন বলেছেন: সবই ঠিক আছে শুধু মানুষ কেন ধর্ষণ করে - এইটা নিয়ে সামান্য বিভ্রান্তি দেখা যাচ্ছে।
বিভিন্ন সময়ে যারা ধর্ষণ নিয়ে গবেষণা করেছেন তাদের কাছ থেকে জানা যায়- ধর্ষণ আসলে যতটা না যৌণতার জন্য , তার চেয়ে অনেক বেশি ব্যাপারটা পাওয়ার এবং কন্ট্রোল এর জন্য।
যারা ধর্ষণ করে তারা সাধারণত সামাজিক ভাবে হীণমণ্যতায় ভোগা এক অস্বাভাবিক পুরুষ বা নারী। (মানসিক শারীরিক ভাবে অসুস্থ , পাগল বা একেবারেই সাধারণের বাইরেদের বাদ দিয়ে বলছি)
এদের জীবনের অন্যান্য ক্ষেত্র গুলাতে তারা হয় ব্যর্থ না হয় সিচুয়েশন পরিবর্তন করতে অক্ষম।
ধর্ষণের মুহুর্তটাতে সে ঐ নারী, শিশু বা পুরুষ ( হ্যাঁ, পুরুষও ধর্ষিত হয় প্রচুর , হতে পারে সেইটা ব্ল্যাক মেইল কিংবা বাই ফোর্স তবে সংখ্যায় নারীর চেয়ে অনেক কম) এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অর্থাৎ তোমার শরীরের উপরে আমার সম্পূর্ণ কন্ট্রোল আছে, তোমার অবস্থা এবং অবস্থানের উপর আমার পূর্ণ কন্ট্রোল আছে, তুমি চাইলেও কিছুই করতে পারবা না - এই ফিলিংসটার জন্য মানুষ ধর্ষণ করে।
কিন্তু স্বাভাবিক মানুষ মাত্রেই জানে , বুঝে যে সে যেই কাজটা করছে এইটা খারাপ। এইটা ঠিক না। এই কারণে তার মনের উপরে একটা তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়। প্রবৃত্তি আর মানুষের স্বাভাবিক সুকুমার বৃত্তি বা বিবেকের ভিতরে তৈরী হয় চরম দ্বন্দ্ব।
ফলে, এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন সে নানা রকম যুক্তি তুলে ধরে এই নোংরা আচরণকে "র্যাশনাল" বা "জাস্টিফাই" করার চেষ্টা করে। (যদিও সে জানে কিন্তু স্বীকার করতে চায় না সত্যকে বরং "ডিনায়ালের" ভিতর দিয়ে মানসিক চাপমুক্ত হতে চায় , ডিনায়াল মানে জেনে - বুঝে সত্য মানতে না চাওয়া বা পারা।)
যেমন-
১। পোশাক ঠিক ছিল না
২। আমাকে মনে মনে চায় কিন্তু মুখে স্বীকার করে না
৩। আমি খারাপ না, ওই খারাপ
৪। আমি কিছু করতে চাই নাই , ঐ প্রোভোক করেছে
৫। আমার তো চাহিদা থাকবেই, ও কেন আমার সামনে এলো
৬। খোদা যেহেতু বাধা দেয় নাই, তাইলে ওর কপালেই লেখা ছিল এমন হবে
যারা কথায় কথায় বোরখার কথা বলেন, তাদেরকে জিজ্ঞেস করি, কুরানের কোন জায়গায় আল্লাহ বলেছেন ,
হে মুমিন, যদি রাস্তায় কোন বেয়াব্রু মহিলা দেখো, তাকে অবশ্যই ধর্ষণ করবে?
অথবা,
এই অবস্থায় করিলেও ইসলাম বলে তোমার কোন শাস্তি হবে না?
সব রকমের প্রভোকেশন থাকার পরেও আল্লাহ কেন জেনার জন্য শাস্তি নির্ধারণ করেছেন মৃত্যু?
খেয়াল করেন, জেনা আপনি করেছেন কি না সেইটা নিয়ে সন্দেহ থাকলে প্রমাণের সাক্ষী সাবুদ নিয়ে কথা আছে কিন্তু জেনা করেছেন প্রমাণ থাকলে আপনার শাস্তি নিয়ে কিন্তু কোন সন্দেহ নাই। শাস্তি আপনাকে পেতেই হবে। ( আমি ভুল জানলে ধরায়ে দিয়েন)
তার মানে কি?
যে কোন অবস্থাতেই ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ । অর্থাৎ নিষিদ্ধ ।
অর্থাৎ,
উস্কানির উপর দোষ চাপানোর কোন সুযোগ নাই। যতই উস্কানি থাকুক, আমাদের নিজেদেরকেই সামলাইতে হবে।
মেয়েদের ঢেকে চলতে বলেছে এইটা সত্য কিন্তু খুলে রাখলে দেখা যাবে, ধরা যাবে, পিষে ফেলা যাবে - এই রকম হল পাস আপনাকে কেউ দেয়নি- না আল্লাহর আইন, না মানুষের আইন।
এইসব যুক্তি দিয়ে যারা অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করে তারা বেজন্মা, শয়তান, মোনাফেক, লম্পট। এদের থেকে সাবধান!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
শামীম আরা সনি বলেছেন: বিভিন্ন সময়ে যারা ধর্ষণ নিয়ে গবেষণা করেছেন তাদের কাছ থেকে জানা যায়- ধর্ষণ আসলে যতটা না যৌণতার জন্য , তার চেয়ে অনেক বেশি ব্যাপারটা পাওয়ার এবং কন্ট্রোল এর জন্য।
আমি এই পয়েন্ট টির সাথেও যেমন একমত তেমন আমি এটাও মনে করি যে আমাদের দেশে ঘটে যাওয়া বেশীরভাগ ধর্ষনের ঘটনাগুলো ঘটায় লো ক্লাস পুরুষরা যারা তৃতীয় শ্রেণীর পেশায় বেশীরভাগ যুক্ত।
আপনি অবশ্যই অবগত আছেন অনেক বিষয়ে , তারপরও একটা উদাহরন দেই বিশিষ্ট বিজনেসম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন ধর্ষন এবং হত্যার ঘটনা টি। অনেক অনেক আগের ঘটনা যখন আমি এটা পেপারে দেখি তখন ধর্ষন কি সেক্স কি কিছুই বুঝতাম না। বেপারটা বুঝেছি অনেক পরে।
আবার দেখুন আমি বা আমার বয়সী যারা মেয়ে ছিলাম আমরা কিন্তু ৪/৫ বছর থেকেই বাইরে খেলতাম, খেলতে খেলতে কোথায় চলে যেতাম আমার বা আমাদের মায়েরা কিন্তু খুব বেশী চিন্তিত থাকতো না সেসময়, কিন্তু একটাসময় পেপারে একের পর এক নিউজ আসতে শুরু করলো যে ৫/৬ এমনকি ৩ বছরের মেয়েও রেপ হচ্ছে! তখন কিন্তু আমার ছোটবোন আমার মত করে বাইরে যাওরার পারমিশন পায়নি।
খারাপ ঘটনা ঘটছে এবং মানুষ এসব খারাপ ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে প্রায়ই বলে কিন্তু আমরা মেয়েরা স্বাধীনতা হারাচ্ছি, আমাদের শৈশব থাকছে না প্রাণবন্ত, ঘরের কোনে পড়ে থাকতে বাধ্য হচ্ছি!
আপনার পয়েন্ট টির স্বপক্ষে একটি উদাহরন দেই, এই উদাহরনটি আমি এর আগেও সামুর কোন একটি পোস্টে দিয়েছি। যাইহোক,
ক্রাইম পেট্রোলে দেখেছিলাম একটি ঘটনা এবং আমি সেটা দেখে শিউরে উঠেছিলাম, পার্লারে কাজ করে এক মেয়ে সাধারনত ছুটি হয় রাত ১০ টায়। মেয়েটি টার ডিউটি শেষে বাসের জন্য অপেক্ষা করছিলো, বাস আসতে দেরী হচ্ছিলো, হঠাৎ একটি প্রাইভেট কার চালিয়ে এগিয়ে আসে অনেক হ্যান্ডসাম একটি ছেলে। দেখে মনে হয় কোন কর্পোরেট কর্মকর্তা। ছেলেটি এসে বলে আপনি কোথায় যাবেন চলুন আপনাকে নামিয়ে দেই , কোথায় যাবেন আপনি, মেয়েটি দু এক বার না বললেও কারে ওঠে এবং মেয়েটি ভাবতেও পারেনা যে কি বিপদ টা তার জন্যে অপেক্ষা করছে! ছেলেটি কিছু দূর গাড়ি চালিয়ে হাই ভলিউমে গান ছেড়ে দেয় এবং অন্য একটি রাস্টায় গাড়িটি নিয়ে যায়, সেখানে একটি জঙ্গলে মেয়েটিকে টেনে, ছেঁচড়িয়ে নিয়ে যায় এবং রেপ করে, এবং মেয়েটির গলা টিপে তাকে মারার চেষ্টা করে, সৌভাগ্যক্রমে মেয়েটি মারা যায় না অজ্ঞান হয় মাত্র। ছেলেটি মেয়েটিকে মৃত ভেবে চলে যায়। বেশখানিক পর মেয়েটির জ্ঞান ফিরে আসে, চরম আপসেট অবস্হায় সে কান্নাকাটি করতে করতে হঠাৎ খুঁজে পায় তার হাতব্যাগটি। এরপর সে ফোন করে তার বন্ধুদের। বন্ধুরা এসে প্রথমত তাকে নিয়ে যায় একজন ডাক্তারের কাছে, এরপর তারা যায় থানায়। কিন্তু মেয়েটি তো ছেলেটির কোন পার্সোনাল ইনফরমেশনই জানে না, কিছুই বলতে পারে না সে।
পুলিশ ঐ জঙ্গল টি পরিদর্শন করে খুঁজে পায় ব্যাঙকের এটিএম কার্ড এবং সে কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে তার ছবি এবং পার্সোনাল ইনফরমেশন কলেক্ট করা হয়, ধর্ষিতা মেয়েটি ছবি দেখে আইডেন্টফাই করে এবং জানায় যে এই ছেলেটিই সেই ছেলে।
পুলিশ যখন ছেলেটির বাড়ীতে পৌছায় তখন দেখে ছেলেটি বিবাহিত এবং তার ওয়াইফ যথষ্ট সুন্দরী একজন মেয়ে এবং সে একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।
যাইহোক, এ ধরনের ঘটনা গুলো আঙুল তুলে প্রমান করে যে এ ধরনের যে ব্যক্তিগুলো রেপ করে তারা মানসিকভাবে অসুস্হ, কোন সন্দেহ নাই!
কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের দেশের যেসব রেপ কেস পেপারে নিয়মিত পড়ে আসছি এক্ষেত্রে অধিকাংশ ধর্ষক দেখা যায় ট্রাক ড্রাইভার, মিস্ত্রি, ইটভাটায় কর্মরত,দারোয়ান এটসেটরা এটসেটরা .. এরা বেশিরভাগই অশিক্ষিত এবনহ নিম্নশ্রেণীর জীবনযাপন করে যারা নর নারীর যৌনজীবনের নন্দনতত্ব নিয়ে ভাবিত নয়। এরা রেপ করে বীর্যপাত করলেই যৌনসুখ পায়।
সবশেষে এটাই বলবো কে কখন কিভাবে রেপিস্ট হয়ে উঠতে পারে এটা বোঝা মুশকিল, পৃথিবীতে অনেক অদ্ভুত ধরনেরই রেপ কেস আছে, অনেক ঘটনা চাইলেও হয়ত আমরা ঠেকাতে পারবো না, কিন্তু কঠোর আইন না থাকলে প্রতিদিন এবং প্রচুর খারাপ ঘটনা ঘটবে।
ভেরী স্পেশালী ওয়ান থিং আইনের প্রয়োগটাও কঠোভাবে হতে হবে
৫৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
রাগ ইমন বলেছেন: ধর্ষণের পাওয়ার ডাইনামিক্স যে নারী কিংবা পুরুষের জেন্ডারের উপর নির্ভরশীল না বরং পাওয়ারের উপর নির্ভরশীল তার প্রমাণ হলো কিছু বছর আগে পাকিস্তানে ধনী পরিবারের কয়েক জন নারী একজন গরীব এবং অসহায় পুরুষকে ধর্ষণ করে মেরে ফেলার জন্য নদীতে ফেলে দেওয়ার ঘটনা।
জেন্ডার ভিন্ন হলেও এখানে ঘটনা একই।
পাওয়ার, কন্ট্রোল ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাগ ইমন আপনার মূল্যবান মতামতের জন্য।
৬০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: কষ্ট করে এক্সপ্লেইন করার জন্য অনেক ধন্যবাদ অপু । এটা হলে আপত্তি থাকার কোনো প্রশ্নই আসে না । ভুল বোঝার জন্য দুঃক্ষিত বলতেই হয় তাহলে । পোস্টে ভালোলাগা জানিয়ে গেলাম । ভালো থাকবেন সবসময় ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
শামীম আরা সনি বলেছেন: আপনিও ওয়েলকাম
দেখুন আবারো আমি কিছু কথা এখানে বলতে চাই।
আমরা যদি নিজেরাই নিজেদের কথার মধ্যে ভুল বুঝি তাহলে সে সুযোগ তো আরেকপক্ষ নিয়ে নিবে তাইনা?
আমি কিন্তু আমার ব্লগীয় জীবনে চাইনা কাউকে এভাবে বলতে যে আপনি কতদিন হলো ব্লগিং করেন? আমিতো ৩ বছরের বেশী পুরানা ব্লগার বা আমার ওমুক পোস্ট দেখেন বা তমুক পোস্ট দেখেন!! কিন্তু আপনি একটা কমেন্ট করলেন এবং দিকভ্রান্ত পথিক যতগুলো কমেন্ট আমাকে করেছে এতে করে যেকোন পোস্টদাতা বিরক্ত হবে। (সরাসরিই বললাম, আমি কোন ভনিতা করে কথা বলতে পছন্দ করিনা)
এতগুলো কমেন্ট করার আগে একজন ব্লগার আসলে কিরকম ব্লগার এটা তার পুরানা পোস্ট বা কমেন্ট গুলো দেখে অনেক ইজিলি জাজ করা যায়। আমার এখানে যারা কমেন্ট করেছেন তারা অনেকেই আমাকে কমেন্টেই জানিয়ে গেছেন যে ভুদাই আমির পোস্টে আমাকে কমেন্ট করতে দেখেছে, আমি আপনারও পোস্ট দেখেছি Click This Link এইটা এবং কমেন্ট ও করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি।
যাইহোক যেহেতু আপনারা আমার পুরানা পোস্ট বা কমেন্টস কোনকিছু জাজ না করে আমাকে একের পর এক প্রশ্ন করেছেন তখন আমি বলতে বাধ্য হয়েছি একরকম যে আমি তো সামুতে নতুন ব্লগার না বা আমার পুরানা পোস্ট বা কমেন্টস খেয়াল করেন!!
যাইহোক আপনি যেহেতু ভূলটা বুঝতে পেরেছেন সেহেতু আশা করছি ভুলবোঝাবুঝির এখানে সমাপ্তি ঘটুক এবং ভুদাই বা শিক কাবাবের মত ব্লগাররা আজেবাজে কথা এবং পোস্ট দিয়ে যেন পার পেয়ে না যায় আমাদের নিজেদের মাঝে এই ভূল বোঝাবুঝির সুযোগ টাকে কাজে লাগিয়ে!!
আপনাদের উদ্যোগ প্রশংসনীয় আপনারা এগিয়ে যান সেই কামনা করি ।
৬১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
যেহেতু সকলের উদ্দেশ্য এক, এখন সকলে মিলে কিছু স্বিদ্ধান্ত নেয়া হোক। যাতে এই অবস্থায় একটা ভালো কিছু করে দেখাতে পারি আমরা । কিছু আলোচনা হবেই , কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আলোচনাটা দ্রুত ফলাফলের দিকে ধাবীত হয়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
শামীম আরা সনি বলেছেন: হমমম।
৬২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপূর্ণ, দিকভ্রান্ত*পথিক ও আপনার মত অনেক ব্লগার দরকার।
রিয়েলি প্রাউড অব অল অব ইউ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ।
৬৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
সিডির দোকান বলেছেন: ( আমি বলেছি বিষয়টি জটিল, তবে আমারও মেইন ফোকাস হলো বাংলাদেশের নিরীহ মেয়েগুলো। )
হা শামীম আরা সনি
আর কতকাল নিজেদের নিরীহ মনে করবেন?
এবার জেগে উঠুন চেতনাবোধ নিয়ে এবার জেগে উঠুন পায়ের জুতা নিয়ে ঐসব অমানুষের বিরুদ্ধে। অমানুষের কোন পরিচয় নেই সে মেয়ে হতে পারে ছেলেও হতে পারে। আপনারা নিজেদের নিরীহ মনে করেন বলেই অমানুষগুলো সুযোগ পায়!
দু:খিত এমন মন্তব্যের জন্য। ভাল থাকুন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
শামীম আরা সনি বলেছেন: আমি পোস্ট লিখেছি আম ব্লগারদের জন্য। আমি নিজেকে নিরীহ ভাবছি কিনা সেটা তো কোথাও বলিনি।
আর আমার যতদূর ধারনা নিরীহ কোন খারাপ শব্দ নয়, কারন নিরীহের বিপরীত হলো হিংস্র!
৬৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
অাল অামীন বলেছেন: নারী সমাজ যতই জাগুক, নারীর প্রতি সহিংসতা কখনো বন্ধ হবে না, যতক্ষন না পুরুষ সমাজ উঠে!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
শামীম আরা সনি বলেছেন: যতক্ষন না পুরুষ সমাজ জেগে না উঠে বলতে চেয়েছেন বোধহয়।
জি সম্পূর্নভাবে একমত।
৬৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "তবে আমাদের দেশের আইন শৃংখলা পরিস্হিতির যে অবস্হা তাতে যেকোন সাবধানতা কে যেকোন মুহূর্তে হার মানিয়ে দেয়" সহমত
এর সাথে জনসংখ্যার চাপ যোগ করতে পারেন যা যেকোনো সিস্টেমকেই ভেংগে ফেলতে পারে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
শামীম আরা সনি বলেছেন: হমম বিশাল একটা জনসংখ্যার চাপ আমাদের জন্য বিশাল হুমকি স্বরুপই বটে
৬৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
শিপু ভাই বলেছেন:
পোস্টের বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত!!!
++++++++++++++++++++
বদলাতে বহে নিজেকেই। নিজের সামাজিক, পারিবারিক, ধর্মিয় শিক্ষাকে জীবনে কাজে লাগিয়ে ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এধরনের অপকর্ম থেকে সবাই মুক্ত থাকবে এটাই কামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই
৬৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টের সাথে সহমত পোষণ করছি ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
৬৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
শিপন মোল্লা বলেছেন: আপু আপনার পোস্টটা খুব মন দিয়ে পড়ছি ভাবছি ধারাবাহিকভাবে নিজের মতামত দিয়ে যাবো।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
শামীম আরা সনি বলেছেন: ঠিক আছে মন দিয়ে পড়ে মতামত জানিয়ে যাবেন
৬৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দুদিন দৌড়ের উপর থাকার কারনে ব্লগে আসিনি, তারপরও বেটার লেট দ্যান নেভার।
তীব্রভাবে সহমত জানালাম সনি আপনার পোস্টের মূল বক্ত্যব্যের ব্যপারে.......
তবে এখানে না বললেই নয়, অনেকেই পোস্টের পুরোটা না পড়েই এই পোস্টে কমেন্ট করেছেন বা পোস্টের মুল সুরটা না ধরতে পেরেই কমেন্ট করেছেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে
মূল সুরটি ধরতে পারার জন্য
৭০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
বইয়ের পোকা বলেছেন: আপনার সাথে একমত পোষণ করছি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ বইয়ের পোকা।
৭১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
নীলঞ্জন বলেছেন: পোস্টের মুল বক্তব্যের সাথে সহমত, সনি।
আশাকরি ভালো আছ।
শুভ কামনা একরাশ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া ভালো আছি।
ধন্যবাদ।
কিন্তু আমার আগের কপিতা পোস্টে কি মন্তব্য রিপ্লাই দিয়েছি দেখেন নাই কেন
৭২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
যাযাব৮৪ বলেছেন: স হ ম ত
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
হায়দার আলী সোহেল বলেছেন: আপনার সাথে সহমত ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকস।
সহমত প্রকাশের পাশাপাশি কিছু মতামত দিলেও ভালো লাগতো
৭৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছবিটা দেখেছেন কিনা জানিনা।
Egypt. Arabic Spring:
She was walking in the street. Met this guy who insults and told her: "cover your face, debauchery "Bitch" ", only that, she took off her shoes and beat him on his face. He deserves more!!
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
শামীম আরা সনি বলেছেন: না আগে দেখিনি!
আপনার কারনে দেখা হলো।
থ্যাংকস
৭৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
জনৈক মাল্টি নিক বলেছেন: আসসালামুআলাইকুম। খালাম্মা কেমন আছেন গো? খালাম্মা কইচি আবার মাইন্ড খাইয়েন না। আপনি অনেক সিনিয়র ব্লগার কিনা।
তয় লিকা ভালু হইচে। কইষা প্লাস।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
শামীম আরা সনি বলেছেন: ওয়ালাইকুম সালাম।
জি ভালো আছি। আপনার খালু ও ভালো আছে।
প্লাস দেন নাই আপনে, মিছা কওন ঠিকনা
৭৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
অবস অনুভূতির দেয়াল বলেছেন: অবলিলায় অনেক জটিল বিষয়কে সহজ ভাবে তুলে ধরার জন্যে বাহবা দিয়ে ছোট করবো না তবে উভয়পক্ষ সমর্থন করে যুক্তি দেয়ার জন্যে ধন্যবাদ কেননা আমরা বাঙ্গালীরা পয়সায় একপিঠ দেখতে অভ্যস্ত একটা পয়সার যে দুটো পিঠ থাকে আমারা অনেক সময় তা ভুলে যাই!
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
শামীম আরা সনি বলেছেন: ঠিক আছে।
তবে উভয়পক্ষ সমর্থন বলতে আপনি কি বুঝেছেন একটু শেয়ার করবেন কি?
৭৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
নিয়েল ( হিমু ) বলেছেন: দিকভ্রান্ত*পথিক @ ভুল বুঝছেন আপনি ।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
শামীম আরা সনি বলেছেন:
৭৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে আপনার বেশির ভাগ লেখার সাথেই আমার মতের মিল খুজে পাই।নিজে আলসেমির কারনে লিখতে না পরলেও অন্যরা লিখছে দেখলে ভালো লাগে।
একজন ব্লগার হিসেবে আপনার এমন দায়িত্ববোধ এবং চিন্তাধারা অন্যদের ও অনুপ্রেনা জোগাবে আশা করি।
শুভকামনা।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
শামীম আরা সনি বলেছেন: আপনার সাথে আমার মতামতের মিল আছে বিষয়টা সত্যি আনন্দদায়ক আমার জন্যে।
আপনার জন্যও আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা জানবেন
৭৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
কান্টি টুটুল বলেছেন:
**** আমার কাছে রেপ করার পিছনে সারাজীবনই চিন্হিত হয়ে আসবে নিম্ন এবং বিকৃত রুচি, এবং অশিক্ষা, কুশিক্ষা এবং হীন পারিবারিক শিক্ষা
===========================================
সবাই লাইন ধরে সহমত জানাইতেছে কমেন্ট করতে ভয় পাইতেছি,যাই হোক এ বিষয়ে আমার ধারণা শেয়ার করি......
ধর্ষক মনোভাবাপন্ন ব্যাক্তি বা সহজ অর্থে অপরাধ মনোভাবাপন্ন মানুষ কম-বেশী সব দেশেই আছে,এখন একই মানের বিকৃত রুচি,এবং অশিক্ষা/কুশিক্ষা সম্পন্ন দশজন ধর্ষক মনোভাবাপন্ন ব্যাক্তিকে যদি দশটি দেশে ছেড়ে দেয়া হয় যেখানে দশ রকম আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান তবে আপনার কথা অনুসারে ঐ দশ জনই দশটি দেশে ধর্ষণের অপরাধে জড়িয়ে যাওয়ার কথা,কিন্তু বাস্তবে এটি কখনই ঘটবে না।
ধর্ষণের সম্ভাবনা ঐসব দেশেই বেশী হবে যেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে খারাপ যা আপনি এড়িয়ে গেছেন বলা যায়,ধর্ষণের ঘটনা এড়ানোর জন্য যেটি পয়লা নম্বর সমাধান হিসেবে ট্রিটমেন্ট পাওয়া উচিত ছিল।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
শামীম আরা সনি বলেছেন: আমার এই পোস্ট টা রেপ ঘটনা গুলোর পর মূলত
*ইউরোপ আমেরিকাতেও রেপ হয়,
*ইউরোপ আমেরিকাতে কঠোর আইন থাকার পরেও রেপ হয়
এবং
* কেউ কেউ কোন দেশে কম কোন দেশে বেশী রেপ হয়
* মেয়েদের ই কাপড়ই রেপের জন্য দায়ী
এসব বিষয়কে কেন্দ্র করে পোস্ট আসার পর একটা প্রতিবাদমূলক পোস্ট বলতে পারেন।
আমি কোনকিছু এড়িয়ে যেতে চাইনা।
আইনের প্রয়োগ এবং সুশাসন না থাকলে যেকোন দেশে যেকোন অপরাধ বেড়ে যাবে এটা তো সবারই জানা। তাই নয় কি?
আমরা অবশ্যই আইনের সুশাসন চাই। পাশাপাশি চাই অর্থনৈতিক এবং শিক্ষার মুক্তি।
যাইহোক বললে অনেক কথাই বলা যায়।
বর্তমানে যারা ধর্ষক হিসেবে চিন্হিত তাদের বিচার হোক, কঠিন শাস্তি হোক।
ভালো থাকুন।
৮০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
আশফাক সুমন বলেছেন: সালাম,
ভাল লিখেছেন.। কিছু বাক্য পড়(ত গিয়ে একটু অস্বস্থি হয়ছে কারন আপনি লি(খছেন খুব সোজাসুজি ভাবে, কোন রাখঢাক নাই ।
মোটামুটিভাবে আপনার সাথে একমত,
ধন্যবাদ। শুভো কামনা আপনার জন্য
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
শামীম আরা সনি বলেছেন: সালাম ।
সোজাসুজি কথা বলাটাই আমার নিজস্ব স্টাইল
ধন্যবাদ সুমন আপনার জন্যও রইল শুভকামনা
৮১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
প্রমিথিয়া নাজ বলেছেন: Click This Link target='_blank' >এবার বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ
Click This Link
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
শামীম আরা সনি বলেছেন: হমম।
৮২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
লক্ষ্মীপেঁচা বলেছেন: ##মনে রাখুন একজন ধর্ষকের কাছে নারী শরীরটাই মূখ্য, সে শরীর কালো না সাদা নাকি আইটেম সং গার্লের মত নদীর মত আঁকাবাঁকা শরীর সেটা মূখ্য বিষয় থাকে না।
বোরকা পরিহিতা হলেও ওটি যে মেয়ে সেটা তো ধর্ষক রা বুঝে!! আপনার সাথে পুরোপুরি সহমত ।
ভালো থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ সো মাচ আপু
আপনিও ভালো থাকবেন..
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ কদিন যাবত ব্লগে এই ধর্ষণ নিয়ে অনেক পোস্ট এসেছে তার মধ্যে আমার কাছে মনে হল আপনার এই পোস্টটি অধিক সচেতন মূলক এবং অধিক যুক্তি সংগত আমি আপনার এই পোস্ট টি আমার প্রিয়তে রাখলাম পড়ে কোথাও রেফারেন্স হিসাবে দেয়া যাবে আর প্রথম ভালো লাগা রেখে গেলাম