![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়রে আলোর যাত্রী দল
নতুন সমাজ গড়তে চল
দিক হারারা পায়না দিশা
শুষ্ক বুকে ছিটাই জল।
অায়রে নতুন যাত্রী দল।
সমাজ জুড়ে মাদক নেশা
কমছে আদর ভালোবাসা
মিথ্যে আধার রাত পেরিয়ে
আলোর অভি, যাত্রী চল।
আয়রে ভাঙ্গি নিদ মহল।
ঘোর তমশা রাত জুড়েছে
কান্ডারী ঐ পথ ভুলেছে
ঘোর সওয়ারী মুয়াজ্জিনের
তাকবীরেরী শব্দ বল।
আয়রে ঈমানদারের দল।
নিত্য এপাপ, কোন অভিশাপ
কোন পাপেরী দন্ড এ শাপ
কাঁদছে হতাশ সান্ত্রী সবাই
কোন পথেরে আসবে ফল
আয় ভরসার সৈন্য দল।
অগ্নিগিরির জ্বলছে শিখা
তবুও পথ যায়না দেখা
আলোর মশাল খুজতে আজি
হেরার আলোই অগ্নিবল্
আয়রে আলোর যাত্রী দল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সোনালী কাব্যকথা বলেছেন: বিজন রয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আশীর্বাদ করবেন।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০
বিজন রয় বলেছেন: সোনালী কাব্যকথা
আপনার নিকটি ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
বিজন রয় বলেছেন: আয়রে আলোর যাত্রী দল
নতুন সমাজ গড়তে চল
দিক হারারা পায়না দিশা
শুষ্ক বুকে ছিটাই জল।
সুন্দর।
ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল। শুভব্লগিং।