| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মাছে ভাতে আমরা ছিলাম বাঙালি,
উনুন ঘরে থাকতো, রঙবাহারী মাছের ডালি
মলা ছিল -:ঢেলা ছিল, ছিল মাছ চেলা,
মাছে ভাতে ছিলাম বাঙালি মেয়েবেলা।
কই ছিল পুকুর ভরা, শিং ছিল ডোবায়
জলে হাঁটলেই মাছেরা - ছুঁয়ে দিত পায়,
ঝাঁক বেঁধে বেড়াতো দারকিনা মাছ
জলে ভরা পুকুরে টেংরা পুটির নাচ।
মাগুর ছিল, আর ছিল টাকি - শোল
মা টাকির পিছনে পোনারা ঘুরতো হয়ে গোল,
জলের উপর কাটতো সাঁতার কানপোনা
ঘাটের পৈঠায় বসে - বেলে মাছের হত স্বপ্ন বোনা।
চান্দা মাছ লুকাতো রোজ কচুরিপানায়
কাটতো সাঁতার পুকুরে জলে মাছেরা আপন ডানায়
ইছা মাছ, পুটি মাছ আহা টুপটাপ শব্দে
খেলতো দিনরাত পুকুরটার মধ্যে।
তেলাপিয়া, আড় মাছ আর ছিল রুই
ঝালেঝুলে মা রানতো সাথে দিত পুঁই,
বাতাসি ছিল বুঝি, ছিল আরও কাতলা,
শীতের সকালে সে মাছের রান্নায় ঝোল হত পাতলা।
মাছগুলো কমে গেল, পুকুরে মাছ নাই
নেই যে ডোবাতেও মাছেদের রোশনাই,
চাষের মাছেতে মজা কী আর মিলে ভাই,
কিনতে গেলে আগুন, বাজারেও শান্তি নাই।
কালের অতলে হারালো রংবাহারি মাছগুলো
ভালোই ছিল, সুখের ছিল বিগত দিনগুলো,
নিয়ামত কমে গেল, পাপ যে বেড়ে গেল
রবের বরকত কমে গিয়ে জীবনও এলোমেলো।
===============================
©কাজী ফাতেমা ছবি
৩০/০১/২৪
২|
৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৭
পথের ধূলো বলেছেন: অসাধারণ। সকল দেশি মাছের নামও বলে দিয়েছেন।
৩|
৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪২
নতুন নকিব বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা। গভীর আক্ষেপগুলোয় বাস্তবতা উঠে এসেছে। ভালো লেগেছে।
আহ! কোথায় হারিয়ে গেল সেই অফুরন্ত মাছ!
খাল বিল নদী নালা সাগর পুকুর,
মাছে মাছে সবই ছিল টইটম্বুর।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩২
শায়মা বলেছেন: বাহ! কত মাছের নাম জানা গেলো!!!