![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন গুলো জ্বালায় বেশী
অনেক বড় মানুষ হতে
প্রিয়ার ছবি মায়াবিনী
গভীরতরো, পৃথিবীতে।
রাষ্ট্র সমাজ ভাবায় বেশী
অধিক অচলায়তন
পরের উপকারেই রবো
শ্বাসটা আছে যতক্ষণ।
নানান রকম লোকের ভীরে
সাধুর দেখা পাই
স্বার্থ রক্ষা হলেই তো আর
তাহার দেখা নাই।
একাই আমার ভাবনা জুড়ে
নিরব সরোবর
ধ্যাণ ভেঙ্গে যায়, বাস্তবতায়
আসি অত:পর।
বিবেক জুড়ে দংশনে আজ
ক্ষত-বিক্ষত
কোন ভাবনায় ঘুরছি পথে
কোন ভাবনায় রত।
জীবন মানে সংগ্রামী সব
নয়ত বিরতি
একটু যদি হাসো তুমি
কি এমন ক্ষতি।
হাসির মাঝেই আড়াল হবে
দু:খ নামের ভেলা
প্রতিষ্ঠিত হলেই কেবল
দিবে ফুলের মালা।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
মো:সাব্বির হোসাইন বলেছেন: অসাধারণ হয়েছে নাঈম ভাই।
নতুন ব্লগে স্বাগতম। শুভকামনা।