![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরেতে বাপ জ্বরেতে বেহুঁশ
পেটের ক্ষুধায় নেইকো হুঁশ
ঝুলে আছে শীর্ণ হাত
কে দেবে তার পেটে ভাত!
তাইতো মেয়ে পাড়ায় যায়
সন্ধ্যা থেকে দাঁড়িয়ে ঠায়
নিলাজ পুরুষ শরীর চায়
ডেকে নেয় ইশারায়।
সময় তখন রাত দুপুর
মেয়েটির পায়ে বাজে নুপূর
দু'চোখেতে জল থৈ থৈ, জল থৈ থৈ
ঝরবে বুঝি টাপুর টুপুর।
শুধু দু'টি ভাতের আশায়
রাত দুপুরে নেচে যায়
পেটে যে তার জ্বলছে ক্ষুধা
কে দেবে হায় অন্ন সুধা!
২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৬
প্রকাশক পপি চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকেও সুফিয়া আপা। আমি আপনার লেখা পড়ব কিভাবে জানাবেন।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৫
সুফিয়া বলেছেন: http://www.somewhereinblog.net/blog/sufia
এই লিঙ্কে গিয়ে আমার লেখা পড়তে পারবেন। তাছাড়া সকল পোস্ট কিংবা নির্বাচিত পোস্টে গিয়ে অনেকের লেখা পড়তে পারবেন। মডারেটর কমিটি আপনাকে সবুজ সংকেত দিলে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে। তখন সবাই আপনার লেখা পড়তে পারবে এবং আপনি অন্যের লেখায় মন্তব্য করতে পারবেন।
ধন্যবাদ পপি আপা। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২২
সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ পপি আপা।
লিখে যান।