![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেকে মেঘলা আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। প্রায় প্রতিদিনই এখানে এরকম বৃষ্টি হয়। কখনও গুড়ি গুড়ি, কখনওবা এর থেকে একটু বেশী। এখানকার বৃষ্টির ধরণটাই এরকম। আমাদের বাংলাদেশের মত ঝমঝম করে একটানা বৃষ্টি হয় না এখানে। আসলে এখানকার কোনোকিছুই আমার প্রিয় জন্মভূমির মত না। তাইতো সারাক্ষণ আমি আমার জনভূমিকে মিস করি। আমি থাকি নিউ ইয়র্কের উডহ্যাভেন ব্লুুভার্ডে। আগে দু'বার এসেছি পরিবারের সাথে সময় কাটাতে, এবারই স্থায়ীভাবে বসবাস। দেশে থাকতে মানুষের বিভিন্ন রকম প্রতারণা, সমাজের দুর্নীতি, বার বার ছিনতাইয়ের শিকার হয়ে ভেবেছি- দেশ ছাড়তে পারলেই বাঁচি। অথচ এখন বার বার সেই নষ্ট দেশ্টার জন্যই মন কাঁদছে। মন কেবলই বলছে, 'ভালো হোক মন্দ হোক সে তো আমার জন্মভূমি'।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩
প্রকাশক পপি চৌধুরী বলেছেন: আসলে আমাদের সকলের মনের ভিতরেই দেশের জন্য ভালোবাসা সুপ্ত অবস্থায় থাকে। কেবল মাত্র দেশ ছেড়ে দূরে গেলেই বোঝা যায় সে ভালোবাসার টান। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
ভ্রমরের ডানা বলেছেন: এর অর্থ। আপনার ভেতরে দেশপ্রেম সত্তাটি জীবিত। ভাল থাকবেন।