![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খরতপ্ত হৃদয়, লু-হাওয়ার দহন
চারিদিকে চৈত্রের হাহাকার
রুক্ষ জমিনে হোঁচট খাওয়া নিরন্তর
তৃষ্ণার্ত কাকের আর্তনাদ
কিংবা নিঃসঙ্গ কোকিলের কুহু নাদ
কোথাও নেই এতটুকু স্বস্তির সুবাতাস
হঠাৎ বেজে ওঠে আগমনী সুর
‘এসো হে বৈশাখ...’
গেয়ে ওঠে ব্যাকুল পুরবাসী
আন্দোলিত হয় রুক্ষ আকাশ
তপ্ত বাতাস, তামাটে প্রকৃতি
কে যেন কানে কানে বলে যায়
ভালবাসি, ভালবাসি, ভালবাসি
এক পশলা স্নিগ্ধ বাতাস যেন
নিয়ে আসে সুখের বারতা
শীতল হয় মরুহৃদয়।
এমনও দিনে বুঝি বলা যায়
‘প্রতিটি দিন হোক বৈশাখের প্রথমো দিন
আজ, কাল, পরশু এবং চিরদিন
ব্যর্থতাটুকু নিয়ে উড়ে যাক শঙ্খচিল
ভালবাসায়, ভাললাগায়
সবার আকাশ হোক নীল।’
২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫
প্রকাশক পপি চৌধুরী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।
৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪
সুফিয়া বলেছেন: ভাল লেগেছে পপি আপা।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছো। শুরুর দিকের উপমা আর শেষের দিকের প্রেমময়তায় মুগ্ধতা।