![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি বই। একটির নাম -'৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন', প্রকাশ করেছে প্লাটফর্ম প্রকাশনী। অন্য বইটির নাম 'গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২', প্রকাশ করেছে বিভাস প্রকাশনী। দুটি বই-ই আমার লেখা।
সদ্য শেষ হওয়া অমর একুশের বইমেলার প্রথমদিন বের হয় '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। আর 'গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২' প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালের ১০ জানুয়ারি, ও বছরের একুশের বইমেলাকে সামনে রেখে।
দুটি বইয়ের জন্যই অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সমালোচনা, তিক্ত কথার মুখোমুখি হয়েছি। শুভেচ্ছার ঘ্রাণ, সমালোচনার টাটকা সুগন্ধ যেন এখনো ছড়াচ্ছে। হ্যাঁ, এটাও সত্য, ক্ষুদ্র এ সংবাদজীবীর লেখা বই দুটি অনেকের এখনো পড়া হয়নি। কিন্তু এটা কি হতে দেয়া যায়! 'কেউ পড়বেন, কেউ পড়বেন না, তা হবে না, তা হবে না'! দেশে সমাজতন্ত্র নেই, তাকে কী! আমার বই দুটির বেলায় সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক! সামান্য কলমকর্মী হিসেবে এ প্রত্যাশা করতেই তো পারি! বই দুটি রকমারি.কম'র মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করতে চাইলে ফোন করতে হবে এ নম্বরে- ০১৫১৯ ৫২১৯৭১।
হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক
তেজগাঁও, ঢাকা।
©somewhere in net ltd.