![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটি দৈনিক পত্রিকা আসছে! নাম- 'দৈনিক মেরুদণ্ডহীন'।
যাঁদের শক্তি আছে, মমত্ব নেই
পেশি-মাথা আছে, মগজ নেই;
ওষ্ঠ নেই, মালিকের ওষ্ঠা (বিশেষ লাথি) খেয়েও কিলবিলিয়ে হাসবার দাঁত আছে;...
চাপা আছে, চিন্তা নেই
দাপট আছে, কৃতিত্ব নেই;
যাঁরা 'দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেন',
'ঘটনা চলাকালীন সময়ের' বর্ণনা দিতে পারেন;
কিন্ডারগার্টেন আর ইউনিভার্সিটির শিক্ষার মধ্যে যাঁরা কোনো পার্থক্য দেখেন না;
যাঁদের ভেতরে কোনো গান-কবিতা নেই;
প্রতিবাদ নেই, কলকাতার সোনাগাছি কিংবা ময়মনসিংহের গাঙ্গিনার পাড়ের পরীক্ষিত দালালের মতো
মালিকের 'আনুগত্য' দেখানোর শক্তি আছে যাঁদের;
সাংবাদিকতায় যাঁদের সামান্য অর্জন নেই, অথচ গর্জন করতে পারেন,
যাঁদের 'আদর্শ' আছে, মূল্যবোধ নেই;
মন্ত্র আছে, বাণী নেই;
অতীত নেই, বর্তমান নেই;
মূত্র শব্দটিকে 'সূত্র' হিসেবে চালিয়ে দেয়ার মতো নিলর্জ্জ যাঁরা,
হিসাব আর হিসেব'র মতো শব্দগুলোর অর্থ গুলিয়ে ফেলেন যাঁরা,
যাঁরা নিরপেক্ষ, যখন যাঁহার, ঠিক তখন তাঁহার;
যাঁদের ধর্ম আছে, ধর্মমুক্ত রাজনীতি নেই;
তাঁরাই প্রকাশিতব্য পত্রিকাটির কাছে আকাঙ্খিত প্রতিভাবান সাংবাদিক, সম্পাদক!
হা.শা.
ভালোবাসা সড়ক
তেজগাঁও, ঢাকা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বাস্তবতার চমৎকার রূপায়ন।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
বাগসবানি বলেছেন: যেগুলো অলরেডি আছে, ঐগুলার উন্নত মানের(!) শব্দচয়ন আর কার্বণকপির আশির্বাদে বাঙালী জাতি অনেক আরামে আছে ...
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২
শাহ আজিজ বলেছেন: বাহ!!! ক্যানভাসার ফেইল । কোনখানে দাঁড়াইয়া স্পিচ দিবেন ? ফার্মগেট না গুলিস্তান??