নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার মন্তব

কাল্পনিক হিমু

আমি কেউ না। I am nobody.

কাল্পনিক হিমু › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

প্রিয় আব্বু,
কোথায় আছো তুমি?কেমন আছো??
আমাকে ছেড়ে,আম্মুকে ছেড়ে,তোমার কলিজার টুকরো,তোমার ছোট্ট বুড়ি মা টা কে ছেড়ে খুব ভাল আছো বুঝি??
জানো আব্বু,আমি সত্যি সত্যি তোমার ইচ্ছে পূরণ এর জন্য টেক্সটাইল এ ডিপ্লোমা পড়াশুনা করছি ,তুমি না বলতে আমার বড় ছেলে আমাকে ইনসুলিন দিলে আমি টেরই পাই না,তুমি না সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলতে,এটা আমার আশাহীন লন্ডন করা ছেলে।।আব্বু দোয়া করো আমি যেন সত্যি সত্যি নামের শেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লাগাতে পারি। আব্বু তোমাকে কত দিন দেখি না,মাঝে মাঝে স্বপ্নে আসো,তাও তো চলে যাও।
কত অভাগী তোমারর ছেলে,আজ চারটা বছর আমি তোমার কবরটাও দেখি না।কেমনে দেখব বলো,তোমার ছেলেকে যে কবরস্থানে যেতে বারণ করেছে ।আমি চাই না আমার আবেগে তুমি কষ্ট পাও।। আব্বু তুমি জানো,আপু কত ভাল রেজাল্ট করছিল?? তোমার বন্ধু তো নাকি,আপুকে জড়িয়ে ধরে অনেক্ষন হু হু করে কেদেছিল।আজো তোমার ছাত্ররা বাসায় এসে তোমার জন্য কত মন খারাপ করে।
জানো আব্বু,ছোট ভাইয়াটার দিকে তাকিয়ে মাঝে মাঝে আমি চমকে উঠি,ও যতো বড় হচ্ছে,ঠিক যেন তোমার চেহারা আরো বেশি করে ওর ভেতর ফুটে উঠছে।
তোমার বুড়ি ছোট মামনিটা তো বলেই দিয়েছে,আমি আমার আব্বুর মত বড় শিক্ষক হবো.....আর বাপের বাড়ি ছেড়ে কোথাও যাব না,দরকার পড়লে বিয়েই করব না।কি যে জেদি হয়েছে তোমার ছোট মেয়ে। জানো আব্বু,আজ কাল আম্মু খুব অসুস্থ থাকে,কেনই থাকবে না বলো,তোমার কথা,আমাদের ভবিষ্যৎ এর কথা,সব তো তাকেই ভাবতে হয়।
বেচারী আম্মুটা আমার কত,রাত যে না ঘুমিয়ে কাটিয়ে দেয়।
ও আরেকটা কথা,হাসবা না কিন্তু,আম্মু না আজো মশাড়ি না টাঙ্গিয়ে প্রতি রাতে ঘুমিয়ে যায়,আগে তো তুমি ছিলে,কিন্তু এখন আমরা চার ভাই বোনই আম্মুর মশাড়িটা টাঙ্গিয়ে দেই।মজা না বলো???
আব্বু এই চিঠি পড়ে তুমি কিন্তু কাদবা না,এই দেখো আমিও কাদছি না....তোমার সেই শেষ হাসি মাখা মুখটা মনে পড়লে যে,সব কান্না চলে যায়.....যে খানেই থাকো,খুব ভাল থেকো আব্বু,খুব ভাল..
রব্বির হামহুমা,
কামা...রব্বা ইয়ানী ছগিরাহ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.