| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ প্রাণে লেখা বিজয়ের
সেই সোনালি অক্ষর,
দিকে দিকে শুনি জয়ধ্বনি বাংলাদেশের নামে, এই
স্বাধীনতা কেনা রক্তের দামে;
হৃদয়ে হৃদয়ে বাজে মুক্তির শত গান, ডিসেম্বরে
পেয়েছি আমরা বিজয়ীর সম্মান;
মার্চের সেই অমর কবিতা মুক্তির সংগ্রাম, ঘরে ঘরে গড়েছে দুর্গ,
মুক্তিযুদ্ধে লিখেছি আমরা নাম,
অশ্রুভেজা ডিসেম্বর বিজয়ের মাস, বিশ্বজুড়ে বাঙালির
সেই গর্বের ইতিহাস।
কবি মহাদেব সাহা।
২|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৩
কলাবাগান১ বলেছেন: পুরানো শকুন (রাজাকার রা) খামছে ধরেছে জাতির পতাকা
৩|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪০
কলাবাগান১ বলেছেন: মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুছে ফেলা হয়েছে স্মৃতিফলক
১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে স্মৃতিফলক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এখন স্মৃতিফলকটি শুধুই একটা সাদা বোর্ড। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘুরে এসে সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আবু সালেহ রনি ডয়চে ভেলেকে বলেন, “নানাভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার চেষ্টা হচ্ছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে স্মৃতিফলকটি ছিল, গত বছর সেটা ঢেকে রাখা হয়েছিল। এবার সেখানে থাকা লেখা মুছে ফেলা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরে মিরপুরের এখানেই হত্যা করে রেখে যাওয়া হয়েছিল এই দেশের সবচেয়ে আলোকিত সন্তানদের রক্ত, যন্ত্রণা আর ইতিহাস। স্বাধীনতার পর স্মৃতিসৌধের ফলক, যেটি ১৯৭২ সালের ২২ ডিসেম্বর উদ্বোধন করেছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই স্মৃতিফলকে এটাই লেখা ছিল। এখন সেখানে শুধুই সাদা বোর্ড। এটা শুধু অবহেলা, নাকি পরিকল্পিত? বঙ্গবন্ধুকে, ইতিহাসকে এবং হাজার বছরের আত্মত্যাগকে ঢাকা কতটা সহজ! বাংলাদেশ কি সত্যিই স্বাধীন?” ডয়েচ ভেল
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেই গর্বের ইতিহাস।
...............................................
যেন সততার সাথে জাতি স্মরণ করে
এটাই প্রার্থনা !