| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বায়না করার রাজ্যটা আমার কখনোই ছিলো না... যেটুকু দিতো বড় মামা তাতেই সাতরাজার ধন পাওয়ার মতো খুশি হয়ে যেতাম... বাবা কে হারিয়েছি সে অনেক ছোট বেলায়...
বাবার কাছে কোনো এক ঈদে একজোড়া জুতার বায়না করছিলাম, বাবা গ্রামের মার্কেটে নিয়ে গেলো, বাবার বাজেটের সাথে পছন্দের জুতা আমার পছন্দ হয় না, শোরুমে একজোড়া জুতার দিকে আমার নজর পড়ে, বাবাকে সরাসরি বলতে পারিনি কালো সাহেবী জুতা জোড়া আমার পছন্দ হয়েছিলো খুব, বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝাতে চেষ্টা করেছি, বাবা বুঝেনি হয়তো বুঝেও না বুঝার মতো ছিলো... সে বছর ঈদে আমি পুরোনো জুতা পড়ে বন্ধুদের নিয়ে ঘুরেছি... খুব কষ্ট পেয়েছি...
বাজেটের বাইরে পছন্দের জুতা দিতে না পেরে বাবা যে সেদিন কতোটা কষ্ট পেয়েছিলো এখন বুঝি...
আমার ছোট বোন, ভাগ্নে কে যখন বলি কি লাগবে তখন তারা একটা জামা, এক জোড়া জুতা বলেই শেষ আমার তৃপ্তি মেটে না...
বারবার জিঙ্গাসা করি, এটা কি আছে? ঐ টা কি আছে? আরে বল কি কি লাগবে তোদের...
কতো দামি মার্কেট কিংবা কতো দামি তাদের চাহিদা দেখি না... প্রতিটা জিনিস দেখে দেখে কিনি... ব্যাগ গুছানোর আগে আবার জিঙ্গাসা করি কিরে কিছু বাদ পড়েছে নাকি... আর কিছু কি লাগবে...
তারা সন্মতি দে না ভাইয়া সব হয়েছে...
সত্যি শান্তি লাগে, যা কখনো পায়নি নিজের জন্য শার্ট প্যান্ট জুতা কিনে...
এখন দেশের সর্ব বৃহত্ত দামি মার্কেট তেকে দামি জুতা কেনা কোনো ব্যাপার না, কিন্তু যখনই কিনতে যাই, নিজের পায়ের দিকে নজর পড়ে মাঝারি দামে কেনা জুতায় দিব্য চলতেছে আরো কিছুদিন পড়েই না হয় কেনা যাবে...
তার বাছানো টাককায় ছোট বোনকে বোরকা কিংবা আম্মুকে এক্সট্রা চাদর কিংবা ভাগ্নের জন্য রোবটের গাড়ি নিয়ে যায়....
এটা তৃপ্তিদায়ক অনেক, মনটা খুশিতে ফুরফুরা হয়ে যায়...
বাসার সবার কেনা কাটা শেষ হলে বেচে যাওয়া উদ্বৃত টাকা দিয়ে কিছু টির্শাট ছোটদের জামা কিনে রাখি.. যখন গ্রামে ছোট বেলায় ঈদ আসতো শহর তেকে বড় ভাই আপুরা এলে আশা করতামম মিনিমাম বুঝি একটা খেলনার জিনিস আনবে আমাদের দিবে... হতাশ হতাম...
আমি সেই হতাশার চাদরে বাড়ির ছোট ভাগ্নে, ভাতিজা, ভাইদের পড়তে দিই না... যতোজনের সম্ভব হয় নিয়ে যায়... যখন গাড়ি থেকে নামি ছোট ছোট ভাই ভাতিজারা সবাই দৌড়ে আসে কে কার আগে ব্যাগ ধরবে সে প্রতিযোগিতা চলে... বাসায় বসার পর ঘিরে ধরে, ব্যাগটা আস্তে আস্তে খোলে তাদের হাতে সেই অল্পদামে কেনা জামাটা যখন তুলে দিয়,এক দৌড়ে তারা বাসায় যায়, তাদের মা বাবাকে ডেকে ডেকে বারবার বলতে তাকে চাচ্চু ঢাকা তেকে এনেছে...
তার মা বাবারা আসে আমাকে দেখতে আদুরে বকুনি দেয় কি দরকার এতো কষ্ট করে এতদুর তেকে এসব আনার তাদের তো জামা আছে...
তুই বদলাবি না কখনো, প্রত্যেক ঈদে বাড়ি আসসলেই তোরর সবার জন্য জামা খেলনা আননতে হয়..?
আমি হাসি, ভালো লাগগে শুননতে... অনেক ভালো লাগগে... তাদের পাগল এই ছোটটা যে বড় হয়ে গেছে তারা জানে না...
তার কাছে ছোটরা এখন করে যায় কতোশত বায়না...
শুনতে এককটুও কষ্ট হয় না ভালো লাগে, সত্যই অনেক ভালো লাগগে...
©somewhere in net ltd.