![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/anup.rupoq
কয়খান কেশ্চেনের উদয় হইছিলো আমার হৃদয় মোবারকে-----
১।আম্লীগ আর বিনপি'র রাজনৈতিক মতাদরশের কথা বহুত হুনছি(জানি আপ্নেরাও এই দুইডার যে কোন এক্টার লগে আছেন নেচারালি),জিনিস দুইখান কি ?ডিটেইলে জানতে চাই-ক্যাম্নে কি!!
২।গণতন্ত্র সমুন্নত রাখুন ----কইয়া কইয়া মুখে ফ্যানা তুইলা ফালাইতাসেন নেতারা !!!! মুখে ফ্যানা তোলা এই গণতন্ত্র চিজডা কি???
৩।৭১ এ অখন্ড পাকিস্তান চাওয়া আর বাংলাদেশ না চাওয়া'র মধ্যে বেসিক কোন তফাত কি আছে?-(প্রসঙ্গ গো আ'র পোলার বয়ান-----(অর বাপে অখন্ড পাকিস্তানের পক্ষে আছিলো,বাংলাদেশের বিরুদ্ধে না)!!!!!
৪।ইসলাম কোন জায়গায় কইসে মাইয়াগোরে ক্লাশ ৪/৫ পরযন্ত পড়াইতে হইবো,এর বেশি না-----প্রসঙ্গঃ যৌন রোগ বিশেষজ্ঞ ষফি'র বয়ান(কেলাস ফোর ফাইভ পরযন্ত লেখাপড়া করান যাতে স্বামীর টেকা পয়সা হিসাব করতে পারে)
৫।রমযান মাস বাদে অন্য সময় হরতাল কি ইসলামিক?---প্রসঙ্গঃইসলামিক চিন্তাবিদ্গনের মহান উপলব্ধি(রোযা'র মাসে হরতাল অনৈসলামিক----সূত্র-প্রথম আলো,গত তিন চাইরদিনের পেপার হাতাইলেই পাইবেন)
৬।দ্যাশে কিছু হইলে কিংবা কিছু না হইলেও দেখি সুশীল সমাজ নামক একখান সমাজ কিছু না কিছু কয়---সুশীল সমাজ আসলে কোন সমাজ??কি করলে ঐ সমাজে যাওন যায়??(অবগতিকরণঃপারলে আইজ সহ গত কয়দিনের পেপার একটু দেইখেন,আমার কওনের অপেক্ষায় আপ্নেরা নাই -জানি------------দেখছেন, কত কথা কয়!!!!!)
৭।রায় লইয়া তো খুব ফাল পারতাসি,পারতাসেন,পারতাসে,পারবে অথবা পারবেন----------আপ্নে কি সিওর যে এই রায়গুলি কারযকর হইবো!!!!!
৮।--------------------------------------------------এবং প্রকারের নানা কেশ্চেন----(বুঝি,আপ্নেগোরও ইরাম অনেক কেশ্চেন আছে--------এই আট নম্বরি কেশ্চেন এর অপশন টা তাই আপ্নেগো লাইগা ফাঁকা----বিলকুল ফিরি -মুফতে যা পারেন জিগান)--------পুনরায় অবগতিকরণ : যতই জিগান,উত্তর পাওনের আশা না কইরা জিগাইয়েন----আর নিজ দায়িত্বে জিগাইয়েন।--হে হে---
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭
১৯৭১স্বাধীনতা বলেছেন: হ,ভ্যালিড কেশ্চেন---------তয় উত্তর দ্যায় না কেউ-----আফসুস
২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২
বাতায়ন এ আমরা কজন বলেছেন:
গণতন্ত্র হলো সেই অধিকার যার বলে আপনি আপনার এই সকল মহামূল্যবান প্রশ্নগুলো করতে পারলেন এবং যাদেরকে এ প্রশ্নগুলো করা হলো তারাও তাদের গণতান্ত্রিক অধিকারের কারনে আপনার প্রশ্নগুলোর উত্তর না দিয়েই দিব্যি পাশ কাটিয়ে যাবে।
এটাই গনতন্ত্র- যার মনে যা চাবে সে তাই করবে (আমাদের দেশের গণতন্ত্রের মানে )।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
বাতায়ন এ আমরা কজন বলেছেন:
ওহ সরি, পোস্টে প্লাস...............
সময়ের হিসাবে অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নগুলো,
কিন্তু এদেশে এসব প্রশ্নের উত্তর মনে হয় কখনই পাওয়া যাবেনা।
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
১৯৭১স্বাধীনতা বলেছেন: উত্তর নাহয় নাই পাইলাম-------কেউ কেউ তো নিজের মনে হইলেও আম্লীগ বিনপি আর এই গণতন্ত্রের খুঁতগুলান রে প্রশ্ন করবো-----আমরা তো মনে লয় প্রশ্ন করাও ভুইলা গেসি---------
পেলাসের লাইগা ধইন্নাপাতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২
নিয়েল হিমু বলেছেন: পুরাই ইস্পিকার মার্কা কুশ্চেন । তবে ভেলিড কুশ্চেন । অবগতিকরণঃ পোষ ভাল পাইছি