![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/anup.rupoq
১
হাতে হারিকেন পিছনে বাঁশ
সামনে কম্পিউটার
মাথায় ব্যথা পুড়ছি ক্যাঁথা
সামনে যা পাই তার
পায়ের জুতো গালে ওঠে
ফুটপাথ নেই বলে
মাথায় ফুটো সবই ঝুটো
বুদ্ধি পড়ছে গলে
এখুনি সময় ঘুরে দাঁড়াবার
ঘুরে দাঁড়ালেই দেয়াল
পকেটে রুমাল যাচ্ছে বনে
হিং টিং ছট বেড়াল
বেড়াল ভায়া বাঘ হয়ে যাও
রুমাল খুঁজবোনা
বেড়াল পোষার সাধ্যি আছে
বাঘ পুষবোনা
বাঘের আমি বাঘের তুমি
এবং আছেন বাঘের মাসি
কদম বনে সযতনে
কেষ্টদা বাজান না বাঁশি
রাধারা এখন আদা নুন খেয়ে
খুব ফিটফাট খেলছে হা ডু ডু
ভৌতিক জ্বর বুক থরথর
রাম প্রাক্টিস করছে ভুডু
রাবণের হাতে বক্সিং গ্লাভস
কোচ হয়েছেন টাইসন
ঘুষোঘুষি করে জিততে পারলে
ঘি জিতবেন তিনমন
তিন মন ঘি আর কত কি
ঢালতে পারলে রাধা নাচবে
হাডুডু খেলায় জিতে গেলেই
কদম বনে বাঁশি বাজবে
কদম বনে বাজলে বাঁশি
মাঠে গড়াবে ফুটবল
মরিনহো এসে কেষ্টকে বলে
চল ভায়া মোর সাথে চল
রবীন্দ্রনাথ মুচকি হাসেন
বল দাও মোরে-গোল দিই
রাধা আর সীতা চিয়ারলিডার
চল মাঠে যাই জলদি।
২
তোমার পোষা বেড়াল যদি গোসা করে
খেয়ে ফেলে জাল দেয়া দুধ
তুমি কি আর রাগ করবে?
তোমার বেড়ালটারই তো পেট ভরবে-
পোষা তোমার কুকুর যদি হাড্ডি ভেবে
খেয়েই ফেলে শখে কেনা থ্রি জি মডেম-
তুমি কি আর গাল দেবে?
কুকুর দিয়েই তখন নাহয় নেট চালাবে
অঙ্ক খাতায় কাব্যি করে একশ পেলে
সবাই তোমায় বলতে পারে ভাল ছেলে
তের'র ঘরের নামতাটাও কবিতা হয়-
বলেই দেখো-দেবে তোমার দুচোখ গেলে
কেষ্ট পেতে কষ্ট হলে বল চলে যায়
গোলকিপারের দুহাত গলে-
কেষ্ট ব্যাটা নাম বদলে হলো পেলে
যোগ দিল সে নেইমার আর মেসির দলে
কুকুর ছানার জন্যে তুমি খুলতে পারো
ফেসবুক আর ইয়াহু মেইল অথবা ব্লগ
ছানা পোনা বড় হয়ে ধেড়ে হলে
করতেই পারে অ্যাকাউন্ট থেকে তোমাকে ব্লক।
বিষ্টি দেখে খুশিতে দাও দু-তিনটে লাফ
ঝপাং করে পড়লে পরে ম্যানহোলে
তোমার ফ্যাশন দেখে সবাই তাজ্জব হয়-
বুঝে ফেলেছে,ফ্যাশন এখন এটাই চলে
পাশের বাড়ির মেয়েকে দেখে ভাবতে পারো
কি চমৎকার-এ যে দেখছি ক্যাট্রিনা
মেপে জুপে দেখার ইচ্ছে হতেই পারে
ভুলে যেওনা-তুমি কিন্তু দরজি না।
হাত বাড়িয়ে চাঁদ না পেয়ে বামন পেলে
নিজকে তুমি ভাবতে পার নীল আরমস্ট্রং
বামন কিন্তু আপন মনে ভেবে নিলো-
কাম পারেনা,বেকুব হালায়,খালি ভংচং।
৩
গণিত বোঝো?
তুমি যোগ আমি হলে উত্তর কি হয়?
পারলে না বলতে?
উত্তর বোধহয় দক্ষিন হয়।
ও,তুমি বোঝো না ভূগোল?
রুই,কাতলা বোঝো?
শিঙ্গি মাছের ঝোল?
লাগে কি পাঁচফোড়ণ,জানো?
জানোনা?কি জানো তবে?
সাহিত্য?
কি বললে হুমায়ূন?
নাকি গুণ?
ভীষণ দূরবোধ্য-
তা হবে,দূর থেকে যায় বোঝা-
সে কি অতই সোজা?
ফ্যাশন বোঝো?ফ্যাশন?
শুধুই বিলাস-ব্যসন-
আরে নাহ,ফ্যাশন মানে চলা ফেরায় আর্ট,
বেক্সিমকো থেকে ওয়ালমার্ট।
যাক গে,বোঝোনা তুমি
বুঝাবোনা
তোমার মাথায় হাত বুলিয়ে
আখের গুছাবোনা-
তার চেয়ে বরং ----
ভীষণ গরম,
হ্যাঁ-----hot.
কোরনা ছটফট
কথাই বলি,কথা।
অযথা?তা হবে।
খেলা দেখ?রিয়াল,বারসা?
কবে?ক্যাসিয়াস খুব ফরসা--
রোনালদো...কি সুইট!
উফ গড,আই কুইট...I QUIT.
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৬
১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ-পরিধানযোগ্য হয়েছে বলছেন!---হা হা হা
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ। মজা পেলুম। কবি সুন্দর লিখেছেণ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৭
১৯৭১স্বাধীনতা বলেছেন: মজা দিতে পেরে আনন্দিত----"কবি" বললেন?আমি কবি হমুনা--
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: কুপাকুপি ছড়াংবিতা। বহুৎ মজা পাইলাম।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: মজা পাইলাম
৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আমিনুর রহমান বলেছেন:
বেশ ছন্দময়। চমৎকার কবিতাগুলো +++
৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
বেলা শেষে বলেছেন: All the poets slowly drying ......why Brothers!
write more........
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
বৃতি বলেছেন: চমৎকার হয়েছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার তো! পরে আরাম পেলাম +