নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২৬ দগ্ধের বেশিরভাগই শিক্ষার্থী

২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৪


রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। বেশিরভাগই শিক্ষার্থী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: জনপদ থেকে বিমান ওড়া ল্যান্ড করা নিষিদ্ধ করা হোক । ঢাকার বাইরে প্রচুর খালি জায়গা আছে ।

২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওদের কি কমনসেন্সটুকুও নেই? কেন জনবহুল এলাকায়ই উড়াতে হবে?

২| ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুবই ভয়াবহ অবস্থা। ইউটিউব-এ ভিডিও দেখলাম । বাচ্চারা পুড়ে গেছে, অনেক বাচ্চা মারা গেছে।

২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে।

৩| ২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

ঢাবিয়ান বলেছেন: মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ীর ক্যম্পাসে এই ঘটনা ঘটেছে। উত্তরার দিয়াবাড়ি অনেক আগেই শুনেছিলাম ফ্লাইন জোন। এখন সেই ফ্লাইং জোনে কিভাবে স্কুল , আবাসিক এলাকা গড়তে দেয়া হয় ? দোষটা রাজউকের উপরেই মেইনলি বর্তায়। লীগ আমলে যে যার ইচ্ছামত দুর্নীতি করেছে। এর কুফল কত বছর যে ভোগ করতে হবে , কে জানে!

২১ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সরকার থেকে নাকি না করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ পোলাপান দিয়ে প্রোটেস্ট করিয়েছে। এই ভিডিওটা সামনে এলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.