![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বাংলায় উড়ছে লাল সবুজের পতাকা !
এইযে রক্ত ঝড়া মাসটা !
৭ই মার্চে মুজিবের ভাষন !
আর থাকবে না এ দেশে পাক শাসন ।
বঙ্গ নেতা যাই করেছে তাই হয়েছে !
যা সারা বাংলার মানুষ চেয়েছে !
এ দেশে বিজয় এনেছে !
এ দেশ স্বাধীন করেছে ।
এ মাসেই লাগিয়ে টাক !
বঙ্গ নেতা মুজিব দিয়েছিলেন স্বাধীনতার ডাক !
সেই ডাকে নেমে আসলো মানুষের ঝাক !
রাজ পথে লাগলো লক্ষ্য লক্ষ্য মায়ের সন্তানের রক্তের দাগ।
এখনো আছে তার আঁচ
এই সে মাস চির স্বরনীয় মার্চ ।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩২
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা ।
২| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগা রইলো
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩২
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ নগর সংবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৩৮
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন ভাবে লেখেছেন কবিতাটি । পড়ে ভালো লাগলো ।