![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও বন্ধু সে দেখতে কালো
তবুও জানি তার মনটি ভালো ।
কালো মানুষ হয়নারে কালো
কালোর ভেতর হয় ভালো ।
কালোর ভেতরে হয় সাদা
অনেকে বলে এমন কথা ।
দুষ্ট লোকের মিষ্টি আচঁরন
নাই তাতে কোন সন্ধেহ বিচরন ।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৩
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ নগর সংবাদ ভাই ।
২| ২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৩৮
জাফরুল মবীন বলেছেন: দুষ্ট লোকের মিষ্টি আচরণ
নাই তাতে কোন সন্দেহ বিচরণ। - সুন্দর কথা।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৪
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০৩
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন লেখেছেন ভাই কবিতা ।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৫
***মহারাজ*** বলেছেন: আপনেও দারুন লেখেন । ধন্যবাদ ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৭
মিন্টুর নগর সংবাদ বলেছেন: কালোর ভেতরে হয় সাদা
অনেকে বলে এমন কথা ।
দুষ্ট লোকের মিষ্টি আচঁরন
নাই তাতে কোন সন্ধেহ বিচরন ।
কবিতায় এই চারটি লাইন ভালো লাগলো ।