![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে পাগলা মন,
একবার ভেবে দেখ এখন,
তোরে কত কইছিললাম তখন,
যার তরে আইলি ভবে তারে কর স্বরণ,
এই কাল থাকবেনা তোর,
আজ না হইলেও কাইল হইবোরে মরণ !
মণটারে নিচের দিকে না রেখে ওপরের দিকে রাখ,
মণে মণে শুধু খোদারে ডাক !
যখন তুই ছিলি যৌবণের ককিল,
তখন ণা শুনে তুই থকিল!
নিজ হাতে এঁকেছিলি যৌবণের কাক,
তাই তোর এই কাল দাগ !
যৌবন থাকিতে যৌবনের মর্ম বুঝলি না মন যখণ,
তোর দেহে অসিম শক্তি ছিল তখন !
তোর ধ্যণ ধারনার ছিল সঠিক মত,
তখনই ছিল তোর সঠিক সময়,, ধরিছ নি সঠিক পথ !
শক্তির সব ফুড়িয়ে,,
মিছে মায়ায় সব মুড়িয়ে !
কথা একটি কইলে আরেক কথায় দিছর গুরিয়ে !
সত্য কথা কইলে কেউ সব দিছর উড়িয়ে !
তবে বুঝে কি আর করবি মন ।
বুঝ মজা পাপ করেছিছ যখন !
দেখবি এবার পাপের মজা কত এখন ।
ভাবতেও কাতরিয়ে ওঠে মন,
কতই না ভুল পথে চালিয়েছি গাড়ি তখন ।
হাজার কাঁদলেও
সে সময় ফিরে পাবো না এখন ।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৪
***মহারাজ*** বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্য দানে আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।ভাল থাকবেন শুভ রাত্রী ।
২| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৩
বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারন ভাবময় কবিতা । শুভকামনা থাকলো ।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৬
***মহারাজ*** বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্যও শুভ কামনা থাকলো ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৭
জাফরুল মবীন বলেছেন: ভাবকাব্যের মর্মকথা হৃদয় ছুঁয়ে গেল।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।