![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় বাংলাদেশ তুমি কল্যানী
আমার প্রিয় বাংলাদেশ তুমি ধারাবাহী ।
আমার প্রিয় বাংলাদেশ তুমি গড়েছো আত্মীয় পল্লী
তোমার গায়ে নাইগো শেষ মায়ার জালি ।
আমার প্রিয় বাংলাদেশ তুমি তোমার আকাশে নীল
তুমি সাত রংঙ্গে সাঝিয়েছো মনের আকাশে অনাবিল ।
তোমার বুকে ফাগুনে আছে আমের মলি
বৈশাখ জৈষ্ঠ এলে তার ঘ্রানে সবই ভুলি ।
তুমি শ্রুতি তারি অন্তলীন বাণী
এক পরশে কেড়ে নেও তোমার মায়ায় হৃদয় খানি ।
বহু মিশ্র্র প্রানের এ সংসারে
দিয়েছো বিলিয়ে নিজেকে এ জগৎতারে ।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:১৮
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ ।শুভকামনা জানবেন
২| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় বাংলাদেশ তুমি তোমার আকাশে নীল
তুমি সাত রংঙ্গে সাঝিয়েছো মনের আকাশে অনাবিল ।
সুন্দর
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:২৩
***মহারাজ*** বলেছেন: বলেছেন: ধন্যবাদ ।সেলিম আনোয়ার ভাই ।
৩| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগা ।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৪০
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২১
মামুন ইসলাম বলেছেন: ++++