নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

***মহারাজ***

***মহারাজ*** › বিস্তারিত পোস্টঃ

তবু পাইনি তাকে ?

৩১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২০

জীবনটি হলো এক জুয়া চোর ।
কখনো এখানে কখনো ওখানে পায় সে শুধু আঁচড় ।
কথায় কথায় তোমার শুধু অভিমান আর অভিযোগ ।
তোমার দেওয়া কষ্ট গুলো শান্ত মনে বুকে বেঁধে রেখেছি ।
নিজে কখনো পাইনি অন্যকে দিয়েছি ।

সুখ নামের পাখিটাকে অনেক খুঁজেছি ।
তবু পাইনি তাকে ?
বন্ধু ভেবে আপন করে যাকে চেয়েছি ।


কখনো তুমি হয়েছ লজ্জায় নীল কখন লাল ।
ভেবেছিলাম তোমার সাথে বাঁধবো ঘর ।
দুজন দুজান হয়ে এক সাথে থাকবো চিরকাল ।
কিন্তু তুমি আমায় করলে পর ।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতা ।

আরো ভালো হবে ।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৮

***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.