![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু দিনের শেষে রাত আছে
রাতের অন্ধকারের মাঝে
আঁকাশে আলোকিত চাঁদ ভাসে
চাঁদকে বন্ধু ভেবে তারা ঝিলমিল হাসে ।
তেমনি তুমি যখন ছিলে বন্ধু আমার কাছে
মনে হত পৃথিবীতে সব থেকে আপন কেও আমার পাশে ।
তুমি এখন আর নেই পাশে
তাইতো মনে হয় পৃথিবীতাকে শূণ্য আমার কাছে ।
সব কিছুর শুরু আছে
কিছুর শেষে কিছু আছে
তুমি শেষ আর আসবে না জানি
তবু কেন মন তোমায় এত ভালবাসে ।
দিনের শেষে চাঁদ যেমন পৃথিবীকে আলোকিত করে ভাসে
তেমন বন্ধু আমার জীবন আলোকিত করে থাকতে পারলে না তুমি সারাজীবন আমার পাশে ।
মুখে আমার সুখের কথা
বুকে বিরহের দুঃখ ভরা যন্ত্রনার ব্যথা
কত সুন্দর ছিল জীবন্ত ময় কাল্পনিক ছবি আঁকা
কয়েক দিনের ব্যবধানে আজ হয়ে গেল সব ফাঁকা ।
ক্ষমা করো প্রিয়তমা
হলো না তোমায় দেওয়া আমার কথা রাখা ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ আপু।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৩
মামুন ইসলাম বলেছেন: ন: সুন্দর লেখা
লেখা++
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি লেখা পড়লাম