নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

***মহারাজ***

***মহারাজ*** › বিস্তারিত পোস্টঃ

শুভ হোক তোমার শেষ বিদায় ।

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০১


তোমার হাতের প্রতিটি ছোঁয়া এখনো যেন লেগে আছে এ হাতে
তোমার মুখে বলা প্রতিটি কথা এখনো যেন বলছে এ নীরব কানের পাশে সামনে
কে জানতো এ ভাবে নীরবে তোমার চলে যাওয়া
ভাবতে ভীষন মনে পড়ে তোমার মুখে "ও মন আমার কেন বান্ধিছ দালান কোঠা"
সেই গানটি গাওয়া ।
জানি আর কখনো হবে না দেখা
কখনো আর হবে না চাওয়া
তাই হবে না তোমার বলা সে কথা গুলো ফিরে পাওয়া ।
থাকুক না হয় হয়ে স্মৃত্বির বিরম্ভবনায়
চলি বন্ধু জানিয়ে তোমায় শুভেচ্ছা
হাসি মুখে শুভ হোক তোমার শেষ বিদায় ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

ময়না বঙ্গাল বলেছেন: তুমি সুন্দর
হতে সুন্দরতর
মম মুগ্ধ মানস-মাঝে ।
ধ্যানে , জ্ঞানে , মম হিয়ার মাঝারে
তোমারি মুরতি রাজে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.