![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওড়না দিয়েই পরুন হিজাব ভিডিও
হিজাবের মূল অনুসঙ্গ স্কার্ফ। কিন্তু স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও অনেক সহজেই মেনে চলা যায় হিজাব। কিন্তু প্রথমদিকে অনেকেই সমস্যায পরেন, এতােবড় ওড়না দিয়ে কি করে হবে হিজাব! মেনে চলুন কিছু স্টেপস-
স্টেপ ১ – প্রথমে একটি ওড়না নিয়ে মাথার উপরে বসাতে হবে। ওড়নার নিচের অংশ ডান সাইড ছোট, বাম সাইড বড় রাখতে হবে ।
স্টেপ ২ – ওড়নার দুই সাইডের কোণা ঘাড়ের পেছনের অংশে নিয়ে পিন দিয়ে ভালো করে আটকাতে হবে।
স্টেপ ৩ – এবার পেছন থেকে ডান সাইডের ওড়নাটা সামনে আনুন।
স্টেপ ৪ – ওড়না ডান সাইড থেকে বাম সাইডে নিন।
স্টেপ ৫ – ওড়নার অংশটি কানের উপরে পিন দিয়ে ভালো ভাবে আটকিয়ে নিন।
স্টেপ ৬ – এবার বাম সাইডে থাকা ওড়নার অংশটি নিন।
স্টেপ ৭ – বাম সাইডের ওড়নার অংশ ওড়নার নিচ থেকে সরিয়ে ডান সাইডে আনুন।
স্টেপ ৮ – ডান সাইডে ওড়না এনে ওড়নার ভাঁজ খুলে ফেলুন। ছবির মত করে।
স্টেপ ৯ – এবার ওড়নার অংশটি উপরে তুলুন।
স্টেপ ১০ – ওড়নার অংশ উপরে তোলার পর হিজাবের প্রধান পার্টটা সামনে আনুন।
স্টেপ ১১ – ওড়নার বড় অংশ টুকু উপরে তুলে চুলের খোপা কভার করে আনতে হবে।
স্টেপ ১২ – প্রথমে কানের যে অংশে পিন লাগানো হয়েছিল, সেই অংশে বড় সাইডের ওড়না এনে বসাতে হবে।
স্টেপ ১৩- কানের উপরে বাকি অংশের ওড়না কে পিন দিয়ে সুন্দর করে সেট করতে হবে।
লেখা পড়েও যদি দ্বিধা থাকে- তবে দেখে নিন ভিডিওটি। উপমহাদেশের নারীদের পর্দাপ্রথা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সহজেই দেখানো হয়েছে ওড়না দিয়ে হিজাব পরার উপায়
ওড়না দিয়েই পরুন হিজাব ভিডিও
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৪
শাহরিয়ার সনেট বলেছেন: হিজাব সম্পর্কে লেখার জন্যে ধন্যবাদ!
অনেক নারী উপকৃত হবে