![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের পাতায় শুধু স্মৃতি রেখে,
তুমি চলে গেলে।
প্রিয়া যত দুরে গেলে,
যেন তত বেশী প্রিয় হলে।।
প্রিয়া, আমার এ গাঁয়ের হেথা সেথা,
সব খানেতেই তোমার প্রেমের মাধুরী রয়েছে যেন মাখা।
আকাশ বাতাস তরুলতা তোমার হয়ে কথা বলে।
আরো বেশী প্রিয় হলে।।
প্রিয়া, অস্তাচলে ওঠা চাঁদে,
তোমারেই যেন পাই দেখিতে, মনটা ভরে বিষাদে।
ঝর্ণা হয়ে আছো তুমি আমার দু’টি আঁখি জলে।
আরো বেশী প্রিয় হলে।।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: আমার নিকের প্রথম মন্তব্য এটি। প্রথমেই এমন মন্তব্য পেয়ে আনন্দিত হয়েছি। উৎসাহবোধ করছি। আপনার জন্যও শুভকামনা ও আন্তরিক ধন্যবাদ।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্বিতীয়ার চাঁদ ভরা পূর্ণিমার পূর্ণতায় ভরে উঠুক লেখনিতে
শুভ কমানা
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: শুভেচ্ছা জানবেন। এমন আশির্বাদপূর্ণ মন্তব্য পেয়ে সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ভাইয়া।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রেম সরালে বাতাসে শ্বাসকষ্ট হয়
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: হুম। এজন্যই শীল্পী গায়, “ প্রেম আছে বলে পৃথিবী আছে, সাগরে নদী তাই আজো বয়।”
মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮
সনেট কবি বলেছেন:
কবি দ্বিতীয়বার চাঁদকে স্বাগত
কবিকে কবির হাঁটে স্বাগত জানাই
ফুলের শুভেচ্ছা নিন দোলন চাঁপার
আরোতো অনেক ফুল সঞ্চিত রয়েছে
আপনার হাতে সব একে একে দেব।
জোছনা বিলাতে কবি এসেছেন জানি
আলো যার আছে সেতো বিতরণ করে
এক্ষেত্রে সকল কবি বড় অমায়িক
আপনার চাঁদ দেখে হয়েছি বিমুগ্ধ।
হে কবি তারার মেলা সামুর আকাশে
হেথায় আপনি চাঁদ, তাই আমোদীত
খুশিতে আকুল দেখে চাঁদের আলোক।
আমরা চন্দ্রিমা চাই চাঁদনি রাতের
আপনি কি বিলাবেন? রয়েছি আশায়
মুঠি মুঠি চন্দ্রালোক অবশ্য দিবেন।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: এমন কাব্যিক অভিন্দন! মুগ্ধ হলাম কবি। আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই। সেই সাথে এমন সুন্দর কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগিং শুভ হোক।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: শুভকামনা আপনার জন্যও। আপনাদের ভালোবাসা আমার পথ চলার পাথেয় হোক।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোবাসা চাইলে ভালোবাসা দিতে হয়।
সবার মঙ্গল হোক।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: আপনাদের দেখে দেখে শিখে নিব ইনশাআল্লাহ।
জ্বী, সবার জন্য শুভকামনা। সবার মঙ্গল হোক।
৭| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
শুরুটা বিরাট।
ব্লগে স্বাগতম।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইয়া। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুভ হোক পথচলা।
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: জ্বী, ধন্যবাদ।
৯| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২০
ওমেরা বলেছেন: কবিতা ভাল লিখেছেন ধন্যবাদ আপু।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কবিতা পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, ভাইয়া।
১০| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন!! প্রথম পোষ্টই এত সুন্দর। পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।
তবে আপনার আর আমার লিখার মধ্যে কিন্তু মিল আছে। দুজনের পোষ্টই বিরহে ভরা।
অনেক শুভকামনা। ভালো থাকবেন।
শুভ ব্লগিং।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ধন্যবাদ, আপুমনি। আপনার মন্তব্য পাইয়া খুব আনন্দিত হইলাম। বিরহ দিয়েই শুরু করলাম, বিরহটা জীবনকে থমকে দিয়েছে যে। আপনার কবিতাগুলোও আমার ভালো লেগেছে। বিরহ থাকলেও বেশ রোমান্টিক। শুভকামনা জানবেন।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
হলদে পাখী বলেছেন: দুরে গেলেই ভালোবাসা গভীরতা বোঝা যায়। সুন্দর কবিতা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: যথার্থ সত্যি কথা। ধন্যবাদ।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর স্মৃতিময় কবিতা!
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ধন্যবাদ!
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: আঁকাশ বাতাস তরুলতা তোমার হয়ে কথা বলে - খুব সুন্দর কথা, তবে আকাশ এর উপর চন্দ্রবিন্দুটা হবে কি?
কবিতায় ভাল লাগা + +
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে যাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: চন্দ্রবিন্দু সরিয়ে ফেলেছি।
সুন্দর মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ। সেই সাথে অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১
বিজন রয় বলেছেন: একটি মিষ্টি কবিতা দিয়ে প্রথম পোস্ট।
সুন্দর।
আপনার নিকটি ভাল হয়েছে।
রোমান্টিক!
ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
শুভব্লগিং।