![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকিলের গানে গানে ফিরে আসে ফাল্গুন!
ফুলে ফুলে ফিরে আসে ভোমরার গুনগুন!
ঐ চাঁদ ফিরে আসে বারে বারে;
তুমি সেই যে গেলে আর এলেনা ফিরে!
হিম হিম বাতাসের রিমঝিম ছন্দে,
মুকুলিত বকুলের মৌ মৌ গন্ধে,
স্মৃতিগুলো ফিরে আসে চোখের নীড়ে!
তুমি সেই যে গেলে আর এলেনা ফিরে!
এই সেই মেঠো পথ; আলো-ছায়া জোছনায়-
ফাগুন সন্ধ্যাগুলো কাটিয়েছি দু’জনায়।
রাতগুলো ভেসে যায় চোখের নীরে!
তুমি সেই যে গেলে আর এলেনা ফিরে!
ছবি: নেট থেকে সংগ্রহিত।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: অনুপ্রাণিত হলাম। আন্তরিক ধন্যবাদ জানবেন।
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১
কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে++++
শুভ ব্লগিং.....
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
হলদে পাখী বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন গান হবে কিন্তু
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: হুম। তবে, গান বানানোর সাধ্য আমার নাই।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর গীতিময় কবিতা!
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: জ্বী গীতিময়, স্মৃতিময় কবিতা।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: ড়তে কেমন যেন লিরিক লিরিক ভাব পেলাম!
সুর দিতে পারলে লিরিক হিবে মন্দ হবে না!
+
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, বিলিয়ার ভাই।
গান হলে মন্দ হতোনা। কিন্তু আমার সে সামর্থ নেই।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
পলষ্টার বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: ড়তে কেমন যেন লিরিক লিরিক ভাব পেলাম!
সুর দিতে পারলে লিরিক হিবে মন্দ হবে না!
সহমত।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: গান হলে মন্দ হতোনা। কিন্তু আমার সে সামর্থ নেই। ধন্যবাদ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: হায় টাইপো!!!!
টাইপোর জন্য সরি ব্রো!!
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সমস্যা নেই। বুঝে নিয়েছি। ধন্যবাদ বিলিয়ার ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন গান হবে কিন্তু

স্বাগতম।
লিখুন দু'হাত খুলে
+++