নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সম্প্রদায়ভুক্ত

দ্বিতীয়ার চাঁদ

একদিন ষোলকলা পূর্ণ হবে...

দ্বিতীয়ার চাঁদ › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য ও প্রতি মন্তব্য!

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫


কারো পোষ্টে মন্তব্য করার পর প্রতি উত্তর না পেলে আর মন্তব্য করতে ইচ্ছে হয়না!

কেউ কেউ এমনও আছে দেখলাম, পোষ্ট দিয়ে সেই যে গেল, আর ফিরে এলনা। অতপরঃ একদিন নতুন পোষ্ট নিয়ে হাজির। আগের পোষ্টে কাউকে প্রতিউত্তর করা হয়নি।

এর চেয়েও খারাপ লাগে যখন দেখি কোন কোন ব্লগার একজনের মন্তব্যকে এড়িয়ে গিয়ে আরএকজনের মন্তব্যের প্রতিউত্তর করেছে। মাঝ খানের বেচারা কি দোষ করল? আর দোষ যদি করেই থাকে, প্রতিউত্তরে প্রতিবাদ তো করা যায়। তাতে মন্তব্যকারী হয়তো ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করবে অথবা আত্মপক্ষ সমর্থণের সুযোগ পাবে।

মন্তব্য ৫৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পূর্ণ সহমত।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

ধুতরার ফুল বলেছেন: পুরাই সহমত, এ টু জেড সহমত।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

আখেনাটেন বলেছেন: ইনারা সময়ের বড্ড অভাব দেখায় প্রতিমন্তব্য না করার অজুহাত হিসেবে। কিন্তু ঘন ঘন বাচ্চা প্রসব করার মতো ঠিকই লেখা প্রসব করতে পারে। ;)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

মলাসইলমুইনা বলেছেন: ব্লগে পাওয়ার চেয়ে সবসময় না পাবার পাল্লাটাই ভারী হবে সেটা মেনে নেওয়াই ভালো | এর চেয়ে অন্যরকম চাইলে আরো হতাশ হয়তো হবেন ! ভালো আছেনতো ? ভালো থাকুন |

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: চাওয়া পাওয়া নিয়ে হিসেব করছিনা। আসলে কেউ যদি আমার মন্তব্য এড়িয়ে গিয়ে অন্যজনের পরবর্তী মন্তব্যের জবাব দেয়, তখন একটু আত্মসম্মানে লাগে বৈকি!
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এনারা সিলিবিটি,তবে আমি এদের পুছি না।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সেলিব্রিটি হোক বা না হোক, বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু ও অসৌজন্য মনে হয়। তাই আলোচনার অবতারণা করলাম।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: আমি এনাদের ব্লগে যাই না !!!!

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: বিষয়টা দুঃখ জনক!
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:



এটা এক প্রকার অসৌজন্যতা ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সহমত।
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

কবীর বলেছেন:

হা হা হা =p~ :) =p~

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হা হা হা =p~ :) =p~ শাহরিয়ার কবির ভাই।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

অনিক_আহমেদ বলেছেন: নয়া ব্লগার হিসেবে তিনটা অভিজ্ঞতাই আছে। বলাবাহুল্য তিক্ত অভিজ্ঞতা। :(

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: দ্বিতীয়ার চাঁদ ,




ব্লগে এটা পরিচিত দৃশ্য হলেও দৃষ্টিকটু এবং অভব্য । এরা হয়তো নিজেরাই অভব্য , অশালীন, অজ্ঞ, অক্ষম ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ব্লগে এটা পরিচিত দৃশ্য হলেও দৃষ্টিকটু এবং অভব্য । সহমত।
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



ব্লগের সফল ও জনপ্রিয় ব্লগারগন এমন নয়! যারা নিয়মিত ব্লগিং করছেন এখন তারা ইহাদের মত মুই কি হনুরে টাইপ নন!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

শিখণ্ডী বলেছেন: চাঁদগাজী এদের তুলনা করেছিলেন সেই সব গরুদের সাথে, কিছু গরু আছে যারা ঘাস খেতে খেতে কোথায় যেন হারিয়ে যায়। শুধু ওদের ল্যাদা দেখে বোঝা যায় এখানে গরুটি ছিল। ইহাদের পুস্টগুলি ল্যাগার মতোই...... B-))

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: তাই বুঝি? চাঁদগাজী ভাইয়ের কথার যুক্তি আছে। তবে আমি কাউকে ছোট করার জন্য এই পোষ্ট লিখিনি। আমার পোষ্ট লেখার উদ্দেশ্য আমরা যেন সংশোধন হয়ে যাই। আপনি যদি কারো মন্তব্যের প্রতিউত্তর না করে এড়িয়ে যান, বিষয়টা এমন যে, কেউ আপনাকে উদ্দেশ্য করে কিছু বলল, আপনি কোন সারা না দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করলেন।

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

আবু তালেব শেখ বলেছেন: এরা আসলে দায়সারা গোছের লেখক
মন্তব্যের উঃ দেয়ার সক্ষমতা এদের নেই।
এব্যাপারে চাদগাজিই সেরা যেকিনা প্রত্যকটা মন্তব্যের জবাব দেয়

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক। মন্তব্যের উত্তর দেয়ার সক্ষমতা এদের নেই।
তাই বলে শুধু ধন্যবাদ শব্দটাও কি লেখা যায়না?

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

আমার এ মন্তব্যের প্রতিউত্তর তারাতারি দেন! ঘুম ধরেছে ! =p~ :-B

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: হায় হায় আমি যে আগেই ঘুমিয়ে পড়েছিলাম!

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনাদের কমন অজুহাত অফিস থেকে পোস্ট করি। মন্তব্যর উত্তর দিতে পারি না। কিন্তু নতুন পোস্ট ঠিকই প্রসব করেন। যাওয়া বন্ধ করেছি কয়েকজনের ব্লগে এই কারণে...

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: নতুন পোষ্ট দেয়ার আগে অন্তত আগের পোষ্টের মন্তব্যকারীদের ধন্যবাদটুকু প্রাপ্য।

সময়ের অভাবে উত্তর দেয় না মানলাম। আর যারা একজনের মন্তব্য এড়িয়ে অন্যজনের মন্তব্যের উত্তর দেয় তাদের বিষয়ে কি বলবেন? এই ব্যাপারটা কি আরো বেশী জঘন্য নয়?

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার মন্তব্যের কেউ প্রতিউত্তর দিলে আমি কোন নটিফিকেশন পাই না । তাই প্রতি উত্তরের উত্তর দিতে চাইলেও দিতে পারি না।
আর এ কারনে বেশির ভাগ সময় আমার মন্তব্যে লেখক কি উত্তর দিল তা দেখতে পারিনা।
জানিনা সমস্যাটি কবে সমাধান হবে।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সামুতে এমন টুকটাক সমস্যা ফিল করি। হয়তো নেটওয়ার্ক জনিত ত্রুটি!
তবে আমি, “আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য এবং আমার করা সাম্প্রতিক মন্তব্য” ধরে এগিয়ে যাই।

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক আমিও এমন। আমার ব্যস্ততা অন্য ধরণের। তবে আপনি মনে হয় আমার বাড়িতে যান নি কভু।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: যেহেতু ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্যর ব্যবস্থা রয়েছে তাই, আমি মনে করি মন্তব্যকেও একটু সময় দেয়া উচিৎ।
তবে, আমার যেটা আত্মসম্মানে লেগেছে তা হল, কারো মন্তব্যকে এড়িয়ে গিয়ে আরএকজনের মন্তব্যের জবাব দেয়া।

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য নিয়ে ছলাকলা করা ব্লগারের সংখ্যা মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা ব্লগারদের থেকে কম!

বি পজিটিভ ব্রো!:)

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: যেহেতু ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্যর ব্যবস্থা রয়েছে তাই, আমি মনে করি মন্তব্যকেও একটু সময় দেয়া উচিৎ।
তবে, আমার যেটা আত্মসম্মানে লেগেছে তা হল, কারো মন্তব্যকে এড়িয়ে গিয়ে আরএকজনের মন্তব্যের জবাব দেয়া।

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

ফয়সাল রকি বলেছেন: হুম. কথাটা মন্দ বলেন নি।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: চরম সত্য কথা।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর আলোচনার সৃষ্টি করেছেন।

প্রতি উত্তর লেখকের দায়িত্ববোধ সম্পর্কে সাক্ষ্য দেয়।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: যেহেতু ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্যর ব্যবস্থা রয়েছে তাই, আমি মনে করি মন্তব্যকেও একটু সময় দেয়া উচিৎ। যারা একেবারেই মন্তব্যের ধার ধারেনা তাদের কথা না হয় বাদ দিলাম।
তবে, আমার যেটা আত্মসম্মানে লেগেছে তা হল, কারো মন্তব্যকে এড়িয়ে গিয়ে আরএকজনের মন্তব্যের জবাব দেয়া।

শুধু মন্তব্যের জন্য মন্তব্য নয়; প্রতিটি পোষ্টে গঠনমুলক মন্তব্য ঐ পোষ্টের সৌন্দর্য আর গ্রহণ যোগ্যতা প্রকাশ করে। ব্লগারদের মধ্যে ভাব অথবা অভিজ্ঞতার বিনিময় হয়। ব্লগারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। তাই মন্তব্যের প্রয়োজন আছে বৈকি।

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে প্রত্যুত্তর দেয়াটা লেখকের দায়িত্ব এবং সচেতনতার প্রমান বহন করে। একই সাথে বিষয়টি গভীর অর্থবহ আরও কিছু দিক বিবেচনায়।

ব্লগে মন্তব্যের উত্তর না দেয়ার ঘটনা নিয়মিত ঘটলেও এটি নিসন্দেহে দৃষ্টিকটু, অভব্য এবং শালীনতা পরিপন্থী।

ধন্যবাদ, সুন্দর বিষয়ে আলোকপাত করায়।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: যেহেতু ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্যর ব্যবস্থা রয়েছে তাই, আমি মনে করি মন্তব্যকেও একটু সময় দেয়া উচিৎ। যারা একেবারেই মন্তব্যের ধার ধারেনা তাদের কথা না হয় বাদ দিলাম।
তবে, আমার যেটা আত্মসম্মানে লেগেছে তা হল, কারো মন্তব্যকে এড়িয়ে গিয়ে আরএকজনের মন্তব্যের জবাব দেয়া।

শুধু মন্তব্যের জন্য মন্তব্য নয়; প্রতিটি পোষ্টে গঠনমুলক মন্তব্য ঐ পোষ্টের সৌন্দর্য আর গ্রহণ যোগ্যতা প্রকাশ করে। ব্লগারদের মধ্যে ভাব অথবা অভিজ্ঞতার বিনিময় হয়। ব্লগারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। তাই মন্তব্যের প্রয়োজন আছে বৈকি।

সুন্দর মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮

মার্কো পোলো বলেছেন:
ঠিক বলেছেন। এরকম ব্লগার নিজেদের আত্মসম্মানের চেয়ে অহমিকাকেই প্রাধান্য দেয় বেশি। তেনারা মনে করে প্রতিউত্তর না দেওয়া বা নিরুত্তর থাকা স্রেফ প্রেস্টিজ ইস্যু, কিন্তু আসলে এরা মাথামোটা কাণ্ডজ্ঞানহীন লোক।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৭

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কখনো কখনো প্রতিউত্তর প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোন ব্লগার এক অসহায় লোকের অসহায়ত্ব তুলে ধরে পোষ্ট দিয়েছে।
আমি তাকে সহায়তা করার মত একটা লিংক মন্তব্যে দিলাম। আপনি কি আশ্চর্য হবেন না যখন দেখবেন ঐ ব্লগার একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে অথচ, আপনার মন্তব্যের প্রতিউত্তর নাই এবং ঐ অসহায় লোকটির কোন উপায় হল কিনা তার কোন আপডেট নাই!

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি অবশ্য এখনো এমন অপমানের সম্মুখীন হইনি।

তবে, এটা নিঃসন্দেহে একটি অভাবনীয় কাজ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৭

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কখনো কখনো প্রতিউত্তর প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোন ব্লগার এক অসহায় লোকের অসহায়ত্ব তুলে ধরে পোষ্ট দিয়েছে।
আমি তাকে সহায়তা করার মত একটা লিংক মন্তব্যে দিলাম। আপনি কি আশ্চর্য হবেন না যখন দেখবেন ঐ ব্লগার একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে অথচ, আপনার মন্তব্যের প্রতিউত্তর নাই এবং ঐ অসহায় লোকটির কোন উপায় হল কিনা তার কোন আপডেট নাই!

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সামিয়া বলেছেন: ব্যাস্ততা প্রতি মন্তব্য না করতে পারার কোন অজুহাত হতে পারে না। উনারা যদি নতুন পোষ্ট লেখার সময় করতে পারে তাহলে প্রতি মন্তব্য করতে আর কত মিনিট লাগে সেই তুলনায়?
আবার একজনের মন্তব্য রেখে আরেকজনের মন্তব্যে উত্তর প্রতি উত্তর ডাবল ডাবল প্রতি উত্তর দিতেও দেখা যায় , তাদের পারসোনাল আন্তরিকতাই প্রায়োরিটি দেয়।
এরকম মানুষ বাস্তবে ও আছে কেমন আছেন জানতে চাইলে ভালো আছি বলতেও তাদের দুনিয়ার সময়ের অভাব কিন্ত যাকে পছন্দ করে তাকে পেলে মুখে খই ফোটে।
আমার পরামর্শ হচ্ছে এরকম যারা করে তাদের লেখা পড়তে ইচ্ছে হলে পড়বেন কিন্তু মন্তব্য করবেন না। এরকম অসামাজিক জীবদের পোস্টে মন্তব্য করা বন্ধ করে দিয়ে সমাজের বাইরে রাখুন ঠিক হয়ে যাবে। ঠিক না হলে আমাদের কিশের ঠ্যাকা এদের নিয়ে মাথা ঘামানোর।।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৮

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কখনো কখনো প্রতিউত্তর প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোন ব্লগার এক অসহায় লোকের অসহায়ত্ব তুলে ধরে পোষ্ট দিয়েছে।
আমি তাকে সহায়তা করার মত একটা লিংক মন্তব্যে দিলাম। আপনি কি আশ্চর্য হবেন না যখন দেখবেন ঐ ব্লগার একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে অথচ, আপনার মন্তব্যের প্রতিউত্তর নাই এবং ঐ অসহায় লোকটির কোন উপায় হল কিনা তার কোন আপডেট নাই!

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা নোটিফিকেশান পান না বলছেন, তারা নিজের পোস্ট আবার ভিজিট করলেই তো পারেন! আমি তো সর্বশেষ মন্তব্য আসলেই বুঝে যায়। এটা কোন অজুহাত হতে পারে না। মন্তব্যর উত্তর অবশ্যই করা উচিত...

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কখনো কখনো প্রতিউত্তর প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোন ব্লগার এক অসহায় লোকের অসহায়ত্ব তুলে ধরে পোষ্ট দিয়েছে।
আমি তাকে সহায়তা করার মত একটা লিংক মন্তব্যে দিলাম। আপনি কি আশ্চর্য হবেন না যখন দেখবেন ঐ ব্লগার একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে অথচ, আপনার মন্তব্যের প্রতিউত্তর নাই এবং ঐ অসহায় লোকটির কোন উপায় হল কিনা তার কোন আপডেট নাই!

মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

হাতকাটা হাকিমুল বলেছেন: মন্তব্য রেখে গেলাম, প্রতিত্তর আশা করছি না :P

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:২১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কখনো কখনো প্রতিউত্তর প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোন ব্লগার এক অসহায় লোকের অসহায়ত্ব তুলে ধরে পোষ্ট দিয়েছে।
আমি তাকে সহায়তা করার মত একটা লিংক মন্তব্যে দিলাম। আপনি কি আশ্চর্য হবেন না যখন দেখবেন ঐ ব্লগার একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে অথচ, আপনার মন্তব্যের প্রতিউত্তর নাই এবং ঐ অসহায় লোকটির কোন উপায় হল কিনা তার কোন আপডেট নাই!

যাহোক, আপনি আশা না করলেও আমি তো সৌজন্যবোধকে এড়িয়ে যেতে পারিনা। হা হা...

সুন্দর মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনি এখানে যা বলেছেন, ঠিকই বলেছেনঃ
১। প্রতিটি মন্তব্য মনযোগের সাথে পাঠ করে তার একটা সদুত্তর যথাশীঘ্রই দেয়া সমীচীন।
২। কারো মন্তব্য স্কিপ করে বিনা কারণে তার পরের কোন ক্রমিকের উত্তর দেয়া উচিত নয়। এখানে বিনা কারণে কথাটা বললাম এ কারণে যে ব্লগে অনেক সময় কিছু অভব্য, অশালীন এমনকি গালি পর্যায়ের মন্তব্য আসতে দেখেছি। এসব মন্তব্যকে ইগনোর করার স্বাধীনতা অবশ্যই সব লেখকদের থাকা উচিত বলে আমি মনে করি, বিশেষ করে যারা 'কথায় কথা বাড়াতে' আগ্রহী নন। নীরবতাও অনেক সময় একটা বড় উত্তর হয়ে থাকে।
নিজের লেখার উপর সবার মন্তব্যের উত্তর দিয়ে শেষ না করা পর্যন্ত নতুন লেখা প্রকাশ করা উচিত নয়, এমন কথার সাথে আমি পুরোপুরি একমত নই। চেষ্টা করা উচিত, যত দ্রুত সম্ভব, উত্তর দিয়ে যাবার। কিন্তু লেখক মাত্রই জানেন, নিজের লেখা প্রকাশ করাটা অনেকটা সন্তান প্রসব করার মতই। একবার প্রসব বেদনা উঠলে ডেলিভারী না করিয়ে উপায় নেই। সেসব ব্যতিক্রমী ক্ষেত্রে দুটো কিংবা তিনটে পোস্টের মন্তব্যের উত্তর প্রদান একই সাথে চলতেই পারে। তবে অবশ্যই আগেরগুলোর অগ্রাধিকার পাওয়া উচিত। অনেকের পোস্টে শতাধিক মন্তব্য এসে থাকে। সবগুলো মন্তব্যের উত্তর দিতে দিতে যদি তার মাথায় কোন নতুন চিন্তা আসে এবং যদি তিনি নতুন একটা লেখা তৈরী করেই ফেলেন, তবে সবার মন্তব্যের উত্তর দেয়া শেষ করার আগে সেটা প্রকাশ করাটা তেমন দোষণীয় বলে আমি মনে করিনা।
আপনার লেখার সাথে আমি আরেকটা কথা যোগ করতে চাই। দায়সাড়া গোছের মন্তব্য যেমন কোন লেখকের কাম্য নয়, তেমনি "কপি পেস্ট" টাইপ প্রতিমন্তব্যও অনেক সময় দৃষ্টিকটু হয়ে চোখে পীড়া দেয়।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য।

অশালীন গালাগালি কখনো মন্তব্য নয়; ওটা গালাগালিই। গালাগালির জবাব না দেয়াই উত্তম। ব্লগারদের অশালীন গালাগালি শোভা পায় না।
সকল মন্তব্যের উত্তর না দিয়ে নতুন লেখা পোষ্ট করা যাবেনা তা বলিনি। কোন কোন ব্লগে দেখবেন একের পর এক নতুন পোষ্ট আসতেছে। মন্তব্যের উত্তর দেয়ার ধার ধারেনা।
দায়সাড়া গোছের মন্তব্য যেমন কোন লেখকের কাম্য নয়, তেমনি "কপি পেস্ট" টাইপ প্রতিমন্তব্যও অনেক সময় দৃষ্টিকটু হয়ে চোখে পীড়া দেয়। সহমত। তবে মন্তব্যর প্রতিউত্তর না দেয়ার চেয়ে শুধু ধন্যবাদ দিলেও সৌজন্যতাটুকু রক্ষা হয়। কারো মন্তব্য পছন্দ না হলেও সেটাও প্রতিউত্তরে জানিয়ে দেয়া যায়।
শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.