নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নিজামির আপিলের রায় কেন হয় না!!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৮

কি হয়েছে বলেন তো! নিজামির আপিলের রায় ঘোষনা কেন হয় না। মানবতাবিরুধী অপরাদের বিচার কারযক্রম যখন শুরু হয় তখন কত হুমকি-ধামকি হয়েছে। বিচার করা যাবে না। করলেও হেন হবে তেন হবে। কত কী! একটা সময় ছিল সবাই বুক চিতিয়ে লড়েছে বিচারের জন্য। যার ফলশ্রুতিতে হয়েছিল শাহবাগ জনসমুদ্র। আজ সবাই নিশ্চুপ! আজ মুক্তিযদ্ধের পক্ষের শক্তি কত ভাবে বিভক্ত। তবে কি রাজাকার রা সফল! তারা কেন সফল হবে! তারা একেকটা ফাঁসিতে ঝুলবে। ফাঁসিতে ঝুলতেই হবে। এ সরকার কে এটা করতেই হবে। এখনও কেন আমরা নিশ্চুপ? জেগে উঠুন! আবার ভিত কাঁপিয়ে দেই স্বার্থবাদী দের। একেকটা কে টেনে হিচড়ে নিয়ে যাই ফাঁসির দড়ির দিকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

নিজাম বলেছেন: আমার মনে হয় সরকারী দলের কোন কূটকৌশল আছে এর মধ্যে। সরকার বরাবরই যুদ্ধাপরাধীদের বিচারকে তাদের ক্ষমতায় টিকে থাকার/যাবার একটা উপায় হিসেবে বেছে নিয়েছে। সম্প্রতি বিচার বিলম্বিত হওয়ার অন্যতম কারণও এটা।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

জহিরুলহকবাপি বলেছেন: কেন হয় না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.