নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ভারতের গো-সমাচার; শিশু আয়লান আর মানুষের অনুভূতি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

১.
ভারতের হিন্দু-মৌলবাদীরা (আরএসএস) বাংলাদেশে গরু বিক্রি করতে নিষেধ করে দিয়েছে। তারা অবশ্য বলেছে বিক্রি নয় "পাচার"। তারা যে মৌলবাদী এ বিষয়ে কোন সন্দেহ নেই। আর গরু কিনতে যেয়ে বাংলাদেশের অনেক মানুষ বিএসএফ-এর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন; মারা যাচ্ছেন। অবশ্য যারা মরছেন তারা মানুষ নয় তারা চোরাকারবারি!

২.
মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট জঙ্গীদের ভয়ে সিরিয়া আর ইরাকের অনেক নাগরিক সাগর পাড়ি দিয়ে ইউরোপের পথে নৌকা ভাসাচ্ছেন। কেউ যেতে পারছেন কেউ আবার সাগরে ডুবে মরছেন। যার একটা ছোট সিম্বল শিশু আয়লান।

৩.
দুই চিত্রনাট্যেই সংঘাতের একটাই নিয়ামক। আর সেটা হচ্ছে ধর্ম।

৪.
এইসব ঘটনায় এই ব-দ্বীপে ঘটে যে আরেক লীলা- তা বঙ্গীয়মুসলিমলীলা! ফেসবুক হচ্ছে সেই লীলাভূমি। সেখানে অনেকেই ভারত কে ধুয়ে দেন- মুছে ফেলেন মানচিত্র থেকে। সেখানে ইউরোপবাসীর মানবতা মাপজোক চলে। সামনে চলে আসে ইহুদী-নাসারা। আমাদের বাংলার মুসলমানের অনুভূতি কাঁদে। ফেসবুকের নিউজফিড কান্নার প্রতিচিত্র। আমরা কেঁদে কেঁদে হয়ে যাই ফেসবুকের হোমরা-চোমরা!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.