নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

পুলিশের কাজ পুলিশকে করতে দেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

দৈনিক সমকালে প্রকাশিত খবর অনুযায়ী জানতে পারলাম বইমেলা থেকে ১১ জন কে আটক করা হয়েছে। তারা কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাদ্রাসা ছাত্র। পুলিশ সন্দেহজনক মনে করে তাদের গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ করতেছে।
নির্দোষ হলে তাদের অবশ্যই ছেড়ে দেবে আশাকরি।

কিন্তু ভিন্নকথা হলো- ফেসবুকে দেখলাম; কয়েকজন হাহাকার করে মারা যাচ্ছেন। তাদের কথা পুলিশ মাদ্রাসাছাত্রকে ধরেছে। তাদের মধ্যে লেখক আছে... হেন তেন - আরো কতকিছু।
ভাই লেখক/ মাদ্রাসাছাত্র বড় কথা না। সবার আগে নিরাপত্তা। সন্দেহজনক হলে পুলিশ ধরবেই। এখন সে যেই হোক। আপনি কিসের জন্য চিৎকার করতেছেন তা খুবই স্পষ্ট। আপনি সুশীল সাজেন!!
আরে ভাই যখন চাপাতির কোপে মানুষ মারা হয় তখন আপনাদের সুশীলগিরি দেখা আছে।
তাই এতো বেশি চিল্লাইয়েন না। পুলিশকে পুলিশের কাজ করতে দেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

অতঃপর হৃদয় বলেছেন: ফেসবুকে এই পোস্ট দেন। আর ফেসবুকে যারা হাহাকার করতেছে তাদের ম্যাসেজ দিয়ে বলেন, কাজে আসবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: শুধু ফেসবুক না, এখানে আইসাও দেখি এরকম অবস্থা।
যাইহোক, পরামর্শের জন্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: শাহবাগে রামপালের বিরুদ্ধে আন্দোলন করা বুড়োর অন্ডকোষে পুলিশ যখন আবার লাথি হাকাবে তখন এই কথাটা স্মরণ করবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: সেটা ভিন্নপ্রসঙ্গ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভাই লেখক/ মাদ্রাসাছাত্র বড় কথা না। সবার আগে নিরাপত্তা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: তারা নির্দোষ হলে তো, অবশ্যই ছাড়া পাবে। নির্দোষ হলে ছাড়া পাক এটাই চাই। কিন্তু বিষয়টাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে সেটা দৃষ্টিকটু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.