![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।
আর কতোটা বৃষ্টি হলে সবুজ পাতা হই;
আর কতোটা স্বপ্ন হ'লে স্পর্শ হয়ে রই!
তোমার পাখি নেমে গেলে আমার সীমানায়;
অল্প করে গল্প আঁকি অসীম দ্রুততায়।
আমি কতোটা আর হ'বো!
লোপাট হয়ে যাবো।
লোপাট হয়ে দেখো তুমি লোপাট কাকে বলে-
পাতা ছাড়া বৃক্ষ সেথায় খুব বাতাসে দোলে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাহ! স্বতঃস্ফূর্ত সাবলীল সুন্দর