![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটা সুন্দর ঘটনা :-
:
১।একদিন সব গ্রামবাসী মিলে
সিদ্ধান্ত নিল তারা সবাই বৃষ্টির,
জন্য দোয়া করবে।
সবাই এক সাথে হলো,
কেবল একটি ছেলে ছাতা সহ এলো।
--- এটাই বিশ্বাস ।
:
২।অপনি যখন কোনো শিশুকে
শূন্যে ছুড়ে দেন সে তখন হাসতে থাকে,
কারণ সে জানে,
অপনি তাকে ধরে ফেলবেন।
--- এটাই ভরসা ।
:
৩।প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই,
কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন,
আবার জেগে উঠতে পারবো কিনা।
তবুও আমরা পরের দিনেরজন্য এলার্ম দিয়ে রাখি।
--- এটাই আশা ।
:
সুতরাং আল্লাহর উপর বিশ্বাস,
এবং ভরসা রেখে,
নিজের আশাকে বাচিয়ে রাখুন।
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২
৩ তারকা বলেছেন: জী ভাই
২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: আশা মানুষ কে পথ দেখায়...
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩
৩ তারকা বলেছেন: জী ভাই আপনার সাথে একমত..
৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২
সুমন কর বলেছেন: পুরনো।
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪
৩ তারকা বলেছেন: জী সুমন দা কথাটি পুরনো কিন্তু একদম খাটিঁ কথা
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল বলেছেন, সুতরাং আল্লাহর উপর বিশ্বাস,
এবং ভরসা রেখে,
নিজের আশাকে বাচিয়ে রাখুন।
শুভকামনা নিরন্তর