নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বন্দুরা ,আমি আবুবকর মো: সুফিয়ান আমি একজন মুসলমান আমি আমার ধর্ম ইসলাম কে খুব ভালোবাসি কেউ যদি মনে করেন যে সুধু মাত্র ইসলাম কে ভালোবাসার কারনে বা ধর্মে বিশ্বাস করার কারনে আমার সাথে বন্দুত্ব করবেন না, সেটা আপনার ব্যপার, কিন্ত আমি ইসলাম কে ভালোবাসি

৩ তারকা

সম্মান করুন সম্মান পাবেন

৩ তারকা › বিস্তারিত পোস্টঃ

তিনটা সুন্দর ঘটনা :-

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:০০

তিনটা সুন্দর ঘটনা :-

:
১।একদিন সব গ্রামবাসী মিলে
সিদ্ধান্ত নিল তারা সবাই বৃষ্টির,
জন্য দোয়া করবে।
সবাই এক সাথে হলো,
কেবল একটি ছেলে ছাতা সহ এলো।
--- এটাই বিশ্বাস ।
:
২।অপনি যখন কোনো শিশুকে
শূন্যে ছুড়ে দেন সে তখন হাসতে থাকে,
কারণ সে জানে,
অপনি তাকে ধরে ফেলবেন।
--- এটাই ভরসা ।
:
৩।প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই,
কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন,
আবার জেগে উঠতে পারবো কিনা।
তবুও আমরা পরের দিনেরজন্য এলার্ম দিয়ে রাখি।
--- এটাই আশা ।
:
সুতরাং আল্লাহর উপর বিশ্বাস,
এবং ভরসা রেখে,
নিজের আশাকে বাচিয়ে রাখুন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল বলেছেন, সুতরাং আল্লাহর উপর বিশ্বাস,
এবং ভরসা রেখে,
নিজের আশাকে বাচিয়ে রাখুন।


শুভকামনা নিরন্তর

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

৩ তারকা বলেছেন: জী ভাই

২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: আশা মানুষ কে পথ দেখায়...

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

৩ তারকা বলেছেন: জী ভাই আপনার সাথে একমত..

৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২

সুমন কর বলেছেন: পুরনো।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

৩ তারকা বলেছেন: জী সুমন দা কথাটি পুরনো কিন্তু একদম খাটিঁ কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.