![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক সমুদ্রের পাশে একটি পাহাড়ের গুহায় ঘুড়ে বেড়াচ্ছিল। ঘুড়তে ঘুড়তে সে একসময় একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় যার মধ্যে ছিল অনেকগুলো শুকনো মাটির বল। কি মনে করে লোকটি ব্যাগ নিয়ে সৈকতের পাশ দিয়ে হাঁটা শুরু করলো আর ব্যাগ থেকে একটি করে বল বের করে সমুদ্রের পানিতে ছুড়ে ফেলতে লাগলো। এসময় একটি বল তার হাত থেকে পড়ে ফেটে যায়, সে দেখতে পায় মাটির বলটির মধ্যে মূল্যবান পাথর রোদ লেগে ঝিকমিক করছে।
এবার সে তারাতারি বাকি বলগুলো ভাঙতে লাগলো আর প্রতিটার মধ্যেই মূল্যবান পাথর পেলো। তার কাছে ২০টির মতো বল ছিল। এবার সে আফসোস করতে লাগলো যে সে এতক্ষন প্রায় ৩০-৪০ টির মতো বল পানিতে ছুড়ে ফেলেছে, সে যদি আরেকটু আগে জানতে পারতো।
আমরা মানুষগুলাও এরকম। আমরা একজন মানুষের দিকে তাকাই, তার বাইরের আবরণটিই খালি দেখতে পাই। হয়তো তাকে খুব আকর্ষনীয় মনে হয় না। আমরা তখন তাকে অন্য কোন দেখতে সুন্দর বা জনপ্রিয় কারো থেকে কম গুরুত্বপূর্ণ মনে করি।আমরা কখনো তার ভেতরে লুকানো সৌন্দর্য বা গুণ খুজে দেখতে যাই না। আমরা যদি সময় দেই তাহলে দেখতে পাবো সবার মধ্যেই মূলুবান রত্নের মত অমূল্য কিছু আছে।
২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
৩ তারকা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০
রিক্তের রোদন বলেছেন: সুন্দর হয়েছে ৷ তবে 'ঘুরতে ঘুরতে', 'আকষণীয়' ইত্যাদি কিছু বানান ভুল হয়েছে ৷
২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১
৩ তারকা বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪
তাতাত বলেছেন: অসাধারণ!!