![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফলে স্টিকার : থাকতে পারে ভয়ঙ্কর তথ্য!
সুপার মার্কেট বা কোনো ফলপট্টি থেকে আপেল, নাশপাতি বা অন্য যেকোনো ফল কেনার সময় নিশ্চয় খেয়াল করেছেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। সাত পাঁচ না-ভেবে, খুব ভালো বলে ধরে নিয়ে অনেক সময় বেশি দাম দিয়েও কিনে ফেলেন। ফলের গায়ে সাঁটা স্টিকারে কী লেখা থাকে, ভালো করে দেখেছেন কখনো? বা যদি দেখেও থাকেন, মাথামুন্ডু কিছু বুঝেছেন কি?
১. স্টিকারে যদি দেখেন ৪ সংখ্যার কোড নম্বর রয়েছে এবং সেটা শুরু হচ্ছে ৩ বা ৪ দিয়ে, এর মানে হল, কোনো ফার্মে ওই প্রোডাক্টির চাষ হচ্ছে বিশ শতকের মাঝামাঝি সময় থেকে। যার অর্থ, কৃত্রিম সারেই চাষ হয়েছে।
২. যদি কোনো ফলের গায়ে ৫ সংখ্যার কোড দেয়া স্টিকার দেখেন, যার শুরুটা ৯ দিয়ে, অর্থ, চিরাচরিত প্রথাতেই চাষ হচ্ছে। হাজার হাজার বছর আগেও যে ভাবে চাষ হতো, সে ভাবেই। মানে, কোনোরকম রাসায়নিক সার বা কীটনাশক দেয়া হয় না। জৈবপদ্ধতিতে চাষ হয়।
৩. স্টিকারে যদি ৫ ডিজিট কোড থাকে এবং শুরুটা ৮ সংখ্যা দিয়ে হয়, তার মানে ওই ফলটি GMO বা জেনেটিক্যালি মডিফায়েড।
এটা পড়ে নিশ্চিত স্টিকার ভালো করে না-দেখে আর ফল কিনবেন না।
সুত্র ঃ নয়া দিগন্ত
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮
রিয়াদ ফেরারী বলেছেন: ধন্যবাদ এমন একটা News এর জন্য ।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০
নিজাম বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১
মানবী বলেছেন: ৯ দিয়ে শুরু এবং ৫ সংখ্যার কোড যে অরগ্যানিক ফল ও সব্জির ক্ষেত্রে ব্যবহৃত হয় তা জানা ছিলো কারন গ্রোসারী স্টোরে সময় বাঁচাতে অধিকাংশ সময় আমি সেল্ফ চেক আউট করে থাকি।
দোকানে খুব স্পষ্ট ভাবেই মেনশন করা থাকে কোনটি ওরগ্যানিক আর কোনটি নয় তাই স্টিকার সম্পর্কে জানা বা না জানায় খুব পার্থক্য হবে বলে মনে হয়না।
ধন্যবাদ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । একেবারে কাজের পোস্ট । আমি আবার ফুটোরিয়ান ।আই মিন ফল খেকো।এক হালি কমলা খেয়ে ফেলি একসঙেগ আপেল /পেয়ারা ।তথ্য সঠিক বলেই ধরে নিচ্ছি ।++++
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১
কালের সময় বলেছেন: সুন্দর তথ্য
৮| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে দেশের মানুষ বিষ খেয়ে বিষ হজম করে , তাদের কাছে গানিক বা অরগানিক সব সমান ।
৯| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
মো: আশিকুজ্জামান বলেছেন: ভাল কিছু তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
কমরেড নীল বলেছেন: ধন্যবাদ এমন একটা News এর জন্য
১১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫
ধমনী বলেছেন: ধন্যবাদ। সচেতন করার জন্য।
১২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ারে ।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
প্রামানিক বলেছেন: ভাল তথ্য জানা হলো। ধন্যবাদ
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০
ক্রিবিণ বলেছেন: মজার বিষয়...
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াসলিটন বলেছেন: যে দেশের মানুষ বিষ খেয়ে বিষ হজম করে , তাদের কাছে গানিক বা অরগানিক সব সমান ।
হা হা হা
গুরুত্বপূর্ণ তথ্য শোয়ারের জন্য অনেক ধন্যবাদ।
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬
৩ তারকা বলেছেন: আপনাদের সবাই কে ও ধন্যবাদ
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭
ক্যান্সারযোদ্ধা বলেছেন: এতো দামি ফল খাওয়ার সাধ্যি আমাদের নেই..
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
সুমন কর বলেছেন: কাজের পোস্ট। কেনার সময় মনে থাকলে চলে....
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
অরনপ বলেছেন: ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। আমি অনেক দিন ধরে এই রকমের একটি পোষ্ট খুঁজছিলাম। আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। এর আগেও একটা টিপস্ পেয়েছিলাম। এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে< http://muktomoncho.com/archives/2307
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ধন্যবাদ