নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বন্দুরা ,আমি আবুবকর মো: সুফিয়ান আমি একজন মুসলমান আমি আমার ধর্ম ইসলাম কে খুব ভালোবাসি কেউ যদি মনে করেন যে সুধু মাত্র ইসলাম কে ভালোবাসার কারনে বা ধর্মে বিশ্বাস করার কারনে আমার সাথে বন্দুত্ব করবেন না, সেটা আপনার ব্যপার, কিন্ত আমি ইসলাম কে ভালোবাসি

৩ তারকা

সম্মান করুন সম্মান পাবেন

৩ তারকা › বিস্তারিত পোস্টঃ

"অপূর্ব সুন্দর একটি শিক্ষণীয় গল্প"

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

"অপূর্ব সুন্দর একটি শিক্ষণীয় গল্প"

প্রথম বিশ্বযুদ্ধ চলছে। হঠাৎ এক পশলা গুলি ছুটে এল শত্রুপক্ষের দিক থেকে। এক সৈন্য কোন ভাবে লুকিয়ে পড়তে পারলেও কিছুটা দূরে থাকা তার বন্ধুর লুকিয়ে পড়া সম্ভব ছিল না। তাকে পড়ে যেতে দেখে ভয়ের শীতল স্রোত বয়ে গেল তার ভেতর। সে তার লেফটেন্যান্টের কাছে অনুমতি চাইল, তার বন্ধু সৈন্যেটির কাছে ফিরে যাওয়ার এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।

লেফটেন্যান্ট বললোঃ “তুমি যেতে পার। কিন্তু আমি মনে করি না এটা উচিত হবে কারন তোমার বন্ধু খুব সম্ভবত গুলি খেয়ে মারা গেছে এবং ওখানে গিয়ে তুমি নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেবে”
সৈন্যটি এই উপদেশ শুনেও তার বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলো। অনেকটা অলৌকিকভাবে সে শত্রুপক্ষের গুলি এড়িয়ে তার বন্ধুর কাছে পৌছে গেল এবং তাকে কাঁধে তুলে নিয়ে ফিরে আসতে সক্ষম হলো।

যখন সে ফিরে এল, তখন অফিসার তার বন্ধুকে পরীক্ষা করল এবং দুঃখ ভারাক্রান্ত কন্ঠে বললঃ “আমি বলেছিলাম, তোমার ওখানে যাওয়া উচিত হবে না। তোমার বন্ধুটি মারা গেছে এবং তুমি নিজেও কিছুটা আহত হয়েছ।”

সৈনিকটি বললঃ “আমার যাওয়া অর্থহীন ছিল না স্যার!”

অফিসার বললোঃ “কিন্তু তোমার বন্ধুটি মারা গেছে। তুমি কিভাবে এটা বল যে, তোমার যাওয়াটা অর্থহীন ছিল না?”

সৈনিকটি বললোঃ “জ্বী স্যার, কিন্তু আমি যখন তার কাছে পৌছালাম তখনও সে জীবিত ছিল এবং আমি তার শেষ কথা শোনার পরিতৃপ্তি পেয়েছি।”সে আমাকে বলেছিল, “জিম, আমি জানতাম তুমি আসবে।”

মূলকথাঃ প্রকৃত বন্ধু তারাই, গোটা পৃথিবী আমাদের হাত ছেড়ে দিলেও যারা আমাদের হাত কখনো ছাড়ে না। জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলো অর্থহীন নাকি গভীর অর্থবহ তা নির্ভর করে আমরা কিভাবে সেগুলোকে দেখি তার উপর। নিজের সবটুকু সাহসকে একত্রিত করে তাই করা উচিত যা আমাদের মন আমাদের করতে বলে। তা নাহলে হয়ত পরবর্তীতে সারাটা জীবন তা না করার আফসোস বয়ে নিয়ে বেড়াতে হবে।


মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: আসলেই সুন্দর।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভালো

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

অমিত অমি বলেছেন: একমত।।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

আরাফআহনাফ বলেছেন: সুন্দর
সহমত।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

আহলান বলেছেন: আবেগ কি কোন যুক্তি মানে ??

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

৩ তারকা বলেছেন: না মানেনা

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

৩ তারকা বলেছেন: সবাই কে ধন্যবাদ

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪

সদালাপি বলেছেন: অফিসার বললোঃ “কিন্তু তোমার বন্ধুটি মারা গেছে। তুমি কিভাবে এটা বল যে, তোমার যাওয়াটা অর্থহীন ছিল না?”

সৈনিকটি বললোঃ “জ্বী স্যার, কিন্তু আমি যখন তার কাছে পৌছালাম তখনও সে জীবিত ছিল এবং আমি তার শেষ কথা শোনার পরিতৃপ্তি পেয়েছি।”সে আমাকে বলেছিল, “জিম, আমি জানতাম তুমি আসবে।”

একই বিসয়ের অর্থ একেক জনের কাছে একেক রকম ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

হুকুম আলী বলেছেন: শিক্ষানীয়ই বটে।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

সত্যের ছায়া বলেছেন: ভালো গল্প। বাট উপদেশ মূলক কিছু লেখা থাকলে ভালো হত।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

ক্রন্দসী বলেছেন: খুব ভাল লাগলো।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

৩ তারকা বলেছেন: ধন্যবাদ.... ক্রন্দসী

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

৩ তারকা বলেছেন: আমি নতুন কোন পোস্ট দিতে পারছি না কেন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.