![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
কালো বিবর্ণ ও বিমূর্ত রাত
এই রাতে কথা হবে না তোমার সাথে
হবে না কোন গল্পও,
কন্ঠ হতে আসবে না গান
আসবে না কোন কবিতার আবৃত্তি
কারণ সে রাতে কবিতা হারিয়েছে ছন্দ!
গভীর অন্ধকার ধূসর রাত
যে রাতে প্রচণ্ড গরম হাওয়া,
চাঁদটাও আলোহীন,
কেটেছে আমার নির্ঘুম রাত
চোখ দুইটো স্বপ্নহীন, মহাসাগর।
কোন একদিন ভেসে আসা করুণ
আওয়জটা হৃদয়ে বাজে
ভালো থাকো চাঁদনী রাত নিয়ে
অলস দুপুরে করবো স্মরণ তোমায়
আধাঁর রাতে দেখবো জোনাকির আভায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। কেমন আছেন। একটা রাজনৈতিক মন্তব্য করায় আমাকে জেনারেল করে রেখেছে। আর আমিও ব্যস্ত বলে তেমন বগ্লে লেখা হয় না।
২| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৩
প্রত্যাবর্তন@ বলেছেন: চমৎকার গান হবে মনে হচ্ছে
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা সুন্দর হয়েছে। কবিতার শিরোনামটাও চমৎকার!
কবিতায় প্লাস। + +