![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
ক্লান্ত বিকালে, হেলে পড়া ক্লান্ত সূর্য
এক মুঠো নীল
শান্ত আবরণে ঢাকা সবুজ প্রকৃতি
তার মাঝে নিখোঁজ শান্ত সেই চোখের চাহনি।
নেমে আসে সন্ধ্যা, ঝির ঝির বৃষ্টি
ধুয়ে যায় দামী লিপস্টিক
ভেজা ভেজা চুল, চিবুকে নালিশ
কালো মেঘে ঠাসা চারদিক।
তখনও মুঠোয়, মৃত্যু মন্ত্র
ঘুমিয়ে পড়ার প্রচণ্ড আশায়।
একবার যদি ঘুমিয়ে যাই আর
জাগবো না তোমার দিব্যি।
০৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৫৬
নেওয়াজ আলি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় ও সম্মানিত ভাই
২| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: সহজ সরল সুন্দর
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা বেশ সুন্দর হয়েছে।