![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
তপ্ত রোদে হলুদ পাখির ডাকহীন দুপুর
উদাস বিকেল আর বিষাদ আলো
উদিত হওয়া সূর্য ডুবো ডুবো
সন্ধ্যার ঝি ঝি পোকা‚চুপ এখন,
এইসব গত হয়ে গেলে
আমরা বোবা হয়ে যাই।
তখন চুপি চুপি কথা বলি
আঁধারে ঢলে পড়া আকাশের সাথে
নিঃসঙ্গ জ্বল জ্বল তারার সাথে_
তারা শোনে বা না শোনে
কী জানি!
তারপরও হন্যে হয়ে
কথা বলার মানুষ খুঁজি
অথচ কী আশ্চর্য এত মানুষের ভিড়েও
কথা বলার মত একটা মানুষ মিলে না!
আমি নির্বাক হয়ে অতীত মানুষের ইতিহাস পড়
মানুষ আসলে কখন মানুষ ছিলো ।
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৩:১২
সোনাগাজী বলেছেন:
আপনি দুষ্টদেরও উৎসাহিত করেন মাঝে মাঝে!
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০১
নেওয়াজ আলি বলেছেন: আপনি সোনাগাজী
৩| ০৭ ই মে, ২০২২ রাত ৮:৪১
মিরোরডডল বলেছেন:
তারপরও হন্যে হয়ে
কথা বলার মানুষ খুঁজি
অথচ কী আশ্চর্য এত মানুষের ভিড়েও
কথা বলার মত একটা মানুষ মিলে না!
বাহ !
নেওয়াজ যে এতো সুন্দর কবিতা লেখে, জানা ছিলো না ।
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ দিদি
৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৪২
খায়রুল আহসান বলেছেন: বাহ, সুন্দর কবিতা লিখেছেন। পড়ন্ত বিকেল আর সন্ধ্যা নামার মুহূর্তের বর্ণনাটা চমৎকারভাবে কবিতায় উঠে এসেছে। + +
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: আপনার মত লিখতে পারি না
৫| ২০ শে জুন, ২০২২ বিকাল ৫:১৯
খায়রুল আহসান বলেছেন: তিন মাস হয়ে গেল, ব্লগে আপনার নতুন কোন পোস্ট নেই। আপনি ভালো আছেন তো?
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫০
নেওয়াজ আলি বলেছেন: নামাজ পড়ে হাটতে বাহির হবো। ডায়াবেটিস যন্ত্রণা দেয় খুব।
৬| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৭
শেরজা তপন বলেছেন: হারালেন কোথায়? মন্তব্য ও লেখায় আপনাকে মিস করছি
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ডায়াবেটিসের কারণে যা হয় আর কি । দুই চোখে লেন্স বসিয়েছি। ডান হাত এবং দাঁত চিকিৎসা করাতে হয়েছে।
৭| ২৫ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: আপনি এখন কেমন আছেন?
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০০
নেওয়াজ আলি বলেছেন: এখন ভালো আছি ভাই। দোয়া করবেন
৮| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৪
সোনাগাজী বলেছেন:
এত লম্বা সময় অসুস্হ ছিলেন? কি হয়েছিলো?
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৮
নেওয়াজ আলি বলেছেন: কেমন আছেন মুরব্বি। ডায়াবেটিসের কারণে যা হয় আর কি । দুই চোখে লেন্স বসিয়েছি। ডান হাত এবং দাঁত চিকিৎসা করাতে হয়েছে।
৯| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১২
সোনাগাজী বলেছেন:
সামুর লোকেরা "চাঁদগাজী" নামটা পছন্দ করে না, সোনাগাজীও পছন্দ করে না; ফুলগাজী দিয়ে দেখবো নাকি?
২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: তাহলে গাজী শব্দটাই বাদ দিন। রেজুমিয়া নাম দিয়ে লিখুন । কারণ রেজুমিয়া আপনি যুদ্ধ করেছেন। ফেনী হতে ছাগলনাইয়া যেতে রেজুমিয়া ব্রিজ পড়ে। আপনি বলেছেন সেখানে যুদ্ধ করছেন আর সেটি চাঁদগাজীর পাশেই।
১০| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: সবার প্রশ্নের উত্তর দিলেন, শুধু ৩,৪,৫ নম্বর বাদে?
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৬
নেওয়াজ আলি বলেছেন: সরি বড় ভাই খেয়াল ছিলো না। আন্তরিক ক্ষমাপার্থী
১১| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: Happy New Year.
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।